গভীরতা মাপা অসম্ভব প্রায়!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে আসলে খুব সাধারণ একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যে কথাটি হয়তো বা আমরা সকলেই জানি। আমাদের সকলের সাথেই ঘটে। কিন্তু এটা এমন একটি ব্যাপার। যেটা নিয়ে আমাদের সকলের কোনো না কোনো আফসোস রয়েছে। আসলে পৃথিবীর সবকিছুই একেকরকম নয়। কিন্তু এই একটি ব্যাপারে এসে আমরা সকলেই একরকম হয়ে যাই কিংবা আমাদের সকলের সাথে একই ব্যাপার ঘটে। আর ব্যাপারটি কি, সেটা নিশ্চয়ই ভাবছেন। তো আমার এই সম্পূর্ণ লেখাটি পড়লে সেটাও বুঝতে পারবেন খুব ভালোভাবে।

আমি আসলে যেটা বুঝাতে চাইছি। সেটা হলো।,পৃথিবীর সবকিছুর গভীরতা মাপা হয়তো সম্ভব। আবার হয়তো সম্ভব নয়। অর্থাৎ সৃষ্টিকর্তার এমন কিছু সৃষ্টি রয়েছে। যেগুলোর গভীরতা মাপা সম্ভব নয় এবং সেগুলোকে মোটামুটি অলৌকিকতা বলে আমরা ধরে নেই যুক্তির খাতিরে। কিন্তু মানুষের চোখের গভীরতা মাপা আমার কাছে মনে হয় কখনোই সম্ভব নয়। কারণ একা মানুষের চোখ দেখে কখনোই তাকে বিচার করা সম্ভব হয় না। কিংবা চোখ দেখে কিন্তু বিচার করা সম্ভব হওয়ার কথা। কারণ আমরা সবসময় শুনি যে মানুষের চোখ মিথ্যা কথা বলতে পারে না।

কিন্তু সত্যি কথা বলতে, পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা কথা যদি কেউ বলে থাকে। তাহলে তাদের চোখ নিয়ে যদি কথা বলি। কিন্তু আমার সাথে ঘটে যাওয়া কিংবা আমার সাথে জড়িত অর্থাৎ আমার সাথে সম্পর্কিত মানুষদের কথা যদি বলি। তাহলে যারা আসলে প্রচন্ড মানুষ ঠকাতে পারে, যারা প্রচন্ড মিথ্যা কথা বলতে পারে। তাদের চোখ প্রচন্ড সুন্দর হয়, শান্ত হয়। অর্থাৎ যেনো খুব পরিষ্কার, একেবারেই যেনো স্বচ্ছ পানির মত। তাদের চোখে চোখ রেখে বোঝার উপায় নাই যে তারা কতোটা বেঈমান। এটাই বুঝাতে চাইলাম আসলে তাদের চোখের গভীরতা মাপা কখনোই সম্ভব নয়। অর্থাৎ চোখ দেখে একটা মানুষকে বিচার করা কিংবা তার চোখ দেখে তার ভেতরটা বিচার করা কখনই যায় না। এটা একেবারেই একটি ভুল ধারণা।

ABB.gif

Sort:  

বাহ! @steem-articles, আপনার আজকের জেনারেল রাইটিং পোস্টটি সত্যিই অসাধারণ! "মানুষের চোখের গভীরতা মাপা সম্ভব নয়" - এই ভাবনাটি অত্যন্ত গভীর এবং বাস্তবসম্মত। আপনার লেখার মাধ্যমে জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন, যেখানে আমরা প্রায় সবাই একরকম অভিজ্ঞতার সম্মুখীন হই।

চোখের ভাষা নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং উপলব্ধির কথা যেভাবে বলেছেন, তা আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে, যারা মিথ্যা বলতে পারদর্শী, তাদের চোখ দেখলে বোঝা যায় না - এই বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ।

আপনার লেখার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যে, বাহ্যিক appearances দিয়ে মানুষকে বিচার করা উচিত নয়।

এই ধরনের চিন্তামূলক লেখা Steemit platform-কে আরও সমৃদ্ধ করবে। মন্তব্যের মাধ্যমে আপনার লেখাকে আরও সুন্দর করে তোলার জন্য পাঠকদের আমন্ত্রণ জানানো একটি চমৎকার উদ্যোগ। চালিয়ে যান, আপনার আরও লেখা পড়ার অপেক্ষায় রইলাম!

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 113882.99
ETH 4406.16
SBD 0.86