My Town in Ten Pics || Dhaka City || 09/02/2021 || SteemLife
আসসালামু-আলাইকুম!
- আজ মঙ্গলবার,
- ০৯ ফেব্রুয়ারী ২০২১.
সকালবেলা বাজারে লোকজন প্রায় অনেকটাই কম, ফজরের নামাজ আদায় করে হোটেলের স্টাফরা প্রস্তুতি নিচ্ছেন সকালের নাস্তার আয়োজন করার।
আমাদের এলাকায় কসাই অর্থাৎ মাংস বিক্রেতার আওতাধীন কাজ করে এমন দুইজন লোক গরু জবাই এর উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন সকাল বেলা। প্রতিটি মানুষ তাদের কাজের ক্ষেত্রে সময় মেনে চলেন।
একজন ফল বিক্রেতা ভ্যানগাড়িতে করে আনারস এবং কলা নিয়ে মসজিদের সামনে দাড়িয়ে বিক্রি করছেন। মসজিদের সামনে প্রায়শই বিভিন্ন নামাজের ওয়াক্ত বিভিন্ন ধরনের মানুষজনকে দেখা যায় নানা ধরনের জিনিসপত্র বিক্রি করে থাকেন।
দোকানদার তার ছোট্ট মেয়েকে রেখে নামাজ আদায় করতে গিয়েছেন। দোকানে হরেক রকমের জিনিস পাওয়া যায় যা ফটোগ্রাফিতে উল্লেখ রয়েছে।
একজন ফল ব্যবসায়ী সে শীতের এই মৌসুমে হাঁস বিক্রি করছেন ফলের পাশাপাশি (অধিক লাভের আশায়)। এই মৌসুমে আমি অনেকে মানুষকে অনেক ধরনের ব্যবসা করতে দেখেছি।
সেলুনের একজন নাপিত উনি অলস সময় পার করছেন। দোকানে তেমন কোনো কাস্টমার নেই, তাই উনি বসে বসে টিভি দেখে তার অলস সময় পার করছেন।
ফটোকপি এবং স্টেশনারির দোকান গুলোতে সারাদিন তেমন একটা বেচাকেনা হয় না তবে বিকেল থেকেই উপচে পড়া ভিড় থাকে ফটোকপির দোকানে। ইহা আমাদের এলাকার একটি ব্যস্ত ফটোকপির দোকান।
ফটোগ্রাফিতে উল্লেখিত মুচি, লোকটি আমাদের এলাকার অনেক পুরনো মুচি। সকাল থেকে রাত অবধি এখানে বসেই উনি উনার কাজে নিয়োজিত থাকেন। প্রতিটি জুতা সেলাইয়ের জন্য উনি নিয়ে থাকেন সর্বনিম্ন ১০ টাকায় এবং এর উপরে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
একজন রিক্সার মিস্ত্রি রাতের বেলার রিক্সা মেরামতের কাজ করছেন। এই ফটোগ্রাফিটি একটি রিক্সা এবং সাইকেল মেরামতের দোকান থেকে তোলা হয়েছে। পায়ে চালিত রিক্সা এখন অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে, সবজায়গা অটোরিকশার দেখা মেলে।
ক্ষুধার্ত কুকুরগুলোকে একটি ব্যক্তি কিছু বিস্কুট দিচ্ছেন খাওয়ার জন্য। আমাদের সমাজে এটা প্রায়ই দেখা যায় যে অনেকেই পশুপাখির উপর মানবতা দেখায় এমনভাবে।
From: #Bangladesh
Many thanks for giving the opportunity in this wonderful competition: @steemitblog.
Connect me on | : |
---|---|
Steemit |
JOIN WITH US ON DISCORD SERVER:
Thank you.
Tweet Link: https://twitter.com/sumoncantt/status/1359167136464306195?s=19