মেয়ে হলেই অদৃশ্য বিরক্তি!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের চারপাশের কিছু কিছু ব্যাপার যেমন লক্ষ্য করি ,ঠিক একইভাবে কিছু কিছু ব্যাপার আসলে চোখে এড়িয়ে যেতে চাইলেও যেনো এড়িয়ে যেতে পারি না। কারণ কিছু কিছু ব্যাপার মাঝেমধ্যে মনে হয় যেনো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। আর কোনো কিছু যদি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়। তবে নিশ্চয়ই আসলে আমরা সেটাকে এড়িয়ে যেতে পারবো না ,তাই না?ব্যাপারটিও ঠিক তেমনটাই বলা চলে। অর্থাৎ এই বিষয়টি এতো বেশি নজরে আসে যে ,যতোই ইগনোর করতে চাই ততোই যেনো চোখের সামনে চলে আসে। ততোই যেনো মানুষ এর কার্যকলাপে সেটা আরো ভালোভাবে বুঝিয়ে দেয় এবং এটা যে কি পরিমান প্রচন্ড কষ্টের একটি ব্যাপার ,একজন মেয়ে হিসেবে। সেটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। কারণ কিছু কিছু ব্যাপার যখন নজরে আসে। তখন আমরা আসলে নিজেকে ভুল প্রমাণ করার জন্য সেটাকে না দেখার ভান করতে চাই।

আর আসলে আমি যেটা নিয়ে কথা বলতে চাইছি। সেটা হলো আমাদের সমাজে যে এখনো মেয়েদের কিছুটা বিরক্তির চোখে দেখা হয়। সেটা আসলে একেবারে বলা চলে যে ,একটা অপ্রিয় সত্য। কারণ আমরা যতোই মুখে মুখে বলি না কেনো যে ছেলে এবং মেয়েরা সমান সকলের জন্য। কিন্তু কখনোই সমান হয় না। কোনো মেয়ে কোনো কাজ করলে ততোটা প্রশংসা পায় না যতোটা কোনো ছেলে পায়।অর্থাৎ বলা বাহুল্য যে কোনো ছেলে যদি কোনো ভালো কাজ করে। তবে সেটা সকলে প্রশংসা করে। কিন্তু কোনো মেয়ে যখন সেই একই ভালো কাজটি করে। তখন কিন্তু সে সেই সমান প্রশংসাটি পায় না এবং আসলে এটাই হলো আমাদের বর্তমান এর দেশের বাস্তব চিত্র এবং এই বাস্তব চিত্রটিকে অনেকেই আমরা স্বীকার করতে পারি না কিংবা বুঝতেই পারি না।

আমি নিজের ক্ষেত্রেও দেখেছি আমি যেখানে কাজ করি কিংবা আমাদের কর্মক্ষেত্র সেখানে যদি কোনো ছেলে কোনো কিছু করে। তাহলে দেখা যায় যে ,তার অন্যান্য কলিগরা অর্থাৎ আমাদের অন্যান্য কলিগরা তার অনেক বেশি সুনাম করে এবং সেই কাজটির কি কি ভালো দিক রয়েছে ,সেই দিকগুলো তুলে ধরার চেষ্টা করে। কিন্তু সেই জায়গাতে আমি কিংবা কোনো মেয়ে যদি সেই ভালো কাজটি করে। তবে দেখা যায় যে ,সেই কাজটিকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। এখানেই আসলে বোঝা যায় যে ,আজও মেয়েদের সমাজে ভালো চোখে দেখতে পারে না কিংবা সমান চোখে দেখতে পারে না। অর্থাৎ মেয়েরা কোনো কিছু করলে সেটাকে অবহেলা করা। যেমন আগে একটা একেবারে নিয়মের মধ্যে ছিলো ,এখনও যে সেই নিয়ম খুব একটা বদলেছে ,তা নয়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 106170.50
ETH 3617.18
USDT 1.00
SBD 0.55