নাটক রিভিউ || হাড় কিপটে || ১৭ তম পর্ব

in আমার বাংলা ব্লগ6 months ago

আজ -মঙ্গলবার

০১ মাঘ,১৪৩০ বঙ্গাব্দ
১৬ জানুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



হাই! বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি নাটক রিভিউ। আশা করি এই নাটকটি আপনাদের অনেক ভালো লাগবে যদি আমার রিভিউ পড়ে থাকেন এবং নাটকটি দেখেন। আমরা জানি হাড় কিপটে নাটক ১০৫ পর্ব। আজ আমি ১৭তম পর্ব আপনাদের মাঝে রিভিউ করে তুলে ধরতে যাচ্ছি। চলুন আর দেরি না করে এখনই শুরু করি।


Screenshot_20240116-102828.jpg

স্ক্রিনশট: ইউটিউব


🤔নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ🤔
নামহাড় কিপটে
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাউদ্দিন লাভলু
অভিনয়েআমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
ধরণকমেডি,ড্রামা
পর্বের সংখ্যা১০৫
রিভিউ১৭তম পর্ব
দৈর্ঘ্য১৮ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব চ্যানেল


চরিত্রেঃ

  • মোশাররফ করিম
  • আমিরুল হক চৌধুরীর
  • চঞ্চল চৌধুরী
  • বৃন্দাবন দাস সহ আরো অনেকে


কাহিনীর সারসংক্ষেপ

হাড় কিপটে নাটকের ১৭ তম পর্বে নজর আলী কৃপণের ভাগ্নে গোল্লায় এসে নতুন সমস্যা সৃষ্টি করে বসেছে। যেখানে নজর আলী চাল বাক্সবন্দি করে রাখত সেই জায়গায় গোল্লা নাকি আধা কেজি থেকে ৩ পোয়া চাল এর ভাত খেয়ে থাকে। এমনিতেই কুলাঙ্গার দুই ছাওয়ালের ভাত খাওয়া আজকে বন্ধ। তাই কৃপণ ভেবেছিল হয়তো চাল কম লাগবে কিন্তু গোল্লা এসে দেখি তার ডবল চাল এর ভাগীদার হয়ে গেছে। তাই সে বলে বসলো তোকে কি দাওয়াত করে এনেছি এত চাল লাগবে। অবশেষে গোল্লার জড়াজড়িতে কৃপণের চাল দেয়া লাগলো।

Screenshot_20240116-103344.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


বাবার সাথে চিটারি করতে গিয়ে কুলাঙ্গার দুই ছাওয়াল আজ বিপদের মাঝখানে। ভাগ্যেস গোল্লা এসেছিল তাই তারা ছাড়া পেয়েছে। আর ঠিক এই বিষয়ে বড় কুলাঙ্গার ছাওয়াল তার প্রেমিকার সাথে বলাবলি করছে। এদিকে ছোট ভাইয়ের প্রেমিকাও যেন তাকে আরও তেমন পাত্তা দিচ্ছে না। কি এমন ঘুম ঘুমাইছে, মেজ ভাই এসে চুরি করে নিয়ে গেছে সোনার বল। এক মুহূর্তে কুলাঙ্গার ছোট বলে বসলো তার প্রেমিকা রেশমাকে তোমার বাড়িতে ঘর জামাই থাকবো আমি, কিন্তু রেশমা বলল তোমার কি এমন গুণ রয়েছে যে ঘরজামাই থাকতে চাও। সত্যি তো তার কোন তো তেমন যোগ্যতাই নেই যে যোগ্যতা দেখে রেশমার বাবা তাকে ঘর জামাই রাখবে।

Screenshot_20240116-104022.jpg

Screenshot_20240116-104331.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে বহর তো এসে হারাধন কাকার বাড়িতে বসে রয়েছে, আর এই দেখে হারাধন কাকার মেয়ে শিবানি বেশ রাগ হচ্ছে। তাই বহর বললো তোদের বাড়ি তো খেতে আসি নি শুধুমাত্র বসেই রয়েছি তাও কি সিট ভাড়া দেয়া লাগবে নাকি। এই মুহূর্তে হুট করে আম গাছ থেকে একটি পাখিতে খাওয়া আম পড়লো। সাথে সাথে আমটা বহর কুড়িয়ে নিয়েছে কিন্তু কিছুতেই শিবানী মেনে নিতে পারছে না। তার বাড়িতে বসে তার গাছের আম কেন সে কুড়িয়ে নিবে। বেশ ধস্তাধস্তি হয়ে গেল একমুহুর্তে বহর আমটা নিয়ে পালিয়ে গেল। কিন্তু এতে কোন লাভ হলো না পথের মধ্যে হারাধন কাকার সাথে দেখা হয়ে গেল হারাধন কাকা আমটা নিয়ে নিল।

Screenshot_20240116-104315.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এবার কুলাঙ্গার তিনজন একসাথে বসে গল্প করছে,তারা যে অভিনয় সাজিয়েছিল ধরা খেয়ে গেছে। এখন তাদের কি উপায়? ঠিক এমন বিষয় নিয়ে তারা আলোচনা করছে।

Screenshot_20240116-105255.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে আমটা হারাধন কাকা নিয়ে নিয়েছে তাই ব্যর্থ হয়ে এসে বাবার কাছে নালিশ করছে বহর,হারাধন কাকার নাম যেন তার বাবা তার বন্ধুর খাতা থেকে ডিলিট করে দেয়। এদিকে তার বাবা বড় টেনশনে রয়েছে গোল্লাকে নিয়ে। প্রত্যেক ওয়াক্তে যদি আধা কেজি চালের ভাত খায় তাহলে তো সে সর্বস্বান্ত হয়ে যাবে। তাই বহর সিদ্ধান্ত নিচ্ছে দেখা যাক কি করতে পারে সে।

