গফুর মিয়ার অপূর্ণ স্বপ্ন (প্রথম পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গফুর মিয়া ভোরবেলায় ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশে মেঘের ঘনঘটা দেখে তার কপালে চিন্তার ভাঁজ দেখা দেয়। সে মনে মনে প্রার্থনা করতে থাকে আর মাত্র কয়েকটা দিন বৃষ্টি না হলেই বাঁচা যায়। কারণ খেতের ধান সব পেকে গিয়েছে। তারা ধান বুনেছে সব নিচু মাঠে। বৃষ্টি হলে পানিতে পুরো মাঠ তলিয়ে যাবে। তখন তাদের সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। এই জন্য সে মনে মনে শুধু সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে। গফুর মিয়া তাড়াতাড়ি তার স্ত্রীকে ডাক দিয়ে খাবার দিতে বলে।


গফুর মিয়ার অপূর্ণ স্বপ্ন।_20240518_222913_0000.jpg

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

খাবার বলতে তেমন আহামরি কিছু না। পান্তা ভাত সাথে পেঁয়াজ, মরিচ, আর আগের রাতের বেঁচে যাওয়া ডাল। কিন্তু এই সাধারণ খাবারই গফুর মিয়া খুব তৃপ্তি নিয়ে খায়। খাওয়া-দাওয়া করে সে দ্রুত পা চালিয়ে মাঠের দিকে রওনা দেয়। মাঠে পৌঁছে দেখে ইতিমধ্যে অনেকেই খেতে এসে ধান কাটা শুরু করে দিয়েছে। তার আশেপাশের অনেকেই ধান কাটার জন্য দিনমজুর নিয়োগ দিয়েছে।

কিন্তুু গফুর মিয়া নিজে দরিদ্র লোক হওয়ায় আর দিনমজুর নিয়োগ দেয়ার সাহস পায়নি। সে চিন্তা করেছে কষ্ট করে নিজের ধান টুকু নিজে কাটতে পারলে সবটুকু তার থেকে যাবে। বাজারে দিনমজুরের দাম অনেক বেশি। যার ফলে তার দিনমজুর নিয়ে পোষাবে না। এই কারণে গফুর মিয়া দ্রুত গতিতে নিজের খেতের ধান কাটতে থাকে। কিন্তু যত চেষ্টাই করুক বয়স হয়ে যাওয়ার কারণে গফুর মিয়া এখন আর আগের মত ধান কাটতে পারে না। যদিও আজকে আকাশে মেঘ থাকায় তার ধান কাটতে কষ্ট কম হচ্ছিলো। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64186.90
ETH 2759.80
USDT 1.00
SBD 2.66