অগ্নি নিরাপত্তা এবং আমাদের জীবন (১ম - পর্ব) @steem-for-future

in Beauty of Creativity3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুগণ। সবাইকে শুভ সকাল এবং এই শরতকালের উষ্ণ অভিনন্দন।

আশা করছি সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও ভাল আছি। সবার সুস্থতা এবং সুন্দর জীবন কামনা শুরু করে শুরু করেছি অগ্নি নিরাপত্তা এবং আমাদের জীবন পর্ব প্রথমআশা করছি সবাই এই ব্লগ টি তে অংশগ্রহণ করবেন।।

আমরা আমাদের জীবিকা নির্বাহ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জায়গায় কাজকর্ম করে থাকি। কেউ গার্মেন্টস ফ্যাক্টরিতে কেউ বড় বড় কলকারখানায় কেউই স্টিল ফ্যাক্টরি তে কেউ পাঠ কারখানায় আবার কেউবা ব্যাংক কেউবা অফিসকে স্কুল কিংবা কেউবা কলেজ।

আমাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময়ে আমাদের কর্মের ওপর নির্ভরশীল। সুতরাং আমরা এই কর্ম করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কর্মরত আছে এবং আমরা কাজকর্ম করে থাকি প্রতিনিয়ত।

তবে আমাদের শুধু জীবিকা নির্বাহ করলেই চলবে না পাশাপাশি আমাদের জীবনকে সুন্দর এবং নিরাপদ রাখতে হলে আমাদের অবশ্যই কিছু সচেতনতা অবলম্বন করতে হবে।

কেননা আমাদের জীবনের মূল্য অনেক বেশি। শুধু পর্ম করেই আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারলে সেটি যথেষ্ট নয় তাছাড়া আমাদের অবশ্যই সব সময় আমাদের জীবনের নিরাপত্তা দিতে হবে।

এরই ধারাবাহিকতা নেই আমি আজ আপনাদের সামনে আলোচনা করতে এসেছি আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি অথবা আম্মু যে যেখানে কাজ করি সেই জায়গার নিরাপত্তার' অংশবিশেষ নিয়ে। আমরা সাধারণত যে সকল জায়গায় কাজ করে থাকি বিশেষ করে বড় বড় কলকারখানায় এবং এর মধ্যে অন্যতম ঝুঁকি হল 🔥🔥 আগুন।

কেননা এই সকল বড় বড় মিল ফ্যাক্টরি চালাতে আমাদের প্রচুর পরিমাণে বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করা হয়। এবং এসকল বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সময়ে আমরা ভুলবশত এবং দুর্ঘটনাবশত আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে যায় এবং আমরা সেখান থেকে নিরাপত্তা দিতে পারিনা।
সুতরাং আজকের প্রথম দিনের পর্বে আমি আপনার ফ্যাক্টরিতে যদি আগুন লেগে যায় তাহলে প্রথমে কি কি করণীয় এবং সে সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আশাকরি সকলেই পাশে থেকে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এবং এগুলো মেনে চললে ইনশাআল্লাহ আপনি অবশ্যই কোন না কোন ফলাফল পেতে পারেন
IMG_20211007_094331.jpg
https://w3w.co/bullion.rocked.devotion
IMG_20211007_094336.jpg
https://w3w.co/bullion.rocked.devotion
IMG_20211007_094333.jpg
https://w3w.co/bullion.rocked.devotion

  • আপনার ফ্যাক্টরিতে আগুন লাগলে সর্বপ্রথম আপনার কাজ হবে নিজেকে নিরাপদ রাখা এবং খুব দ্রুত ফায়ার এলাম বাজানো। কেননা ফায়ার এলার্ম বাজে আপনি পুরো ফ্যাক্টরির মানুষদেরকে জানিয়ে দিতে পারেন যে আপনার ফ্যাক্টরিতে আগুন লেগেছে এবং সুতরাং খুব দ্রুত তারা এ বিষয়ে সতর্ক থাকতে পারে।

