এয়ারড্রপ সত্য/মিথ্যা?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

টেলিগ্রাম বর্তমানে আমাদের কাছে বহুল পরিচিত একটি যোগাযোগ মাধ্যম। কিন্তু বর্তমানে আমরা টেলিগ্রামকে বোধহয় যোগাযোগ মাধ্যম হিসেবে খুব একটা ব্যবহার করি না। কিন্তু টেলিগ্রাম অনেক বেশি ব্যবহার করছি।তো ভাবলাম আজকে তাই নিয়েই লেখালেখি করা যাক।কারণ প্রতিনিয়ত জীবনের সাথে সম্পর্কিত সকল কিছুই আপনাদের সাথে শেয়ার করতে বরাবর আমার ভালো লাগে।

আসলে টেলিগ্রাম এখন বর্তমানে যে কারণে অনেক বেশি জনপ্রিয়, সেটা হলো এয়ারড্রপ। এটা আসলে বলা চলে অনেকটা বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো কয়েন এর প্রোমোশন। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি জগতে আমরা কেউ ই নতুন নই। কারণ এই প্লাটফর্মটি ক্রিপ্টোকারেন্সির জগতের সাথে সরাসরি সম্পর্কিত। আর এয়ারড্রপ মানে আসলে এটাই আমি সহজভাবেই বলবো যে কিছু গেমস কিংবা বিভিন্ন রেফার কিংবা বিভিন্ন টাক্স কমপ্লিট করার মাধ্যমে তারা কিছু কয়েন আমাদের দেয়।

এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে, এয়ার্ড্রপ সত্য হয় নাকি মিথ্যে হয়। এখন আমি যদি আমার দিক থেকে যা দেখেছি। সেটা বলি, তাহলে এয়ার্ড্রপ হাজার হাজার রকমের রয়েছে। কিন্তু কিছু কিছু এয়ার ড্রপ রয়েছে একেবারে অথেন্টিক। আবার কিছু কিছু রয়েছে একেবারেই ফেইক এবং এতোটাই ফেক যে অনেক সময় অনেক সমস্যা ও হয়।কিন্তু কিছু কিছু রয়েছে জনপ্রিয়তা যেমন ভালো, ঠিক তেমনটা রিয়েল ও। ওই এয়াড্রপগুলো আসলে আমি মনে করি মানুষের নেওয়া উচিত। অর্থাৎ ওই এয়ারড্রপ কিংবা গেমসগুলোতে মানুষের পার্টিসিপেট করা উচিত।তবে এ সম্পর্কে কাউকে উৎসাহিত করতে আসিনি। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত গুলো শেয়ার করছি।

অর্থাৎ আমি শুধুমাত্র এটাই ক্লিয়ার করতে চাইলাম যে, এই ব্যাপারটি একেবারে সত্য। কিন্তু সর্বক্ষেত্রে সত্য হয় না। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সত্য হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে মিথ্যে হয়। তাই বুঝেশুনেই এয়ারড্রপে এন্ট্রি করা উচিত। যাতে আমাদের ব্যক্তিগত কোনো তথ্য চুরি না হতে পারে।

ABB.gif

Sort:  
 9 months ago 

বর্তমানে এয়ার ড্রপ এর বিষয়টি অনেক সত্যতা পেয়েছে। বিশেষ করে টেলিগ্রামের এয়ার ড্রপগুলো বর্তমানে বেশ জনপ্রিয়। সর্বক্ষেত্রে এয়ার ড্রপ এখনো সত্যতা পায়নি। কারণ এর ভেতরে অনেক এয়ার ড্রপ ফেক হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.034
BTC 115581.91
ETH 4482.46
SBD 0.86