স্বরচিত বিরহের কবিতা 'তুমি আজ স্মৃতির পাতায়'

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - শুক্রবার

১০ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
২৪ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম

IMG_20220517_174432_205.jpg
Photographer: myself
Photography device: Infinix hot 11s
location




আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো
আমার বাংলা ব্লগ বাসিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। দুঃখভারাক্রান্ত মন নিয়ে উপস্থিত হয়েছি আবার,একটি বিরহের কবিতা উপহার দিব সকলের। এ বিরহ কখনো শেষ হবার নয়। যা জীবনকে তিলে তিলে করে যাচ্ছে খয়। তবু বলব প্রেম ভালোবাসা শেষ হবার নয়। সত্যি কারের ভালোবাসা চির অমর রয়। আর সেই অমর প্রেম থেকে হতাশাগ্রস্ত কিছু বানী কবিতা রূপে রচনা করে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আশা করি আমার এই কবিতাটি আপনাদের অনেক ভালো লাগবে। তবে বেশি আবেগী মন না নিয়ে পড়া উচিত। সহজ সরল মনে কয়েকবার রিডিং পড়ার মতো করে পড়ে নিলেই হবে। তবে এটা মনে রাখবেন, কবিতা আবৃত্তি করতে আমি খুবই ভালোবাসি এবং কবিতা রচনা করতেও খুব বেশি ভালোবাসি। আর কবিতা রচনা করার মনোভাব দীর্ঘদিনের। যাই হোক আর কথা না বাড়িয়ে সোজা চলে যাব কবিতার অংশে।





কবিতা

তুমি আজ স্মৃতির পাতায়

রচয়িতা
নাজিদুল ইসলাম (সুমন)


সুখের সেদিন গুলি

কবে কখন যেন হারিয়ে ফেলেছি।

তাই মনের আকাশ যেন
ঘন আঁধারে ঢাকা।

যতটুকু আলো ছিল
তা হয়েছে আজ নিভু নিভু।

এই মন জুড়ে শুধু তোমার স্মৃতি
সযতনে মায়ার বাঁধনে রাখা।

শীতের সকালের কুয়াশার মতো
সাদা চাদরে মোড়ানো এই ভুবন।

কাফনের কাপড় যেভাবে
মড়িয়ে রাখেন মৃত লাশ।

আজ আমি হয়েছি তেমন নিস্তব্ধ
নেই কোন আর অনুভূতি।

তোমায় নিয়ে ভাবি না আর
ভাবতেই বের হয়ে আসে দীর্ঘশ্বাস।

নিজের প্রিয় বাসভূমি
হয়েছে জেনো মরুভূমির মত।

যেখানে তুমি নাই
সেখানে থেমে থাকা বড় দায়।

স্মৃতির গলিতে কিছুক্ষণ
তোমাকেই খুঁজে ফেরে এই মন।

যখনই খুঁজে পাই না তোমায়
আবেগ জড়ানো প্রেম হু হু করে কেঁদে যায়।

মানুষ তার মনের প্রশান্তির জন্য
সকাল সাজে নীড়ে ফিরে যায়।

মন যেন হয়েছে আজ
রোদে পোড়া বালুর চর।

আজ তুমি নেই তাই
ঘরে ফিরতে চায় না মন।

জানি কেউ নিবেনা খবর
ভাবতেই বাকরুদ্ধ হয়ে হারিয়ে ফেলি কণ্ঠস্বর।

হয়তো আমি আজ নগণ্য
তবে সে তো তোমারই জন্য।

তবুও বলবো তুমি ধন্য
জাগিয়েছিলে এমনে কিছু আশা।

দিয়ে গেছে ক্ষনিকের স্বপ্ন
যা কিছু আজ ভেঙ্গে হয়েছে চুরমার।

চলে গেছো হৃদয় শূন্য করে
পড়ে রয়েছে সাজান প্রেম ভালোবাসা।




সমা
প্ত



received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

আমার কবিতাটি কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে। কবিতা পড়ে আপনাদের অনুভূতি কেমন? আশা করি মনের মধ্যে বিরহের ফিলিংস হচ্ছে। কেমন কবিতা আমার থেকে প্রত্যাশা করেন? প্রেম বা বিরহের,সমস্ত বিষয় গুলো কমেন্ট বক্সে জানাবেন। তবে আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি @sumon09, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1YGaRHjGNgt5Rer5B6F4g7irPGQYc8fWEfZqTANQMkujbw3BpuQhuZF9sFJriW5xg7LMsDDq4d4bcThss.gif

