💐মনকে পবিত্র ও সুন্দর করতে ফুল 💐♻️ ১২% @shy-fox 🦊 কে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

সবাইকে স্বাগতম #Amarbanglablog এ, আমার পক্ষ থেকে আমি @steem-for-future . 12% বেনিফিশিয়ারি 🦊 @shy-fox .কে.🦊

12 % বেনিফিসিয়ারি @shy-fox কে

ফটোগ্রাফিঅরিজিনাল ফটো
ফটোগ্রাফি করেছেন@steem-for-future
ব্যবহৃত ডিভাইসমোবাইল ফোন
নাম এবং মডেলস্যামসাং গ্যালাক্সি এ টেন এস
ফটোগ্রাফির বিষয়সুন্দর ফুল
এডিট তথ্যএডিট করা নয়
লোকেশনগাজিপুর বাংলাদেশ
ধরণফুলের ম্যাক্রো ফটোগ্রাফি

IMG_20211008_105259.jpg
https://w3w.co/mulls.rudder.spindles
IMG_20211008_105306.jpg
https://w3w.co/mulls.rudder.spindles
IMG_20211008_105308.jpg
https://w3w.co/mulls.rudder.spindles

আসসালামু আলাইকুম বন্ধুগণ।

সকলের সুস্থতা কামনা করছি এবং আশা করছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও ভাল আছি।

প্রতিদিনের মতো আমি আমার আজকের ব্লগে কিছু ফুল সম্পর্কে তথ্য দিতে চাই। বিশেষ করে আমার ভালোলাগার জিনিস গুলোর মধ্যে ফুল অন্যতম। কেননা পৃথিবীর মধ্যে ফুলের মত শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না। পবিত্রতা এবং মন মানসিকতা আমাদের মনকে ফ্রেশ করার জন্য ফুলের গুরুত্ব অপরিসীম।

পৃথিবীতে শত শত প্রজাতির ফুল রয়েছে। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফুলের সমারোহ ঘটে। আমাদের বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এই বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফুলের সমারোহ ঘটে। শতশত প্রজাতির ফুল পাওয়া যায় আমাদের দেশে। তাছাড়াও পুরো পৃথিবীতে শত শত প্রজাতির ফুল রয়েছে। বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার এবং বিভিন্ন সুবাসের, আকৃতিতে বিভিন্ন রকমের ফুল রয়েছে আমাদের পুরো পৃথিবী জুড়ে।

ফুল শুধু আমাদের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে না। বরং আমাদের মনকে সুস্থ এবং সুন্দর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফুলকে ভালবাসলে আপনার মন পবিত্র হবে এবং আপনি ফুলের মত পবিত্র হতে সক্ষম। ফুল কখনো মানুষকে অপবিত্র হতে সাহায্য করে না বরং অপবিত্র মানুষগুলোকে পবিত্র করতে ফুল সাহায্য করে থাকে।।
IMG_20211008_105323.jpg
https://w3w.co/mulls.rudder.spindles
IMG_20211008_105317.jpg
https://w3w.co/mulls.rudder.spindles
IMG_20211008_105312.jpg

https://w3w.co/mulls.rudder.spindles
প্রাকৃতিক সবুজ পাতার সাথে সুন্দর কালারের এই মিষ্টি ফুলগুলো আমার মন কেড়ে নিয়েছিল খুব সহজেই। আমি যখন শুক্রবার ছুটির দিন ঘুম থেকে উঠে পোস্ট পড়ার জন্য টপিক খুঁজে হয়রান হয়েছিলাম কিন্তু কোন টপিক খুঁজে পাচ্ছিলাম না।

কিন্তু চোখ থেকে ঘুম ভাঙছে না । আমি সকালবেলা বের হলাম আমার বাড়ির আঙিনাতে আশেপাশে যদি কখনো কোন টপিক মিলে। সুতরাং আমি 5 থেকে 10 মিনিট হেঁটে বাড়ির বাইরে ঘোরাঘুরি করছিলাম হঠাৎ চোখে পড়ল বাড়ির সামনে একটি সুন্দর ফুলের গাছ।

