অকৃতজ্ঞ মানুষদের ছাটাই করুন!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের আশেপাশে আমাদের শুভাকাঙ্ক্ষীর যেনো অভাব নেই। অর্থাৎ আপনি যদি সাধারণভাবে চিন্তা করে দেখেন। তাহলে আসলে এটাই আপনার কাছে মনে হবে যে আপনার চারপাশে যারাই রয়েছে। তারাই শুধুমাত্র আপনার ভালোই চিন্তা করে যাচ্ছে। এবং আপনার কিসে ভালো হবে, আপনার কিসে উপকার হবে আপনি কিসে ভালো থাকবেন। তাদের জীবন-যৌবন দিয়ে শুধুমাত্র তারা সেটাই চিন্তা করে যাচ্ছে। এটা ভাবার কিন্তু আসলে কারণ রয়েছে। এটা ভাবার কারণ হলো তারা, আসলে এমনভাবে সবকিছু প্রেজেন্ট করে। অর্থাৎ নিজেদের মন মানসিকতাকে প্রেজেন্ট করে যে আপনার দেখলেই মনে হবে যে, সে আসলে তার জীবন ও দিয়ে দিতে পারে। শুধুমাত্র আপনার ভালোর জন্য।

কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি একটু বিপদে পরেন কিংবা আপনি যদি তাদেরকে একটু টেস্ট করার জন্য বিপদে পরার ভাণ ও করেন। তখনই আসলে আপনি তাদের মন মানসিকতা একেবারে পরিষ্কার স্বচ্ছ কাঁচের মতোন বুঝতে পারবেন। কারণ তারা আসলে শুধুমাত্র সুখের পায়রা,মোটেও দুঃখের পায়রা নয়। অর্থাৎ তারা শুধুমাত্র আপনার সুখের শুভাকাঙ্ক্ষী, মোটেও দুঃখের সময়ের সাথী নয়।

তাই আমার মতে মানুষের ভালো থাকার জন্য প্রথমেই এই ধরনের মানুষদের কে জীবন থেকে ছাঁটাই করে ফেলা দরকার।কিন্তু আমরা বেশিরভাগ অর্থেই তা পারি না।আর সেটা পারিনা শুধুমাত্র আমাদের লাজ লজ্জার জন্যে।কিন্তু যেটা আমাদের এতোটাও পরোয়া করার দরকার নেই।কারণ আমাদের এই অতিরিক্ত লজ্জার জন্যেই, তাদের আমরা জীবন থেকে বিদায় করতে পারিনা।আর তারাও এই সুযোগ এ আমাদের জীবনটাকে নরক বানিয়ে ছাড়ে। তাই যাদেরকেই দেখবেন যে একেবারে নির্লজ্জ ভাবে অকৃতজ্ঞতা করছে। তাদের কেই জীবন থেকে সরিয়ে ফেলতে হবে।কারণ, তারা আমাদের জীবনের জন্যে ভয়ংকর।আমাদের সবার ই কিন্তু ভালো থাকার অধিকার রয়েছে।হয়তো অনেক সময় আমরা এমন অনেক মানুষকে দেখি যারা অকৃতজ্ঞ কিন্তু আমাদের অনেক কাছের মানুষ।আর তাদের জীবন থেকে বাদ দিতে আমরা হয়তো আমাদের মনকে অনেক সময় ই বোঝাতে পারিনা।কিন্তু মানুষের সঙ্গ আমাদের দ্বিগুণ কষ্ট দেয়।যা থেকে পরিত্রাণ পাওয়ার অধিকার আমাদের সবার কাছে।
Sort:  
 2 months ago 

শুনতে খারাপ হলেও বাস্তব কিছু কথা তুলে ধরেছেন আজকের পোস্টে।আসলে জীবনে সুখের সময়ের সঙ্গীর অভাব নাই।বিপদে পরলেই শুধু বোঝা সম্ভব কে সুখের পায়রা আর কে দুঃর সময়ের দুঃখের পায়রা সুসময়ের বন্ধুরা ভয়ংকর হয়ে থাকে তারা বলেন বিপদ দেখলেই সটকে পরে এবং দুঃসময়ে তাদের ভয়ংকর রুপ প্রকাশ করে।এরকম স্বার্থবাদী বন্ধু, বা আত্মীয় স্বজনকে জীবন থেকে দূরে রাখায় আশ্রয়।

 2 months ago 

আসলেই বর্তমানে বেশিরভাগ মানুষ যে পরিমাণে স্বার্থপর, একমাত্র বিপদে পরলেই তাদেরকে চেনা যায়। এই ধরনের মানুষদের সাথে সম্পর্ক থাকলে ক্ষতি ছাড়া কখনোই কোনো লাভ হয় না। তাই এসব স্বার্থপর মানুষদেরকে জীবন থেকে বিতাড়িত করে দেওয়াটাই উত্তম। তাছাড়া চক্ষু লজ্জা বেশি থাকলে দিনশেষে নিজেরই ক্ষতি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58091.16
ETH 2357.50
USDT 1.00
SBD 2.44