পবিত্রতা এবং সৌন্দর্যের প্রতীক ফুল💐 ১৫% বেনিফিশিয়ারি 🦊@shy-fox🦊

ফটোগ্রাফিঅরিজিনাল মোবাইল ক্যামেরা
ফটোগ্রাফার@steem-for-future
ব্যবহারিত ডিভাইসমোবাইল ফোন
নাম এবং মডেলস্যামসাং গ্যালাক্সি এ টেন এস
বিষয়অসাধারণ ফুলের ফটোগ্রাফি
ধরণসুন্দর
লোকেশনগাজিপুর বাংলাদেশ
এডিটঅরিজিনাল গোলাপ

IMG_20210912_172222.jpg
|https://w3w.co/tiptoes.sideboard.rotations|

IMG_20210912_172229.jpg
https://w3w.co/decisive.essay.shadows
IMG_20210912_172224.jpg
https://w3w.co/decisive.essay.shadows

https://w3w.co/decisive.essay.shadows বন্ধুরা।


শুভ বিকেল, আশা করছি সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার রব্বুল আলামীনের অশেষ রহমতে আমিও ভাল আছি।

বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব গোলাপ ফুলের কিছু অসাধারণ ফটোগ্রাফি নিয়ে

ফুল আমাদের সৌন্দর্যের একমাত্র প্রতীক। এটি পবিত্র তাকে বহন করে। ফুল সব সময় একটি পবিত্র জিনিস। আজ আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত একটি বস্তু।

পৃথিবীতে ফুল পছন্দ করে না এমন কোনো মানুষ কখনোই খুঁজে পাওয়া সম্ভব নয়। ছোট-বড় ধনী-গরীব সকলেই ফুল প্রচুর পছন্দ করে। আর ফুল পছন্দ করবে না কেন? ফুলের মাধুর্য এবং অন্যান্য সকল বৈশিষ্ট্যের কারণে ফুল আমাদের সকলের কাছে পরিচিত একটি জিনিস.

পৃথিবীতে শত শত এবং কোটি কোটি প্রকারের ফুলের সমারোহ রয়েছে। তার মধ্যে কিছু কিছু রয়েছে মৌসুমী ফুল এবং কিছু কিছু রয়েছে আমাদের দেশের বারোমাসি ফুল। ফুল পবিত্রতার এক অতীব চমৎকার এবং অসাধারণ গুনাগুন ধারণ করে।

IMG_20210912_172148.jpg
https://w3w.co/decisive.essay.shadows
IMG_20210912_172152.jpg

https://w3w.co/decisive.essay.shadows
আমাদের দেশে নানাবিদ ফুলের ব্যবহার রয়েছে। বিশেষ করে যে কোন অনুষ্ঠান কিংবা যে কোন জায়গায় মানুষকে শুভেচ্ছা নিবেদন করতে প্রচুর পরিমাণে ফুল ব্যবহৃত হয়ে থাকে। বিয়ের অনুষ্ঠানের প্রতিটি পর্যায়ে বিশেষ করে গায়ে হলুদ থেকে শুরু করে সব কয়টি পর্যায়ে বিশেষ করে ফুল ব্যবহার করা হয়।

তাছাড়াও কোন অসুস্থ রোগীর কাছে যাবার ক্ষেত্রে এবং তাকে শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ফুল ব্যবহার করা হয়। ফুলের ব্যবহারের কথা বলে শেষ করা সম্ভব নয়। ফুল আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে এবং প্রচুরভাবে ব্যবহৃত হয়ে থাকে। ফুলের ব্যবহারের কথা বলতে গেলে হয়তো সারাদিন লেগে যাবে তারপরে ফুল এর ব্যবহারের কথা বলে শেষ করা যাবেনা।

IMG_20210912_172200.jpg

https://w3w.co/decisive.essay.shadows
ফুল শুধু সৌন্দর্যের প্রতীক এমন নয়। ফুল আমাদের অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফুল চাষ করতে চাইলে আপনি খুব সহজেই প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন এবং আপনার নিজের জীবিকা নির্বাহ করতে পারেন।

ফুলের চাষ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। তবে সেটি অবশ্যই হতে হবে খুব সুন্দর মানের ফুল এবং মানসম্মত এবং বাজার অনুযায়ী চাষ করতে হবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফুলের চাষ করা হয়ে থাকে। এসকল ফুল বাংলাদেশে আমদানি করা হয় এবং এসব ফুল বাংলাদেশে আমদানি চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভব হয়ে থাকে।

ফুল আমাদের বাস্তব জীবনে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে ফুল চাষ করে আমরা আমাদের নিজেদেরকে স্বাবলম্বী করতে পারি এবং আমাদের দেশের কিছু বেকারত্ব দূর করতে পারে। সুতরাং এক্ষেত্রে ফুলের ভূমিকা অপরিসীম।।
IMG_20210912_172208.jpg
https://w3w.co/decisive.essay.shadows
IMG_20210912_172216.jpg
https://w3w.co/decisive.essay.shadows
IMG_20210912_172224.jpg

https://w3w.co/decisive.essay.shadows

ফটোগ্রাফি সংগ্রহের তথ্য

সেদিন সময় ছিল শুক্রবার। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য বের হলাম। কিছুক্ষণ হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এমন সময় হঠাৎ করেই রাস্তার পাশে একটি ডাক্তারের দোকান এবং সেই দোকানের তবে একটি ফুলের গাছ লাগানো ছিল।

