এবিবি স্কুল লেভেল ০৩ হতে আমার অর্জন - By @sumiya23
হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করতে যাচ্ছি লেভেল তৃতীয় এর ক্লাস ও লেকচার শীট হতে অর্জিত পরীক্ষা মূলক পোস্ট। লেভেল তৃতীয় এর প্রফেসরদের কাছ থেকে শিখে এবং লেকচার শীট পড়ার মাধ্যমে আমি যা শিখেছি ঠিক সেই মতাবেত চেষ্টা করব লেভেল তৃতীয় এর এর প্রশ্নপত্রের উত্তর দেওয়ার।
১। প্রশ্নঃ মার্কডাউন কি ?
উত্তরঃনির্দিষ্ট কিছু কোড বা টেক্সট ফরমেট যা দিয়ে লেখা কে সুশৃংখল এবং সুন্দর করে সাজানো হয়ে থাকে।
২। প্রশ্নঃ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?
উত্তরঃ মার্কডাউন বলতে বুঝি একটি বিষয়ে লেখাকে পাঠকের সামনে সৃজনশীল ভাবে এবং আকর্ষণীয় ও দৃষ্টিনন্দিত রূপে উপস্থাপন করার বিশেষ পদ্ধতি। মার্ক ডাউন ব্যবহার করার ফলে একটি লেখাকে চমৎকার ভাবে সাজানো যায় যার ফলে লেখাটি পড়ার উপরে পাঠকের আগ্রহ সৃষ্টি হয়। এজন্য বলা যায় যে একটি আর্টিকেলে মার্ক ডাউন কোড ব্যবহার করে লেখাটিকে সুন্দরভাবে পাঠকের সামনে উপস্থাপন করা যায় এজন্য মার্কডাউন গুরুত্বপূর্ণ।
৩। প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?
উত্তরঃমার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কোড গুলোকে দৃশ্যমান করার জন্য কোড গুলোর পূর্বে চারটি স্পেস ব্যবহার করতে হবে।
৪। প্রশ্নঃ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।
উত্তরঃমার্কডাউন কোড নিম্নরূপ:
|User|Posts|Steem Power|
|---|---|---|
|User1|10|500|
|User2|20|9000|
দৃশ্যমান ফলাফল নিম্নরূপ।
User | Posts | Steem Power |
---|---|---|
User1 | 10 | 500 |
User2 | 20 | 9000 |
৫। প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি?
উত্তরঃ সোর্স উল্লেখের জন্য ফার্স্ট ব্র্যাকেটর মধ্যে মূল ট্যাক্স দিতে হবে এবং পাঁচ ব্রেকেট এর মধ্যে হাইপার লিংকটি রাখতে হবে। মার্কডাউন কোডটি নিম্ন রূপ:
[লোকেশন এর নাম](লোকেশন এর লিংক)
দৃশ্যমান ফলাফল:
৬। প্রশ্নঃ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।
উত্তরঃমার্ক ডাউন কোড নিম্নরূপ:
# header 1 (সর্বোচ্চ বড় সাইজ
## header 2 (হেডার-১ চেয়ে ছোট)
### header 3 (হেডার ২ এর চেয়ে ছোট)
#### header 4 (হেডার ৩ এর চেয়ে ছোট)
##### header 5 (হেডার ৪ এর চেয়েও ছোট)
###### header 6( সবচেয়ে ছোটসাইজ)
দৃশ্যমান ফলাফল নিম্নরূপ:
header 1 (সর্বোচ্চ বড় সাইজ)
header 2 (হেডার-১ চেয়ে ছোট)
header 3 (হেডার ২ এর চেয়ে ছোট)
header 4 (হেডার ৩ এর চেয়ে ছোট)
header 5 (হেডাট ৪ এর চেয়েও ছোট)
header 6( সবচেয়ে ছোট সাইজ )
৭। প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।
উত্তরঃমার্ক ডাউন কোড নিম্নরূপ:
<div class"text-justify"> some text...</div>
দৃশ্যমান ফলাফল নিম্নরূপ:
some text...
৮। প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?
উত্তরঃ কনটেন্টের টপিক নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা এবং সৃজনশীলতা। এগুলোর ওপরে বেশি গুরুত্ব দিয়ে কনটেন্ট তৈরি করা উচিত।
৯। প্রশ্নঃ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন?