Sort:  
 2 years ago 

বাহ ভাইয়া অনেক চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য

 2 years ago 

কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে আমার খুবই ভালো লাগলো।

 2 years ago 

কবিতা যদি আবেগে মন না নিয়ে পড়ে তাহলে ভালো লাগেনা। আপনি দুঃখ ভরা কষ্ট ভরা মন নিয়ে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।এবং আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আশা করি বুঝতে পেরেছেন আমার মনের কথা।

 2 years ago 

ভাইয়া আমি মনে করি আপনার এই বিরহের কবিতা গুলোর একটি কারণ আছে। আর যদি কোন কারণ থাকে তাহলে একদিন অবশ্যই পোস্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করবেন।

আপনার কবিতাগুলো আসলে অনেক সুন্দর হয়। খুব সুন্দর আবেগ দিয়ে আপনি কবিতাগুলো উপস্থাপন করেন ভালোই লাগে।

 2 years ago 

আমার ছোট্ট এই জীবনে একটি বড় ইতিহাস রয়েছে। ইতিহাসের কথাগুলো এক পোস্টের মধ্যে শেয়ার করার সম্ভব নয়। তবে খুব শীঘ্রই শুরু কোরবো সেই স্মৃতিগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

(Sumon+Moni) = Sumoni F14 যে ভালোবাসা পূর্বে ছিল, এখন আর নেই। দুজনার বিবাহবিচ্ছেদের জীবন আজ দুই প্রান্তে।

 2 years ago 

ওয়াও আপনি তো দেখি খুব সুন্দর ভাবে একটি কবিতা লিখেছেন। কবিতা লেখা কবিতার ছোট ছোট লাইন গুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এত চমৎকার একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লেগেছে আপনার মন্তব্য দেখে।

 2 years ago 

আপনার কবিতা লেখা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রত্যেকটি লাইন খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পুরোটা খুব ভালো লাগলো আমার কাছে। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

 2 years ago 

সর্বদা চেষ্টা করি আপনাদের মনের মত কবিতা রচনা করার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যি বলতে কিছু কিছু স্মৃতি আছে যে স্মৃতি গুলো আমাদের কাছে শুধুমাত্র একটি স্বপ্ন। আর এই স্বপ্ন যেন শেষ হয়না সারাটি সময় আমাদের সাথেই থেকে যায়। চমৎকার একটি কবিতা উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কবিতাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কবিতাটি সত্যি অনেক চমৎকার ছিল বিশেষ করে বিরহের কবিতা গুলো আমার অনেক ভালো লাগে। আপনার কবিতার মধ্যে আপনার ক্রিটিভিটি অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো।

 2 years ago 

আসলে ভাই বিরহ কখনোই শেষ হয়না এটা আমাদের ভিতরে লুকিয়ে থাকে এবং তিল তিল করে আমাদেরকে জ্বালা যন্ত্রণা দেয়। আজকের কবিতাটির নিচের লাইন গুলা আমার কাছে বেশ ভালো লেগেছে।

মন যেন হয়েছে আজ
রোদে পোড়া বালুর চর।

আজ তুমি নেই তাই
ঘরে ফিরতে চায় না মন।

 2 years ago 

আপনার এত সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য আমাকে মুগ্ধ করেছে।

 2 years ago 

আপনার দীর্ঘ দিনের মনভাব থাকার কারনে আজ আমরা সুন্দর সুন্দর কবিতা পাচ্ছি আপনার থেকে। কবিতার ভাবার্থ বুঝতে হলে মন দিয়ে আবেগ দিয়ে কবিতা পড়তে হয়। আপনার কবিতা ভাল ছিল। সুন্দর সুন্দর কিছু লাইন পেলাম আপনার থেকে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দরভাবে কবিতা উপস্থাপন করার জন্য।

আপনার কবিতার লাইনগুলো পড়ে আমি আমার অতীতকে মনে করতে পারি। প্রতিটি লাইনে আপনার দুঃখ একটা ভাব রয়ে গেছে। আপনার এরকম সুন্দর কবিতা উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

দুঃখ ভরা মন থেকে কবিতা রচনা করেছিলাম।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68859.62
ETH 2444.01
USDT 1.00
SBD 2.34