সবুজপাতা সমৃদ্ধ এবং ঝাপড়া আকৃতির এটি একটি পাটের গাছ। আমাদের দেশে বিভিন্ন ধরনের পাটের রকমারি থাকলেও এটি এমন একটি পাট যেটি অনেক দামি ফসল। সেই সুন্দর ফুলের গাছ থেকে সুন্দর আকৃতির ফুল আমি সংগ্রহ করলাম খুব সহজেই।।

খুব মিষ্টি কালারের ফুলগুলো এবং সাথে হালকা সাদা বর্ণের পাপড়িযুক্ত এই ফুলগুলো আমার মন কেড়ে নিল খুব সহজেই। এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্য গুলোর মধ্যে ফুল হলো অন্যতম। আমি সবসময়ই ফুলকে অনেক বেশি ভালোবাসি এবং আমার মনের সর্বোচ্চ স্থানে ফুলকে রেখে দিয়েছি।

IMG_20211008_105159.jpg
https://w3w.co/mulls.rudder.spindles

IMG_20211008_105219.jpgIMG_20211008_105222.jpg

https://w3w.co/mulls.rudder.spindles
ফুল শুধু প্রাকৃতিক সৌন্দর্য্যকে নিদর্শন করে না। ফুল আমাদের অর্থনৈতিক উন্নতির প্রসার ঘটায়। বিশেষ করে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ফুল চাষ করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভব। ফুল একটি অর্থকারী ফসল যা আমাদের অর্থনৈতিক উন্নতি ঘটাতে সাধন করে থাকে। ফুল যদি আপনি শুধুমাত্র বিলাসিতা হিসেবে ব্যবহার করেন তাহলে সেটি নিতান্তই ভুল ভাববেন।

কেননা পুরো পৃথিবীতে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে এবং আপনি যদি সুন্দর এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ফুল চাষ করতে সক্ষম হন তাহলে আপনিও প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ফুল চাষ করে প্রচুর প্রচুর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব।

আপনি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করে খুব সহজে আপনার জীবন যাত্রার মান উন্নয়ন করতে পারেন। প্রতি বিঘা জমিতে আপনি যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে ফুল চাষ করেন তাহলে হয়তো আপনার বছর শেষে দেখা যাবে সেখান থেকে দুই থেকে তিন লক্ষ টাকা লাভের অংশ দেখা যেতে পারে।
IMG_20211008_105242.jpg
https://w3w.co/mulls.rudder.spindles
IMG_20211008_105249.jpg

https://w3w.co/mulls.rudder.spindles
আমাদের দেশে ফুলের নানাবিধ ব্যবহার হয়ে থাকে। আমি ইতিপূর্বে ফুলের এসকল নানাবিধ ব্যবহার সম্পর্কে বলেছি। কিন্তু এ বলা আমার যথেষ্ট নয়। আমি প্রতিটি ফুলের কন্টাক্ট এ সকল ব্যবহারের কথা বলে থাকি এবং ফুলের নানাবিধ উপকারের কথা বলে থাকি।

  • যে কোন অনুষ্ঠানে ফুলের ব্যবহার ছাড়া সেই অনুষ্ঠান কখনো সার্থকতা অর্জন করা সম্ভব নয়। বিশেষ করে আমাদের দেশের বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ের বাড়িতে ফুলের ব্যবহার হয়ে থাকে। বিয়ে বাড়িতে গায়ে হলুদ থেকে শুরু করে বাসর ঘর পর্যন্ত প্রতিটি পর্যায়ে ফুল ব্যবহার করা হয়। ফুলের ব্যবহার যেন আমাদের জীবনকে পাল্টে দিয়েছে।

  • ফুল বিভিন্ন পূজা, বিয়ে অনুষ্ঠান, এমনকি যে কোন অনুষ্ঠানে ফুলের ব্যাপক সমাহার রয়েছে। যদিও ফুল একটি উপকারী বস্তু তার পরেও এর মর্যাদা পৃথিবীর সবথেকে অন্যান্য মর্যাদাবান ব্যক্তির থেকে অনেক বেশি। কেননা ফুলের মত পবিত্র জিনিস পৃথিবীতে আর খুঁজে পাওয়া সম্ভব নয়। আমাদের আত্মা শুদ্ধি এবং মনের সুন্দর বিকাশ এবং মনকে পবিত্রতা করতে ফুলের গুরুত্ব অপরিসীম বলে আমি মনে করি।।

