Garden restora
বৃষ্টির দিন আর খিচুড়ির সাথে প্রেম করবো নাহ তা কি করে হয়। মোহাম্মদপুর এর তাজমহল রোড দিয়ে হাটছিলাম আর হঠাৎ একটা বোর্ড চোখে পরলো আর টিপ টিপ করে চলে গেলাম ৩য় তলায়। নতুন রেস্টুরেন্ট ওপেন করেছে ১১ তারিখ।
ঢুকেই ইন্টেরিয়র দেখে আমি পুরা অবাক হয়ে গিয়েছি। অনেক সুন্দর করে সাজানো আর ওয়াল আর্ট দিয়ে গোছানো একটা জায়গা। রুচিশীলতা এর ভালো পরিচয় দিয়েছে।
অর্ডার করতে গিয়ে চোখে পড়লো খাবারের কিছু ছবি তো চেনা চেনা লাগছে। পরে জিজ্ঞেস করে জানতে পারলাম উনারা সেগুনবাগিচার ভোজের ই শাখা। যাই হক অর্ডার করলাম বিফ আচারি খিচুড়ি। আর ১০ মিনিটের মাথায় খাবার হাজির।
৭-৮ টুকরা গোস্ত সাথে বেগুন ভাজি আর সেই অসাধারণ পেয়াজ। মাংস আর খিচুড়ি যখন পেয়াজ এর একটুকরা সহ মুখে দিবেন তখন জাস্ট হারিয়ে যাবেন আচার এর ঘ্রাণ আর পারফেক্ট স্বাদে। আমার কাছে মাংসে একটু ঝিড়ার ঘ্রাণ বেশি লেগেছে তা ছাড়া বাকি সব ঠিক ছিল।
রুফ টপ এর সাইডে লাইভ কিচেন আর বাচ্চাদের জন্য সুন্দর একটা জায়গা আলাদা আছে।
আচারি বিফ খিচুড়ি
তাওয়া দ্যা গার্ডেন রেস্টুরেন্ট
দাম ২০০ টাকা
স্বাদ ৮/১০
সার্ভিস ৮/১০
পরিবেশ ৮.৫/১০