সুপারি পাতা প্লেটে চাঁদ রাতের দৃশ্য অংকন
হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর একটি আর্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণসমূহ
- রং
- তুলি
- সুপারি পাতার প্লেট
ধাপ: ১
শুরুতে আমি সুপারি পাতার প্লেটে। নীল কালার রং করার চেষ্টা করছি।
ধাপ: ২
তারপর এখানে আকাশী এবং সাদা রং মিশিয়ে সুন্দর করে রং করছি।
ধাপ: ৩
এভাবে আমি সম্পূর্ণ পাতা টা সুন্দর করে রং করে নেই
ধাপ: ৪
আমি এখানে চাঁদরাতের দৃশ্য অঙ্কন করব তাই সুন্দর করে উপরের দিকে চাঁদ আঁকিয়ে দিই। তারপর চাঁদের ছায়া আঁকানোর জন্য কিছুটা সাদা রং নিয়ে আঁকিয়ে দিয়।
ধাপ: ৫
তারপর এখানে আমি কালো রং নিয়ে সুন্দর করে নিচের দিকে ঘাস আঁকিয়ে দিই। দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে।
ধাপ: ৬
তারপর আমি এখানে গাছ আঁকানোর জন্য সুন্দর করে দুটি মোটা করে দাগ দিয়ে দিলাম।
ধাপ: ৭
পরবর্তীতে আমি এখানে সুন্দর করে গাছের ডালপালা আঁকানোর চেষ্টা করছি।
ধাপ: ৮
এভাবে আমি গাছের ডালগুলো আঁকানো সম্পূর্ণ করলাম।
শেষ ধাপ:
তারপর এখানে আমার আর্টের সৌন্দর্য বাড়ানোর জন্য সুন্দর করে বাসের বেড়া তৈরি করে দেই। তারপরে আমার আর্ট করাটি সম্পন্ন করে।
বিশেষ বিশেষ তথ্য
বিষয় | আর্ট পোস্ট |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল ফোন |
ক্যামেরা | realme note50 |
আমার লোকেশন | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @sumiya23 |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ
আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরিজীবী। আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।
সুপারি পাতা প্লেটে চাঁদ রাতের দৃশ্য অংকন অসাধারণ হয়েছে, দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর চিত্র অংকন করেছেন। আপনার চিত্র অংকন দক্ষতা আমার অনেক বেশি ভালো লেগেছে।
আমার চিত্র অংকনটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হয়েছি ভাইয়া।
কিছুদিন আগে আমিও এরকম একটি পেইন্টিং করেছিলাম আপু। আর আপনিও সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছেন। সুপারি পাতার উপর পেইন্টিং করতে খুবই ভালো লাগে। দারুন হয়েছে আপনার পেইন্টিং।
আপু আপনার অনুপ্রেরণা পেয়ে অনেক বেশি ভালো লাগলো। এত সুন্দর অনুপ্রেরণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপু আপনি সুপারি পাতার প্লেটে চাঁদ রাতের খুব সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং এর মাধ্যমে দেখতে খুব ভালো লাগে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দৃশ্যটা খুবই ভালো লেগেছে আপু বিশেষ করে উপরে গোল চাঁদটা যেন চেয়ে আছে এমন সুন্দর দৃশ্য অঙ্কন করে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।