সুপারি পাতার প্লেটে সুন্দর একটি আর্ট

in আমার বাংলা ব্লগ2 months ago


আসসালামু আলাইকুম


হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুপারি পাতার প্লেটের সুন্দর একটি আর্ট নিয়ে।

1000003333.jpg

প্রয়োজনীয় উপকরণসমূহ


  • রং
  • তুলি
  • সুপারি পাতা প্লেট

1000004753.jpg

ধাপ: ১


শুরুতে আমি একটি সুপারি পাতার প্লেটে ‌ লাল কালার রং নিয়েছি। তারপর আমি পুলিশ সাহায্য নিয়ে লাল রং করার চেষ্টা করছি।

1000004752.jpg

ধাপ: ২


এখানে লাল রং করা শেষ হলে। হলুদ রং নিয়ে হলুদ রং করতে থাকে সুপারি পাতার প্লেটের উপর।

1000004751.jpg

1000004750.jpg

ধাপ: ৩


তারপর আমি আমার আর্ট করাটির সৌন্দর্য বাড়ানোর জন্য নিচের দিকে কালো রং করার চেষ্টা করি। যেকোনো আট করার ক্ষেত্রে দেখা যায় কালো রং করলে একটা সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। সেজন্য আমি কালো রং দিয়ে সুন্দর করে কালো রং করার চেষ্টা করতেছি।

1000004748.jpg

1000003311.jpg

ধাপ: ৪


তারপর আমি কালো রঙের উপরে এক কোনার সাইডে সুন্দর করে একটা সূর্য আঁকিয়ে দিই। এতে করে আমি দেখতে পারবো আরো সৌন্দর্য অনেক বেশি ফুটে উঠেছে।

1000003313.jpg

ধাপ: ৫


তারপর আমি কিছু অগোছালো ঘাস আঁকিয়ে দিই। ঘাস জিনিসটা যেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদি হয় সেটা সবুজ ঘাস। তাই আমি এখানে সুন্দর করে ঘা সাকিয়ে দিয়ে কিছু।

1000004743.jpg

ধাপ: ৬


এখানে গাছ জন্য কিছু ডালপালা আঁকিয়ে দিই।

1000003318.jpg

ধাপ: ৭


তারপর আমি অন্য একটি তুলির সাহায্য নিয়ে সুন্দর করে পাতা আঁকিয়ে দিই।

1000003320.jpg

শেষ ধাপ:


এভাবে আমি আমার আর্টের কাজটি সম্পন্ন করি।আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

1000003332.jpg


বিশেষ বিশেষ তথ্য


বিষয়আর্ট পোস্ট
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাrealme note50
আমার লোকেশনঢাকা সাভার
ফটোগ্রাফার@sumiya23
ধর্মইসলাম
দেশবাংলাদেশ


আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরিজীবী। আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png


Sort:  
 2 months ago 

সুপারি পাতার প্লেটে আর্ট কলের আর্ট গুলো দেখতে খুব ভালো লাগে । আপনিও আজকে সুপারি পাতার প্লেটে খুব সুন্দর একটি আর্ট করেছেন । আমার কাছে অনেক ভালো লাগলো আপনার আর্ট টি।

 2 months ago 

জি আপু সুপারি পাতার প্লেটে আর্ট করলে দেখতে অনেক বেশী সুন্দর লাগে।

 2 months ago 

আপু আপনি সুপারি পাতার প্লেটে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্য দেখতে সবসময়ই ভালো লাগে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।এত সুন্দর মন্তব্য দেয়ার জন্য।

 2 months ago 

সুপারি পাতার প্লেটে অসাধারণ চিত্র একেছেন আপু।খুবই ইউনিক লাগছে আপ র অংকৃত চিত্রটা প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

সুপারি পাতার প্লেট গুলো দেখতে খুব সুন্দর। এগুলোতে আর্ট করলে আরো বেশি ফুটে উঠে। আপনার আজকে সুপারি পাতার উপরের আর্টটি খুব চমৎকার হয়েছে। কালার কম্বিনেশন এর কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আপু আপনি ঠিক বলেছেন সুপারি পাতার প্লেটে আর্ট করলে দেখতে খুবই সুন্দর লাগে।

 2 months ago 

সুপারি পাতার প্লেট এর উপর কখনো আর্ট করা হয়নি। আপনি খুব সুন্দর একটা আর্ট করেছেন এই সুপারি পাতার প্লেটের উপর। দৃশ্যটা বেশ মনোমুগ্ধকর লাগছে দেখতে। গাছটাও খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন। ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

এত সুন্দর মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

সুপারি পাতার প্লেট এর উপরে করা আর্ট চমৎকার হয়েছে আপু। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনি চমৎকার ভাবে আর্ট করেছেন আর ধাপে ধাপে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

সুন্দর মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75113.42
ETH 2821.97
USDT 1.00
SBD 2.53