![IMG_20211008_105256.jpg]()


©©

@rme @shy-fox @amarbanglablog @photoman

ব্যবহারিত কমিউনিটি

Screenshot_20210916-033845_Chrome.jpg

@amarbanglablog

শুধুমাত্র বাংলায় যারা ব্লগিং করতে চান তাদের জন্য এই ব্লগ। বাংলা ছাড়া অন্য কোন ভাষা এখানে সাপোর্ট করা হয় না।

ফুলগুলো দিয়ে তৈরি করা একটি গিফট

20211013_174902.gif

আমার w3w কোড

https://w3w.co/mulls.rudder.spindles

প্রিয় রেগার্ডস

Screenshot_20210911-222132_Chrome.jpg
মোঃ আকাশ আলী। একজন বাংলাদেশী। আমি একজন গার্মেন্টস কর্মচারী পাশাপাশি স্টিমিট কাজ করতে খুব ভালোবাসি। @amarbanglablog ও @beautyofcreativity প্রিয় কমিউনিটি। কেননা এখানে বাংলা ভাষায় সম্পূর্ণ মর্যাদা দেওয়া হয়। গরিব-দুঃখী এবং অসহায় মানুষদের কে সাহায্য করতে চাই। পিতা মাতার দোয়া এবং দেশবাসীর ভালোবাসা নিয়ে পৃথিবী ত্যাগ করতে চাই।

@steem-for-future

Sort:  
 3 years ago 

বরাবরই আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেন তেমনি আজকে আপনার ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে।সেই সাথে আপনি ফুলগুলোর খুব সুন্দর বর্ণনা দিয়েছেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। তারই ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করেছি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।

আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেন। ফুলের ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে।ফুলগুলোর খুব সুন্দর আলোচনা করেছেন।আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

অসম্ভব সুন্দর একটি ফটোগ্রাফি তৈরি করেছেন ভাই। সত্যি ভাই আপনার ফটোগ্রাফি দেখে আমি একেবারে মুগ্ধ। ফুলগুলো খুব সুন্দর দেখতে ভাই। আপনার সিলেকশন এর জবাব নাই। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। মানুষ মানুষের জন্য। আপনার প্রতি আমি চির কৃতজ্ঞ। আপনি যেভাবে আমার ফটোগ্রাফির প্রশংসা করছেন সত্যি খুব ভালো লাগছে।
আগামীর পথ চলা সুন্দর হোক জীবন শুভ হোক সেই কামনা করি।

ভাইয়া আপনি বরাবর সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। যা সত্যিই অনেক ভালো লাগে। ঠিক বলছেন ফুল একটি পবিত্র জিনিস। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই। সাথে থাকার জন্য এবং নিয়মিত আমার ব্লগ ভিজিট করার জন্য।

কাজ করব একসাথে, সফলতা সবাই মিলে

ফুল খুবই পবিত্র একটি জিনিষ। আমি আপনার এই বাক্যের সাথে এক মত।তবে খারাপ লাগে যখন মানুষ পবিত্র জিনিষকে নষ্ট করে, ধ্বংস করে, ছিড়ে ফেলে। খুব ভালো ফটোগ্রাফী করতে পারেন আপনি।

 3 years ago 

ফুল সেরা এবং নষ্ট করা খুবই জঘন্য কাজ। যেটি আমি মনের দিক থেকে খুব ঘৃণা করি। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রেরণ করার জন্য। যার মাধ্যমে আমাদের কমিউনিকেশন ঠিক থাকবে

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি ভাই। ফুল টা খুবই সুন্দর দেখতে। ফুল নিয়ে খুব সুন্দর গুছিয়ে আলোচনাও করেছেন আপনি। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ব্লগ টি পড়ার জন্য এবং ফটোগ্রাফির গুলো দেখার জন্য। আশা করছি, আগামীতেও সাথে থাকবেন

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি ভাই। ফুল আমার খুবি প্রিয়। ফুল নিয়ে খুব সুন্দর গুছিয়ে আলোচনাও করেছেন। শুভেচ্ছা রইল,🌹🌺🌹

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 60385.18
ETH 2658.57
USDT 1.00
SBD 2.47