My Town in Ten Pics || Dhaka City || 09/02/2021 || SteemLife

in Steem Bangladesh4 years ago (edited)

আসসালামু-আলাইকুম!

  • আজ মঙ্গলবার,
  • ০৯ ফেব্রুয়ারী ২০২১.


IMG_20210209_063750.jpg

হোটেলে সকালের নাস্তার প্রস্তুতি চলছে

সকালবেলা বাজারে লোকজন প্রায় অনেকটাই কম, ফজরের নামাজ আদায় করে হোটেলের স্টাফরা প্রস্তুতি নিচ্ছেন সকালের নাস্তার আয়োজন করার।

IMG_20210209_063927.jpg

গরু নিয়ে যাচ্ছে জবাইয়ের জন্য

আমাদের এলাকায় কসাই অর্থাৎ মাংস বিক্রেতার আওতাধীন কাজ করে এমন দুইজন লোক গরু জবাই এর উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন সকাল বেলা। প্রতিটি মানুষ তাদের কাজের ক্ষেত্রে সময় মেনে চলেন।

IMG_20210206_134650.jpg

ভ্যানে করে ফল বিক্রি করেছেন লোকটি

একজন ফল বিক্রেতা ভ্যানগাড়িতে করে আনারস এবং কলা নিয়ে মসজিদের সামনে দাড়িয়ে বিক্রি করছেন। মসজিদের সামনে প্রায়শই বিভিন্ন নামাজের ওয়াক্ত বিভিন্ন ধরনের মানুষজনকে দেখা যায় নানা ধরনের জিনিসপত্র বিক্রি করে থাকেন।

IMG_20210206_134848.jpg

বাবার দোকানে বসে আছে ছোট্ট মেয়েটা

দোকানদার তার ছোট্ট মেয়েকে রেখে নামাজ আদায় করতে গিয়েছেন। দোকানে হরেক রকমের জিনিস পাওয়া যায় যা ফটোগ্রাফিতে উল্লেখ রয়েছে।

IMG_20210206_135105.jpg

ফলের দোকানে হাঁস বিক্রি করেছেন

একজন ফল ব্যবসায়ী সে শীতের এই মৌসুমে হাঁস বিক্রি করছেন ফলের পাশাপাশি (অধিক লাভের আশায়)। এই মৌসুমে আমি অনেকে মানুষকে অনেক ধরনের ব্যবসা করতে দেখেছি।

IMG_20210206_203515.jpg

অলস সময় করছেন সেলুনের লোকটি

সেলুনের একজন নাপিত উনি অলস সময় পার করছেন। দোকানে তেমন কোনো কাস্টমার নেই, তাই উনি বসে বসে টিভি দেখে তার অলস সময় পার করছেন।

IMG_20210206_203423.jpg

সন্ধ্যায় ভীড় চলছে ফটোকপির দোকানে

ফটোকপি এবং স্টেশনারির দোকান গুলোতে সারাদিন তেমন একটা বেচাকেনা হয় না তবে বিকেল থেকেই উপচে পড়া ভিড় থাকে ফটোকপির দোকানে। ইহা আমাদের এলাকার একটি ব্যস্ত ফটোকপির দোকান।

IMG_20210206_183811.jpg

মুচি তার কাস্টমারের কাছ থেকে কাজ বুঝে নিচ্ছেন

ফটোগ্রাফিতে উল্লেখিত মুচি, লোকটি আমাদের এলাকার অনেক পুরনো মুচি। সকাল থেকে রাত অবধি এখানে বসেই উনি উনার কাজে নিয়োজিত থাকেন। প্রতিটি জুতা সেলাইয়ের জন্য উনি নিয়ে থাকেন সর্বনিম্ন ১০ টাকায় এবং এর উপরে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

IMG_20210206_183608.jpg

অক্লান্ত পরিশ্রম করছেন লোকটি

একজন রিক্সার মিস্ত্রি রাতের বেলার রিক্সা মেরামতের কাজ করছেন। এই ফটোগ্রাফিটি একটি রিক্সা এবং সাইকেল মেরামতের দোকান থেকে তোলা হয়েছে। পায়ে চালিত রিক্সা এখন অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে, সবজায়গা অটোরিকশার দেখা মেলে।

IMG_20210206_183519.jpg

মানবতা - ক্ষুধার্ত কুকুরগুলোকে খাবার দিচ্ছেন লোকটি

ক্ষুধার্ত কুকুরগুলোকে একটি ব্যক্তি কিছু বিস্কুট দিচ্ছেন খাওয়ার জন্য। আমাদের সমাজে এটা প্রায়ই দেখা যায় যে অনেকেই পশুপাখির উপর মানবতা দেখায় এমনভাবে।



From: #Bangladesh

Many thanks for giving the opportunity in this wonderful competition: @steemitblog.



Connect me on:
FacebookInstagram
Twitter Steemit

Thank You

PB8ro82ZpZP5xqHVTtgzxr9jRnPYTxeDK7ZMexdP1QdT79YteNJR9qRbw9B2XYYbJ7H2WvqLgnN2de2kPJXHQQtawm8pbvdVXv5XsxM8x4Y4VdKL.png

Sort:  
 4 years ago 


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates

 4 years ago 

Thank you.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 91054.84
ETH 3119.60
USDT 1.00
SBD 2.96