তাকে নিয়ে ভ্রমণ !

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম। শুভ সকাল আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সেই কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।

আজ আমি আপনাদের মাঝে একটি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। বেশ কিছুদিন পূর্বে আমি আমার প্রিয় তোমাকে নিয়ে ছোট্ট একটি বিকেলে চমৎকার আনন্দঘন মুহূর্ত উপভোগ করেছিলাম। চমৎকার ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই আজকের এই ব্লগ উপভোগ করুন আমি আশাবাদী আপনাদের বেশ ভালো লাগবে।

20241201_163128.jpg

ভ্রমণ করতে আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমি যখনই সময় পাই তখনই ভ্রমণ করে থাকি। ভ্রমণের জন্য আমার মন প্রায় সব সময় ব্যাকুল হয়ে থাকে বলতে গেলে। আর আমার সেই ব্যাকুলতা দূর করার জন্য আমি মাঝে মাঝেই বিভিন্ন স্থান ভ্রমণ করে থাকি।

আপনার আত্মাকে প্রশান্ত করতে ভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনি যদি একজন ভ্রমণপিপাসু মানুষ হয়ে থাকেন তবে আপনি বুঝতে পারবেন ভ্রমণের প্রকৃত আনন্দ।

ঠিক আমিও একজন ভ্রমণপিপাসু মানুষ। ভ্রমণ করতে আমার অনেক বেশি ভালো লাগে। হোক সেটা ছোট কিংবা বড় দর্শনীয় স্থান। আপনার মন যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকে কিংবা ভ্রমণ প্রেমী হয়ে থাকে তাহলে বাড়ির পাশের জঙ্গল ভ্রমণ করেও আপনি আনন্দ লাভ করতে পারবেন।

20241201_163538.jpg

সেদিন বিকেলের কথা, হঠাৎ করেই আমার সে (👸) আমার কাছে আবদার করেছিল সে কোথাও ঘুরতে যাবে। আমি তাকে পার্কে ভ্রমণের জন্য বলেছিলাম। কারণ আমরা এখন নতুন কাপল এবং আমার প্রিয় মানুষকে এখনো কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি।

আমি তাকে পার্কে ভ্রমণের কথা বলেছিলাম। কিন্তু সে অতিরিক্ত কলহল এবং মানুষ পছন্দ করে না। ঠিক একদম আমার মতই। দুজনের মন প্রায় একই রকমের।

আমার কাছে আমার প্রিয় আবদার করেছিল কোথাও যেন আমরা ঘুরতে যাই এবং সেটা যেন নিরিবিলি জায়গা হয়। তাই আমি সিদ্ধান্ত নিলাম বাড়ির পাশেই বড় কয়েকটি পুকুর রয়েছে এবং নিরিবিলি স্থান বিকেলে আমরা অতিক্রম করতে পারি।

তাই বিকেল বেলা পায়ে হেঁটে প্রায় দশ মিনিট রাস্তা অতিক্রম করলাম। আমাদের বাড়ির প্রায় শেষ সীমানা অতিক্রম করলাম এবং আমাদের গ্রামের প্রায় শেষ সীমানা অতিক্রম করলাম। এরপর আমরা চমৎকার একটি স্থানে পৌঁছে গিয়েছিলাম।

পাকিস্তান আমলের ভাঙ্গা ব্রিজ, ফসলের জমি এবং মাঠে হালকা পানি, খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার অসাধারণ দৃশ্য এবং সর্বশেষ সূর্যাস্তের অসাধারণ মুহূর্ত। সবকিছু মিলিয়ে আমি বেশ ভালোভাবেই পুরো প্রকৃতিটাকে উপভোগ করেছিলাম। প্রকৃতি আমার উপভোগ করতে সবথেকে বেশি ভালো লাগে। বিকেলে প্রিয় মানুষকে নিয়ে নিরিবিলি স্থানে ভ্রমণে গিয়েছিলাম।

20241201_165549.jpg

20241201_165608.jpg

একদিকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য অপরদিকে প্রিয় মানুষ ছিল পাশে। সত্যিই চমৎকার এই মুহূর্ত উপভোগ করার মতো ছিল এবং দিনটি একটি স্মরণীয় দিন হিসেবে আমি মনে করি। আসলে মাঝে মাঝে আমাদের সাথে এমন সময়ের দেখা হয় সেই সময় গুলো আমরা কখনোই ভুলতে পারিনা কিংবা ভুলতে চাইনা। তাই আমার চমৎকার এই ভ্রমণের গল্প আমি পুরো পৃথিবীবাসীর কাছে ছড়িয়ে দিতে চাই।

সবকিছু মিলিয়ে আমার প্রিয় মানুষকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম। বিশেষ করে বড় বড় পুকুর, পুকুরের পাশে কলা গাছ ও প্রাকৃতিক সৌন্দর্য ও সূর্যাস্তের অসাধারণ মুহূর্ত আমাকে আনন্দিত করেছিল। ভ্রমণের পাশাপাশি আনন্দিত মনে প্রিয় মানুষ পাশে বসে ছিল। যাইহোক পুরো দিনের কার্যক্রম বেশ ভালোভাবে আমি উপভোগ করেছিলাম। বিশেষ করে বিকেলটা আমি খুব আনন্দের সাথে উপভোগ করেছিলাম এবং বেশ ভালো লেগেছিল ভ্রমণ করতে।

কেমন লেগেছে আমার ভ্রমণের গল্প। প্রিয় মানুষকে নিয়ে অসাধারন এই ভ্রমণের গল্প আপনাদের মাঝে তুলে ধরতে পেরে আমারও বেশ ভালো লাগছে। আমি আশাবাদী আপনারাও বেশ উপভোগ করেছেন। পড়ার জন্য এবং মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার দিনটি শুভ হোক। আল্লাহ হাফেজ।




VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Sort:  
 11 months ago 

শুরুতেই আপনাদের বৈবাহিক জীবন সুখের এবং সুন্দর হোক এই কামনা করছি। কখন বিয়ে করলেন আমি তো জানতেই পারলাম না 😄 আর দাওয়াত তো দিলেন না।
যাইহোক আপনার তাকে নিয়ে ভ্রমনের ব্যাপারটা দারুন ছিল।

 11 months ago 

আজকের টাক্স

Screenshot_20241204_072947_Chrome.jpgScreenshot_20241204_072905_Chrome.jpgScreenshot_20241204_072801_X.jpg
 11 months ago 

আপনার বিবাহিত জীবন সুখের হোক কিছুদিন হলো বিয়ে করেছেন । বউকে দিয়ে ঘুরতে যাওয়ার আলাদা একটা অনুভূতি যেটা সত্যিই ভালো লাগার বিষয় । আমাদের সাথে সেই সুন্দর মুহূর্ত শেয়ার করলেন অনেক ভালো লাগলো । আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 11 months ago 

আপনারা দুইজনের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আপনাদের জীবন সুন্দর হোক সেটাই কামনা করি। আপনার ওয়াইফকে নিয়ে অনেক ঘুরাঘুরি করতেছেন আপনি। ভালোভাবে এনজয় করেন সময় গুলো। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.037
BTC 104938.70
ETH 3516.36
USDT 1.00
SBD 0.55