উত্তরঃকোন বিষয়ে লিখতে গেলে আমাদের সেই বিষয়ের উপর পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকতে হবে সে বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং লেখার ওপর দক্ষতা থাকতে হবে এ দুটোর পাশাপাশি অভিজ্ঞতা থাকলে সে বিষয়টি সম্পর্কে আমরা রিয়েলইস্টিক ভাবে পাঠকের সামনে তুলে ধরতে পারবো। যেমন কোন দর্শনীয় স্থানে ভ্রমণ করা হলে সেই স্থানের উপর বিস্তারিত জ্ঞান অর্জন সম্ভব এবং সেই স্থানের খুঁটিনাটির সম্পর্কে বাস্তবিকভাবে পাঠকের সামনে উপস্থাপন করতে পারবো।
১০। প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন?
উত্তরঃএকটি পোস্টে মোট ভোটের ৫০% অথর এবং ৫০% কিউরেটর পেয়ে থাকে তাই এখানে আমি ৭ ডলারের ভোটে অর্ধেক অর্থাৎ ৩.৫ ডলার কিউরেশন রিওয়ার্ড আমি পাব। যেহেতু এটি পরবর্তীতে স্টিমে কনভার্ট হবে সুতরাং স্টিম এ কনভার্ট করার জন্য দেওয়া আছে স্টিম কয়েনের মূল্য ০.৫০ ডলার সেহেতু ৩.৫ ÷ ০.৫০ = ৭ স্টিম কিউরেশন রিওয়ার্ড পাবো।
১১। প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?
উত্তরঃঅথরের পোস্ট পাবলিশের পাঁচ মিনিট পর সবার আগে যিনি ভোট দিবেন তিনি সর্বোচ্চ রিওয়ার্ড অর্জন করবে এবং ছয় দিন ১২ ঘন্টার মধ্যে ভোট দিতে হবে।
১২। প্রশ্নঃ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?
উত্তরঃ@heroism এ ডেলিগেশন করলে বেশি আর হবে কেননা @heroism অনেক ইউজার ডেলিগেশন করে থাকে এর ফলে তাদের ভোট বেশি পাওয়ারফুল হয়ে থাকবে এবং ফলাফলে দেখা যাবে অল্প এসপি ডেলিভিশন করে বেশি আর্ন করা সম্ভব হচ্ছে।
পরিশেষে একটি কথাই বলতে চাই, লেভেল তৃতীয় এর লেকচার শীট পড়ে এবং ক্লাস করার মধ্য দিয়ে আমি যে সমস্ত বিষয়গুলো ভালোভাবে জানতে পেরেছিলাম, ঠিক সে আকারে লেভেল তৃতীয় এর পরীক্ষায় অংশগ্রহণ করেছি। কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। আমি আমার মত সংশোধন করে নিব। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেন আমি প্রত্যেক লেভেল খুব ভালোভাবে ক্লাস করার মধ্য দিয়ে এবং লেকচার শীট পড়ার মধ্য দিয়ে পাস করে ভেরিফাইড মেম্বার হয়ে আপনাদের সাথে কাজ করার সুযোগ গ্রহণ করতে পারি।
আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরিজীবী। আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।
এবিবি স্কুলের লেভেল ৩ হতে আপনার যতটুকু অর্জন সেটা এই পোস্টের মাধ্যমে পর্যায়ক্রমে তুলে ধরেছেন। প্রতিটা টপিক সুন্দরভাবে উপস্থাপন করেছেন পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল আপু।
জি ভাইয়া যতটুকু বুঝেছি ঠিক মত অ্যানসার দেওয়ার চেষ্টা করেছি। দোয়া করবেন যেন প্রতিটা লেভেল সুন্দর ভাবে অতিক্রম করতে পারি।
অনেক ভালো লাগলো লেবেল তিনের প্রশ্নপত্রের সুন্দর এনসার করতে দেখে। আশা করব এভাবেই ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে এবং খুব শীঘ্রই ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে কাজ করার সুযোগ করে নিবে। অনেক অনেক শুভকামনা রইল।
জি ভাইয়া দোয়া করবেন যেন প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে করার মাধ্যমে সুন্দর ভাবে এক্সাম দিয়ে।আপনাদের সাথে ভেরিফাইড মেম্বার হয়ে কাজ করতে পারি।