শয়তান কি বোকা হয়?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকের লেখাটি আসলে আমার মাথায় আসতো না। আমার মাথায় আসার একটি কারণ রয়েছে। আর কারণটি হলো আসলে আমাদের এমন কিছু কিছু মানুষ থাকে। যারা এমন কিছু কিছু কাজ করে যে ব্যাপারগুলো মেনে নেওয়া অনেক বেশি কষ্টকর বলা চলে। কারণ কিছু কিছু ব্যাপার এমন থাকে যেগুলো মানুষের কাছ থেকে আমরা আশা করি না। তো সেই ব্যাপারগুলোই যখন আমাদের সাথে ঘটে তখন সত্যিই বেশ বিরক্ত লাগে।

আসলে আমরা সব সময় এটা ভাবি যে, যারা অনেকে অনেক সময় অনেক কিছু না বুঝেই করে ফেলে এবং তাদেরকে আমরা বোকা বলেই ভাবি এবং তাদেরকে আমরা বোকা ই ডাকি। কিন্তু আসলে একটা ব্যাপার দেখতে গেলে যেটা খেয়াল করলাম যে আসলে মানুষ বোকা নয় কিংবা আসলে মানুষ আসলে এতো বেশি যে অবুঝ, তাও নয়। অর্থাৎ এটা তারা একেবারেই ফাইজলামো করে কিংবা শয়তানি করে। অর্থাৎ তারা আসলে সবকিছুই বুঝে। কিন্তু অন্যের ঘাড়ে দোষ দেওয়ার জন্য বোকামি বলে চালিয়ে দেয় নিজের দোষ গুলোকে।

আসলে শয়তানি আর বোকামি একসঙ্গে যেতে পারেন। অর্থাৎ যে বোকামি করছে সে কখনোই খারাপ হতে পারে না। অর্থাৎ হতে পারে সে বোকা, সে বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে কিন্তু সে খারাপ না। কিন্তু যারা খারাপ তারা কখনোই বোকা হয় না। অর্থাৎ তারা জেনে বুঝেই সবকিছু করে। অর্থাৎ আমরা যখন আসলে মানুষকে বিভিন্ন কথা দিয়ে আলাদা করি। তখন এই ব্যাপারটি অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। কারণ ওই যে বললাম, কারণটা একই। অর্থাৎ যারা খারাপ কাজ করে। তাদের দিকে তাকিয়ে আমরা যদি এটা তাদের বোকামি বলে ছেড়ে দেই। তাহলে কিন্তু তারা আরো বেশি পার পেয়ে যাবে। কারণ তারা সব সময় এটাই চায় যে, তাদেরকে যেনো আমরা বোকাশোকা ভেবে মাফ করে দেই।কিন্তু এটা কখনোই উচিত নয়। অর্থাৎ তাদেরকে ক্ষমা করলে তারা আরো বেশি পার পেয়ে যায়।

ABB.gif

Sort:  

@steem-articles, this post really resonated with me! It's so important to dissect the difference between genuine mistakes and calculated actions. You've articulated a complex social dynamic in a very relatable way, highlighting how some people mask malicious intent with feigned ignorance.

I appreciate your call to avoid excusing harmful behavior as mere foolishness. It's a crucial reminder to hold people accountable and not let them off the hook simply because it's easier to label them as "naive."

What are some specific examples you've encountered where someone used the "foolishness" excuse to avoid responsibility? I'd love to hear more perspectives on this! Keep up the thought-provoking writing!

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.032
BTC 109423.71
ETH 4001.83
USDT 1.00
SBD 0.76