# THE DIARY GAME ( 07 09 2021) "My Daily Activity"

in Steem Bangladesh4 years ago

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই আশা করি ভালো ।আজকে আমি আমার প্রতিদিনের কাজ ডায়েরি আকারে শেয়ার করবো ।চলুন সুরু করি।


সকালবেলা



সকালে ঘুম থেকে উঠে নামাজ পরে নাস্তা বানাতে যাই গ্যাসের চুলায় তখনি হলো সমস্যা চুলা থেকে গ্যাস বের হচ্ছে ।তখনি ভয় পেয়ে গেলাম। এরপর ঠিক করতে ছেলেকে ডাকলাম ছেলে ঠিক করে দিলো ।নাস্তা বানালাম পরাটা ।




received_1145084692683769.jpeg



নাস্তা বানাই সবাইকে খাওয়াই দিয়ে সব কিছু পরিস্কার করে রেখে রান্না করতে যাই। মাছ ভেজে আলু দিয়ে রান্না করলাম দুপুরের জন্য ।




received_530243874734500.jpeg



দুপুরবেলা



দুপুরে ঘটলো এক কান্ড পাশের বাশার সাথে তারি আত্মীয়ের সাথে বিশাল ঝগড়া লেগে গেলো ।ছোট বাচ্চার কি একটু ভুলে কথা কাটাকাটি নিয়েই ঝগড়া মারামারি অবধি হতে যাচ্ছিলো ।তা প্রতিবেশি হিসেবে ঝগড়া থামাতে গেলে উল্টা রাগ হয় ।আর কি করার প্রায় ঝগড়া অনেক্ষন ধরে চলতেছিলো ।আমি গোসল করে ভাত খেয়ে নেই ।এরপর একজন একটা জলপাই ইর মতো ফল দিলো খাইলাম টক টক লাগে ভালোই লাগতেছিলো ।এরপর রেষ্ট নেই ।




received_348394823692812.jpeg



বিকালবেলা



বিকালে উঠে একটু হালকা নাস্তা বানাই আটা দিয়ে।এরপর ঘরে টুকি টাকি কাজ সেরে বাহিরে যাই হাটতে তখন সূর্য অস্ত যাচ্ছিলো তাই ছবিটি তুললাম ।ভালো লাগছিলো বিকালের এই দৃশ্যটি ।




received_1421190988282281.jpeg



সন্ধ্যাবেলা ও রাত


সন্ধ্যাতে তেমন কিছূ করিনি কাথা সেলাই করে পার হয়েছেস।রাতে এশার নামাজ পরে একটূ লুডু খেলি এরপর খাবার খাই তেলাপিয়া দিয়ে

সা



IMG_20210907_204813.jpg


এরপর সারাদিনের ডায়েরি লিখে পোষ্ট দিয়ে ঘুমাতে চলে যাই।

ধন্যবাদ সবাইকে পৌষ্টটি পরার জন্য ।

The End

Sort:  
 4 years ago (edited)

ছবিগুলোর ক্যাপশন দিলে আরো সুন্দর লাগতো

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.031
BTC 106867.14
ETH 3841.24
USDT 1.00
SBD 0.59