সুতরাং আগুন লাগলে সর্বপ্রথম আপনি ফায়ার এলাম বাজিয়ে দিন এবং সবাইকে জানিয়ে দিন আপনার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। জাতি করি অন্যরাও আপনার এই ফায়ার এলার্ম এর মাধ্যমে জানতে পারে ফ্যাক্টরিতে আগুন লেগেছে এবং তারা যেন তাদের নিজেদের নিরাপত্তা দিতে পারে।।
IMG_20211007_100904.jpg
https://w3w.co/bullion.rocked.devotion
IMG_20211007_100902.jpg
https://w3w.co/bullion.rocked.devotion
IMG_20211007_100528_mfnr.jpg

https://w3w.co/bullion.rocked.devotion

  • যখন ফায়ার অ্যালার্ম বেজে উঠবে এবং সকলেই জেনে যাবে তখন আপনার কাজ হবে ধীরে ধীরে ফ্যাক্টরি ত্যাগ করার জন্য নির্দিষ্ট সিঁড়ি ব্যবহার করা। তবে কখনো তারা হল করে দৌড়াদৌড়ি করা যাবে না। আতঙ্কিত না হয়ে অবশ্যই আপনার উচিত হবে ধীরে ধীরে ফ্যাক্টরির বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করা।

সে ক্ষেত্রে আপনার নিকটতম সিঁড়ি ব্যবহার করতে পারেন এবং মন চাইলে আপনি খুব দ্রুত বাহিরে যেতে পারেন। তবে সে ক্ষেত্রে অবশ্যই কাউকে ধাক্কাধাক্কি কিংবা কাউকে ফেলে দিয়ে তার গায়ের উপর দিয়ে যাওয়া ঠিক নয়। সুতরাং যত দ্রুত সম্ভব আপনাকে ফ্যাক্টরির বাইরে ত্যাগ করতে হবে।
IMG_20211007_103929.jpg
https://w3w.co/bullion.rocked.devotion
যেহেতু আমরা ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে থাকি এবং পুরা ফ্যাক্টরি বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে চালিয়ে থাকে সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধূমপান এড়িয়ে চলতে হবে।

কেননা ধূমপান থেকেও ফ্যাক্টরি বৈদ্যুতিক সংযোগে আগুন লেগে যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই কখনোই ধূমপান করা যাবে না। ইহা একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।।

IMG_20211007_103852.jpg

https://w3w.co/bullion.rocked.devotion

সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং অপরকে ভালো রাখো। কোভিড-১৯ ঠিকই বেঁচে থাকতে হলে অবশ্যই মাক্স ব্যবহার করুন এবং নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার রাখুন।

জীবনকে নিরাপত্তা দিতে অবশ্যই উপরোক্ত নিয়মগুলো মেনে চলুন।

প্রথম পর্ব এ পর্যন্তই- দ্বিতীয় পর্বে আরো কিছু তুলে ধরার চেষ্টা করব। সে ক্ষেত্রে সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি।

¢¢

@rme photoman #beautyofcreativity @blacks

posted by

Screenshot_20210908-114811_Gallery.jpg

সুন্দর করুন আপনার মনকে। বদলে দিন পৃথিবী কে।।।

best regards

Screenshot_20210908-114533_Chrome.jpg
আমি মোঃ আকাশ আলী। আমি একজন গার্মেন্টস কর্মচারী পাশাপাশি স্টিমিট কাজ করতে ভালবাসি। বাংলা লেখালেখি করতে খুব ভাল লাগে এবং বাংলা ভাষাকে খুব বেশি ভালোবাসি। গরিব-দুঃখী এবং অসহায় মানুষদের কে সাহায্য করতে পারলে খুব ভালো লাগে।

@steem-for-future

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65353.52
ETH 2654.64
USDT 1.00
SBD 2.84