# THE DIARY GAME ( 11. 09 .2021) "My Daily Activity"

in Steem Bangladesh4 years ago

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই আশা করি ভালো ।আজকে আমি আমার প্রতিদিনের কাজ ডায়েরি আকারে শেয়ার করবো ।চলুন সুরু করি।

সকাল 5 টা ফজরের নামাজ পরে বাসার কাজ করি ।ঘর দোর পরিস্কার করি ।এরপর একটু হাটি বাসার সামনে রাস্তায়।এরপরে বাসায় এসে নাস্তা বানাই সবার।নাস্তা হলে সবাইকে দেই নিজে খাই ।




received_1226316881175495.jpeg



নাস্তা খেয়ে দুপূরের রান্নার জন্য রেডি হই ।আজকে দুপুরের জন্য মিষ্টি কুমড়া দিয়ে মাছ ।রান্না করতে করতে প্রায় দুপুর হয়ে যায় ।


দুপুর 12 টা রান্না শেষ সব গুছিয়ে নিয়ে পরিস্কার করে এরপরে নিজে গোসল করি।এরপর নামাজ পরে নেই যোহরের। নামাজ পরে দুপরের খাবার খাই।খাবার খেয়ে রেষ্ট নিতে যাবো তখনি মনে হলো দুধ নেই জাল দিতে মনে নেই ।আর জাল না দিলে নষ্ট হবে ।তাই জাল দিলাম।




IMG_20210911_194416.jpg



বিকাল এ আছরের আজান দেয় নামাজ পরে কাথা সেলাই করি ।তারপরে জাম্বুরা খাই মেখে পিয়াজ মরিচ সরিষার তেল দিয়ে ।এরপরে বাসার পাশে বাগানে যাই গাছে পানি দেই।


সন্ধ্যায় মাগরিব এর নামাজ পরে চা বানাই রং চা ।রং চা খাই মাঝে মাঝে শরীর ভালো লাগে।চা এর সাথে ছিলো বন রুটি।




received_531372984615908.jpeg




received_400072024884674.jpeg


এরপর রাতের খাবার রান্না করি ।


এশার আজান দেয় ।নামাজ পরে আজকের সারাদিনের ডায়েরির কথা লিখি এর পর শেয়ার করার আগে ।রাতের খাবার খাই।এরপর পোষ্টি শেয়ার করে কিছুক্ষন লুডু খেলি ।রাত একটু বাড়লে এরপর ঘূমাতে চলে যাই ।


এই ছিলো আমার সারাদিনের ডেইলি এক্টিভিটি ।আশাকরি সবার ভালো লাগবে।পোষ্টি পরার জন্য ধন্যবাদ।


THE END


Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.032
BTC 112604.62
ETH 4199.68
USDT 1.00
SBD 0.83