পরিকল্পনা
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পরিকল্পনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই জীবনে যারা আজ উন্নতির সর্ব শিখরে পৌঁছে গেছে তারা কিন্তু পরিকল্পনা নিয়ে জীবনের চলার ফলে আজ এই সুদিন দেখতে পেয়েছে। কেননা আমরা যা কিছুই করি না কেন সব কিছুর আগে আমাদের পরিকল্পনা করার দরকার। কেননা পরিকল্পনা ছাড়া কেউ কখনো জীবনে উন্নতি লাভ করতে পারে না। আসলে এই সকল দিক বিবেচনা করে যারা বুদ্ধিমান লোক তারা প্রতিটি কাজ করার আগে প্রথমে সেই কাজটি সম্পর্কে পরিকল্পনা করে এবং কি করে সেই কাজটি করা যায় সেই জন্য চেষ্টা করে। কেননা আপনি যদি কোন কাজ করার আগে পরিকল্পনা না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে হয়তোবা আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। কিন্তু পরিকল্পনা করে সে কাজটি করতে গেলে আপনাকে আরো কম কষ্ট করে আপনি সেই কাজটি সমাধান করতে পারবেন।
কেননা আমরা অনেক গুণী মানুষদের দেখেছি যারা কোন কাজ করার আগে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে এবং অনেক বেশি ভাবনা চিন্তা করে। কিন্তু জীবনে শুধুমাত্র পরিকল্পনা করলে হবে না। এই পরিকল্পনার পাশাপাশি আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। কেননা আপনি যদি কঠোর পরিশ্রম না করে শুধুমাত্র পরিকল্পনা করে যান তাহলে কিন্তু আপনি জীবনে কখনো সামনের দিকে যেতে পারবেন না। সমাজে যারা অলস শ্রেণীর লোক রয়েছে তারা সবসময় পরিকল্পনা করতে ব্যস্ত থাকে কিন্তু সেই পরিকল্পনাকে কখনো বাস্তব রূপে রূপান্তরিত করার কোনরূপ চেষ্টা করেনা। আসলে এভাবে যদি আমরা অলসের মতো বসে থেকে শুধুমাত্র পরিকল্পনা করে যাই তাহলে কিন্তু আমরা সবসময় পিছনের দিকে পড়ে থাকবো এবং জীবনের সফলতা অর্জন করতে পারবোনা।
আসলে এই পৃথিবীতে মানুষ ধনী অথবা গরিব যেখানেই জন্মগ্রহণ করুক না কেন তারা যদি জীবনে কঠোর পরিশ্রম করতে পারে এবং বিভিন্ন ধরনের কঠিন কাজ করার মত সৎ সাহস মনের ভিতর রাখতে পারে তাহলে তারা এ জীবনে সফলতা অর্জন করতে পারবে। কেননা যারা বুদ্ধিমান লোক তারা সব সময় পরিকল্পনা করে সামনের দিকে কোন চেষ্টা করে। যদিও মাঝে মাঝে তাদের পরিকল্পনা গুলো নষ্ট হয়ে যেতে পারে তবুও তারা কিন্তু কখনো হার স্বীকার করতে রাজি থাকে না। তারা সব সময় আবার পুনরায় নতুন পরিকল্পনা করে আবার সেই কাজটি করার উদ্যোগ নিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। আর এসব লোকেরা সব সময় বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে আমাদের মনের ভিতর স্থান করে নেয় এবং মানুষ তাকে সবসময় মন থেকে ভালোবাসে।
আর এই জন্য আমরা যত কিছুই করি না কেন সব কিছুর আগে একটা সুন্দর পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করব। আসলে আমরা যদি এভাবে সবাই মিলে পরিকল্পনা করে সামনের দিকে এগোতে পারি তাহলে আমাদের দেশকে আমরা পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এছাড়াও সবাই সব সময় উন্নয়নশীল দেশগুলোকে বেশি প্রাধান্য দেয়। কেননা আমরা যদি আমাদের দেশের সবাই মিলে সঠিক পরিকল্পনা করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেখে তারাও কিন্তু সঠিক পরিকল্পনা গ্রহণ করার চেষ্টা করবে। আর এভাবে আমরা আমাদের সমাজটাকে একটা নিচু জায়গা থেকে একদম সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে পারব। তাইতো জীবনে যতই আমরা সামনের দিকে এগিয়ে যাই না কেন সব কিছুই পেছনে আমাদের সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে হতে হবে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
দারুন লেখা। অনেক ধন্যবাদ সময় নিয়ে লেখার জন্য। ☺️
শুধুমাত্র পরিশ্রম করে কখনো কেউ সাফল্য অর্জন করতে পারবে না যদি তার সুষ্ঠু পরিকল্পনা না থাকে। সুন্দর একটা কথা আছে বাংলায় সেটা হল সুষ্ঠু পরিকল্পনা যে কোন কাজের অর্ধেক। আপনি ঠিকই বলেছেন যত জ্ঞানী মানুষ রয়েছে তারা প্রত্যেকটা কাজের পিছনে সুন্দর একটা পরিকল্পনা রাখে। যার ফলে তারা অনেকেই আজকে সুখের জীবন উপভোগ করতেছে। তাই আমাদের প্রত্যেকের উচিত পরিকল্পনা করে সামনের দিকে এগিয়ে যাওয়া তবেই দেশ এবং জাতি সাফল্যের শীর্ষে পৌঁছাবে।
যেকোনো কাজ শুরু করার আগে অবশ্যই যথাযথ পরিকল্পনা করতে হয়। এতে করে কাজটা ভালোভাবে সম্পন্ন করা যায়। তবে পরিকল্পনার পাশাপাশি অবশ্যই বুদ্ধি খাঁটিয়ে পরিশ্রম করতে হবে। শুধুমাত্র তাহলেই সফল হওয়া সম্ভব। তবে পরিকল্পনা ছাড়া কোনো কাজ করা উচিত নয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।