শক্তিশালি কে?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকের পোস্টটার উত্তরে হয়তো অনেকেই এটাই বলবে যে, যার শরীরে শক্তি বেশি, সে ই সবচেয়ে শক্তিশালী। কিন্তু আমি সেই অর্থে কে শক্তিশালী জিজ্ঞেস করিনি। আমি যে অর্থে জিজ্ঞেস করেছি। সেটা হচ্ছে নিজের রাগকে কন্ট্রোল করতে যে পারে। সে ই হলো সবচেয়ে শক্তিশালী। অন্তত আমার কাছে এটাই মনে হয়। কারণ ধরুন যে আপনার কোনো কিছুর প্রতি রাগ উঠলো এবং আপনি সেটাকে কন্ট্রোল করতে পারলেন। এটা সত্যিই অনেক চমৎকার একটি ব্যাপার। কারণ আমরা মানুষের মধ্যে এই ব্যাপারটি খুব কমই রয়েছে। অর্থাৎ আমরা যখন কারো প্রতি বিরক্ত হই কিংবা কারো উপর হঠাৎ করে মেজাজ খারাপ করে ফেলি। তখন আমরা সেটা সাথে সাথে তাকে দেখিয়েও ফেলি।

এবং সেই রাগটা যখন আমরা দেখিয়ে ফেলি। তখন আমরা একটা বারও চিন্তা করি না যে, আমরা কোন জায়গায় আমাদের রাগ, আমাদের ক্রোধকে আমরা প্রকাশ করছি। হতে পারে ব্যাপারটা অনেক ইম্বেরেসিং একটি সিচুয়েশন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তাও নিজেকে কন্ট্রোল করতে পারি না। চিন্তা করতে গেলে নিজেকে ওই সময়টাতে কন্ট্রোল করা মানেই হচ্ছে অনেক শক্তির পরিচয় দেওয়া কারণ নিজেকে যে কন্ট্রোল করতে পারে। আমি মনে করি সে হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী মানুষ।

কারণ পৃথিবীর সব কিছু কন্ট্রোল করা গেলেও। হঠাৎ করে কখনো কখনো কেউ যখন নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, মেজাজ খারাপ করে। তখন সে নিজেকে নিজে খুব কমই শান্ত করতে পারে। তাই আমি মনে করি যে, আমাদের সবার মধ্যেই নিজের রাগটাকে কন্ট্রোল করার ক্ষমতা রাখা উচিত। কারণ এটা মাঝেমধ্যে অনেক বেশি বিপদ ও বাড়িয়ে ফেলে। অর্থাৎ আপনি আপনার রাতটা এমন কোনো জায়গায় যদি দেখিয়ে ফেলেন। যেখানে সেই রাগটা অন্য মানুষের ক্ষতি করতে পারে। তখন ব্যাপারটা সত্যিই খুব খারাপ হয়ে যায়।

কারণ ধরুন, আপনি এমন একটা পরিবেশে আপনার রাগ দেখিয়ে ফেললেন, যেখানে হয়তো আপনি যার উপর রাগ দেখালেন। সে অনেকটা ছোট হয়েছে। পরে আপনার রাগ কমে গেলে হয়তো আপনি সেটা নিয়ে অনুতাপে ভুগবেন। কিন্তু আমরা যতোই অনুতাপ করি না কেনো। ওই সময়টা কিন্তু কোনোভাবেই ফিরে আসবে না। তাই আমাদের এতোটা শক্তিশালী হওয়া উচিত যে, আমরা যেনো নিজেদের রাগটাকে নিজেরা ১০০% পার্সেন্ট কন্ট্রোল করতে পারি। এটা এক দুদিনে হওয়ার বিষয় নয়। এটা চর্চা করার বিষয়। অর্থাৎ সব সময় যা মুখে আসে তা বলে দেওয়া যাবে না। এবং নিজের রাগটাকে ধীরে ধীরে কমিয়ে ফেলতে হবে। তাহলেই দেখবেন যে আপনিও হতে পারবেন সবচেয়ে শক্তিশালী মানুষ। অর্থাৎ নিজের রাগ কন্ট্রোল করা শিখে যাবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58391.36
ETH 2348.06
USDT 1.00
SBD 2.36