দেখতে পেলাম বেশ কয়েকটি ফুল ধরে আছে। আমি সেখান থেকে দ্রুত বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফির সংগ্রহ করলাম।
IMG_20210912_172227.jpg

https://w3w.co/decisive.essay.shadows
পবিত্রতার এক অপরূপ নিদর্শন ফুল। সুতরাং আমাদের প্রত্যেকেরই ফুলকে ভালোবাসা উচিত

এটা আমার 100% অরিজিনাল কন্টেন। কোথাও থেকে কোন কিছু সংগ্রহ করা হয়নি।

©©

@shy-fox @rme @photoman @curatore

অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার বাংলা ব্লগ কে সুন্দর এবং সহানুভূতি প্রকাশ করে আমাদের জন্য সুন্দর বাংলায় লেখার একটি কমিউনিটি তৈরি করার জন্য। যেখানে আমরা খুব সহজে আমাদের মাতৃভাষা বাংলায় লেখালেখি করতে সক্ষম।।।

Screenshot_20210916-033845_Chrome.jpg

প্রিয় রেগার্ডস

IMG_20210808_163639_mfnr.jpg

IMG_20210809_142631_mfnr.jpg

আমি মোঃ আকাশ আলী। আমি একজন গার্মেন্টস কর্মচারী পাশাপাশি স্টিমিট এ কাজ করতে ভালবাসি। গরিব-দুঃখী এবং অসহায় মানুষদের কে সাহায্য এবং সহযোগিতা করে নিজেকে ধন্য করতে চাই।।

সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
Screenshot_20210911-222132_Chrome.jpg

@steem-for-future

Sort:  
 3 years ago 

ফুল পছন্দ করো না এমন একটি মানুষ খুঁজে পাওয়া অসম্ভব বলে মনে হয় আমার। ভাইয়া প্রতিটা ছবি এক কথায় অসাধারণ হয়েছে। আর আপনার পোস্ট এর নিচের অংশটুকু ডিজাইন এক কথায় অসাধারণ।

 3 years ago 

ফুল যেনো একদম ভালোবাসার এক অন্য নাম।ভালোবাসার সাথে যেমন কোনো কিছুর তুলনা হয়না ঠিক তেমন ফুলের সৌন্দর্যতার সাথে কোনো কিছুর তুলনাই হয়না।
খুব সুন্দর হয়েছে ছবিগুলো।

তার থেকেও অতীব চমৎকার এবং সুন্দর হয়েছে আপনার মন্তব্য। শুভকামনা আপু

 3 years ago 

ফুল ভালবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আর এই ফুলকে নিয়ে আপনি অসাধারণ একটি পোস্ট তৈরী করেছেন। শুভকামনা আপনার জন্য।

তার থেকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে আমার পোস্ট সুন্দর করে পড়ার জন্য। অবিরাম ভালবাসা শ্রদ্ধা এবং দোয়া রইলো

 3 years ago 

আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন সেই সাথে সুন্দর বর্ণনা করেছেন আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে

আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাকে। আর প্রশংসা করার জন্য আবারো ধন্যবাদ

Hi, @steem-for-future,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Thanks alot for invitations

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আর আপনি ফুলকে নিয়ে খুব সুন্দর করে লিখেছেন। ঠিকই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ফুল ভালোবাসে না। আপনি খুব ভালো লিখেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু। আমরা ইস্টিমেট একসাথে

 3 years ago 

অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য ফুল ব্যবহার করা হয়। আসলে আপনি ফুল নিয়ে অনেক বাস্তব জীবনের কথা তুলে ধরেছেন যা আমার খুবই ভাল লাগল এবং ফটোগ্রাফি গুলো কত সুন্দর ছিল এবং ফটোগ্রাফি সাথে আপনার বর্ণনা ফুল নিয়ে যে এত সুন্দর করে লিখছেন অসাধারণ

সত্যিই অনেক অনেক শুভকামনা আপনার জন্য আমার ব্লগে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করার জন্য। শুভকামনা অবিরাম আপনার জন্য

 3 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার বর্ণনা অনেক সুন্দর ভাইয়া। শুভ কামনা রইল।

 3 years ago 

সত্যি পবিত্রতা এবং সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করার জন্য ফুল অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আমাদের সমাজে এবং সব জায়গায় স্বীকৃত। আপনার ছবিগুলো অনেক চমৎকার হয়েছে যা দেখে পুলকিত হলাম।

ঠিকই বলেছেন ভাই ফুল হলো পবিত্রতার প্রতীক।অনেক কবি এবং লেখক ফুলকে ভালোবাসার প্রতীক হিসেবেও অভিহিত করেন।
ধন্যবাদ ভাইয়া ফুলের ছবিসহ সুন্দরভাবে উপস্থাপন করে পোস্টটি করার জন্য।শুভকামনা রইলো।

অভিনন্দন সাথে থাকার জন্য। শুভকামনা অবিরাম প্রিয় ভাই

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.032
BTC 63706.21
ETH 3073.80
USDT 1.00
SBD 3.76