Screenshot_20240116-105924.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে গোল্লা তার মামুনির রান্নাঘরে কড়াইতে তেল ঢেলতে দেখে অবাক হয়ে গেল। তার মামার তৈরি করা বিশেষ পদ্ধতি দেখে তো সে আশ্চর্য। এমন করে তেল ঢেলে তরকারি স্বাদ হয়। তাই সে একটু বেশি করে তেল ঢেলে দেওয়ার চেষ্টা করলেও এমন মুহূর্তে বহর এসে তেলের বোতল কেড়ে নিল। আর এরই মধ্য দিয়ে ১৭ তম পর্বের সমাপ্তি হলো।
ব্যক্তিগত মতামত:

এ নাটকে বহরের বিশেষ ভূমিকা লক্ষ্য করা গেছে। একদিকে ভূপেনের খুঁজছে,আরেকদিকে ভূপেনের বাবাকে খুঁজে বেড়াচ্ছে। ভূপেনদের বাড়িতে বসে থাকতে একটি আম পড়েছিল পাখিতে খাওয়া আম। আর সেটা সে কুড়িয়ে নিয়েছে কিন্তু কিছুতেই ভূপেনের বোন সেটা তাকে হতে দিয়েছিল না, সেটা নিয়ে যখন দৌড় লাগালো পথের মধ্যে তার বাবা আমটা কেড়ে নিয়েছে। তাই তার এই দুঃখের কথা বাবার কাছে তেমনভাবে না বলতে পারলেও, বলে বসলো যেন তার বাবার বন্ধুর খাতা থেকে হারাধনের নামটা ডিলিট করা হয়। কিন্তু এদিকে গুল্লার কাজকর্মে নতুন সমস্যা সৃষ্টি হয়েছে নজর আলীর বাড়িতে। ছেলেদের টেনশনের কথা তো দূরে রেখে এখন গোল্লার টেনশন নিয়ে নজর ব্যতিব্যস্ত না জানি কতটা দিন সে থাকবে আর তার খাবারের ক্ষতি করবে। পাশাপাশি কুলাঙ্গারদের প্রেমিকারাও যেন ভালোভাবে তাদের কথা বলছে না কুলাঙ্গাররা এখন কি করবে সেই চিন্তায় টেনশনে রয়েছে। সব মিলে নাটকটা যেন পুনরায় নতুন কোন কিছু আমাদের মাঝে শেয়ার করতে চলেছে, আর তারই অপেক্ষায় থাকতে হবে আমাদের। বেশ সুন্দরভাবে জমে উঠেছে নাটকের কাহিনী যেখান থেকে পুনরায় বিস্তার লাভ করবে হাস্যরস আর কৃপণদের কৃপণতার পথ আর কুলাঙ্গারদের নতুন পথের জাল।
ব্যক্তিগত রেটিং:

৯.২৫/১০

নাটকের লিংক



সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 6 months ago 

ভাইরে ভাই নাটকের নাম দেখে তো আমার হাসি পাইল অনেক। জীবনে কিন্তু বড় হওয়ার জন্য কিপটে হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এ নাটকের চরিত্রে কিপটে হওয়ার চরিত্রটা অনেক বেশি হাস্যকর ছিল। নাটকটি আমি অনেক আগেই দেখেছিলাম। অনেক ভালো লেগেছিল নাটকটি দেখে। আপনার কাছ থেকে চমৎকার নাটকের রিভিউটি দেখে অনেক বেশি ভালো লেগেছে।

 6 months ago 

তা অবশ্য ঠিক বলেছেন কিন্তু এত কিপটে হওয়া মোটেও সঠিক নয়।

 6 months ago 

এই নাটকটা আমার কাছে খুবই ভালো লাগে। যখন ইচ্ছা হয় মাঝে মাঝে আমি হাড় কিপটা নাটক দেখতে শুরু করে দেয়। আপনার শেয়ার করা নাটকের এই রিভিউ পড়ে আবারো নাটকটি দেখতে ইচ্ছা করছে।

 6 months ago 

সুযোগ পেলে দেখার চেষ্টা করো আনন্দ পাবে

 6 months ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে বাংলাদেশের বেশ জনপ্রিয় একটি হাড় কিপটে নাটকটি রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। এমনিতেই নাটক দেখতে আমার কাছে বেশ ভালো লাগে তবে এই নাটকটি বেশ হাসির কিছু কাহিনী রয়েছে। মোশাররফ করিম ও আ খ ম হাসানের অভিনয়গুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল এই নাটকে। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হ্যাঁ ইদের দুজনের অভিনয় আমারও খুব পছন্দ

 6 months ago 

হাড় কিপটে নাটক মানেই হাসির হাড়ি। এই নাটিকে প্রত্যকের অভিনয় এত সুন্দর হয়েছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। নজর আলী কৃপন কিন্তু এত কৃপন কোথাও দেখা যায় না। মহর কিন্তু তার বাবার বাধ্য ছেলে। মহরকে নজর আমি অনেক বিশ্বাস করে। ধন্যবাদ ভাই সুন্দর একটি নাটক শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হ্যাঁ এর নিখুঁত কৃপণ অভিনয় হয়েছে

 6 months ago 

জ্বি ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57899.47
ETH 3134.16
USDT 1.00
SBD 2.39