স্বরচিত : হিসাব

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আসলে আমরা যখন কোন কাজ করি তখন আমাদের সেই সব কাজ সম্পর্কে তেমন কোন ভাবনা চিন্তা থাকে না। এছাড়াও এই পৃথিবীতে স্বার্থপরের মত আমরা সব সময় নিজেদের কাজ করে যাই। আসলে জীবনের শেষ সময়ে আমরা যখন একাকীত্বের দিন কাটাই এবং সারাক্ষণ বসে বসে ভাবি যে জীবনে আমি কি করলাম। আর এ জীবন থেকে আমি কি পেলাম। আসলে এই পৃথিবীতে নিজের কাজের পাশাপাশি অন্য মানুষকে সবসময় সাহায্য করা উচিত। কারণ নিজের কাজ করার ভিতরে যেমন এক ধরনের শান্তি রয়েছে তেমনি অন্যের উপকার করার মধ্যেও আলাদা এক ধরনের শান্তি রয়েছে। আসলে এই পৃথিবীতে যারা অন্যের উপকার করে তাদেরকে তারা সবসময় মনে রাখে।



ধরুন আমরা শুধুমাত্র এই পৃথিবীতে স্বার্থপরের মত নিজেদের কাজ করি সবসময়। আর আমাদের এই জীবনের কাজের স্রোতে অন্য কোন মানুষ যদি আমাদের সাহায্যে আসে তাহলে আমরা তাকে ফিরিয়ে দিই। আসলে এতে আমাদের প্রতি তারা সামান্য মনো ক্ষুন্ন হয়। আসলে এই পৃথিবীতে আমরা যদি একে অন্যের সাহায্য না করি তাহলে আমরা কখনোই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হতে পারবো না। কারণ অন্যান্য পশুদের মতো আমরা এই পৃথিবীতে এক নয়। আর মানুষ হল পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আর এজন্য অন্যান্য জীবের মত যদি আমরা একে অন্যকে হিংসা করি তাহলে আমরা সৃষ্টির সবথেকে নিম্ন জীব হিসেবে পরিচিত লাভ করব।


হিসাব


আঁধার আলোর খেলা নিয়ে,

এই পৃথিবীর রং বদলায়।

কত রহস্য দেখি জীবনে,

কিন্তু কিছুই আমি নাহি পাই।


জীবনের এই শেষ সময়ে,

ভাবি বসে আমি একা একা।

কত কাজই না পড়ে রয়েছে,

বলা হয়নিও অনেক কথা।


কত কিছু জীবনে আমার,

করার বাকি রয়ে গেছে।

নিজেই শুধু স্বার্থপরের মত,

একাই সব সময় ভেবে গেছে।


কাজের মধ্যে একটু সময়,

যদি আমরা অন্যকে দিতাম।

সেও একটু উপকৃত হতো,

হতো আমার অনেক সুনাম।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 5 months ago 

মানুষ সৃষ্টির সেরা জীব ঠিক আছে কিন্তু এই মানুষই সৃষ্টির সেরা জীব আবার এই মানুষই কিন্তু সৃষ্টির সবথেকে নিম্ন জীব হিসেবেও পরিচয় দেয়। সুন্দর লিখেছেন বাস্তবতার সাথে লাইনগুলো ফুটিয়ে তুলেছেন শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সত্যি অনেক সুন্দর একটি কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা হিসাব কবিতাটির মাঝে মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দিক দারুণভাবে ফুটে উঠেছে। যাহোক আপনার লেখা হিসাব কবিতাটি পড়ে আমার অনেক অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58754.61
ETH 2507.93
USDT 1.00
SBD 2.47