অবহেলায় পাথর

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আপনার কি কখনো এমন হয়েছে যে, ধরুন আপনার খুব কাছের মানুষ কিংবা আপনার মনের মানুষ আপনাকে অনেক বেশি দুঃখ দিয়েছে। কিন্তু সেই একই দুঃখটা যখন বছর খানেক আগে আপনাকে সেই মানুষটি দিতো। তখন আপনার অঝোরে কান্না আসতো কিংবা আপনার সেই প্রিয় মানুষটি আপনাকে দুটো কথা শুনিয়ে দিলে আপনি সারাদিন আর ভালো থাকতে পারতেন না। কিন্তু সেই মানুষটি যখন আপনাকে এই দশটা বছর পরে কিংবা কিছু বছর পরে একইভাবে কষ্ট দিচ্ছে। তখন আর কিছু যায় আসছে না!

আপনার ক্ষেত্রে যদি এমনটা হয়ে থাকে। তাহলে আমি একটা কথা চোখ বন্ধ করে বলতে পারি। সেটা হচ্ছে, আপনি আসলে অবহেলা পেতে পেতে পাথর হয়ে গিয়েছেন। আমাদের সকলের ক্ষেত্রে ব্যাপারটা একই। আমরা আসলে কিছু কিছু প্রিয় মানুষদের কাছ থেকে এতোটাই অবহেলা পাই যে, একটা সময় আমরা অবহেলায় পাথর হয়ে যাই। অর্থাৎ অবহেলা টাকেই আমরা আমাদের জীবনের একটা অংশ হিসেবে মেনে নেই।

অবহেলাটা তখন আর আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় না। অবহেলা পেতে পেতে আমরা আসলে পাথরের মতোন হৃদয়হীন হয়ে যাই। হৃদয়ের কোনো কথাই আমাদের হৃদয় পর্যন্ত আর পৌঁছায় না এবং আমাদের হৃদয়টা তখন আসলে ভাঙতে ভাঙতে এতোটাই নষ্ট হয়ে যায় যে, আমাদের হৃদয় নামক যে একটা জিনিস আছে। আমাদের যে ভালোলাগা মন্দ লাগা আছে। সেটা আমরা আর ভাবতেই পারি না। তাই আমি এটাই বলবো যে, যদি আপনাদের কোনো ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ থাকে। তাহলে তাকে কখনোই অবহেলা করবেন না। কারণ তাকে কখনোই ওই পর্যায়ে নিয়ে যাবেন না। যে পর্যায়ে আপনি দুটো খারাপ কথা বললেও, যখন তার সেটা আর গায়েই লাগবে না।যখন সত্যিই সে পাথর হয়ে যাবে। তখন আপনি আপনার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলবেন। আর যে ভালোবাসার মানুষ পেয়েও হারায় সে সত্যকারের অভাগা।
Sort:  
 last month 

কথাগুলো পড়ে খুব ভালো লাগলো। আসলে মানুষকে একটা সময়ে অবহেলা করা হলে তখন অনেক বেশি কষ্ট পেতো। কিন্তু অবহেলা পেতে পেতে যখন একটা সময় অনেক দূর অতিবাহিত হয় তখন আসলে সেই অবহেলা তার গায়ে লাগেনা। বরং নিজেকে মানিয়ে নেয়া যায়। আর এক্ষেত্রে হৃদয়হীন হয়ে ওঠে মানুষ। তখন কোন অবহেলা বা অপমান তাদের আর গায়ে লাগেনা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67807.24
ETH 2423.65
USDT 1.00
SBD 2.33