আমার করা বিগত ৭টি diy পোস্টের রিভিউ।

in আমার বাংলা ব্লগlast year

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে কোন রেসিপি, আর্ট কিংবা ড্রাই পোস্ট নিয়ে হাজির হয়নি। আজকে আমি আপনাদের মাঝে একটি রিভিউ পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমি অনেকগুলো ড্রাই পোস্ট করেছি এগুলোর মধ্যে থেকে ৭টি diy পোস্ট নিয়ে আজকের এই রিভিউ পোস্ট। আমার এই diy পোস্ট গুলোর ভিতর কোনগুলো আপনাদের ভালো লেগেছে তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। আর আমি আমার প্রত্যেকটি পোষ্টের ছবির নিচে পোস্ট লিংক দিয়ে দিয়েছি। আশা করি আমার আজকের diy পোস্ট এর রিভিউ পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।

তাহলে চলুন শুরু করা যাক


1691581767705.jpg


পোস্ট - ১

  • রঙ্গিন কাগজ কেটে প্রজাপতির নকশা তৈরি। রঙিন কাগজের জিনিসগুলো বানাতে আমার সব সময় খুব ভালো লাগে তাই আমি প্রায় সময় রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করি। এই প্রজাপতির নকশাটি রঙিন কাগজ দিয়ে তৈরি করার পর দেখতে খুবই সুন্দর লাগছে। একসাথে অনেকগুলো প্রজাপতি দেখতে সত্যিই খুব ভালো লাগছিল।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xC3jrA6CSbgxyQpmaZEnqmXzM82z2BPkDNVgGd1h277w85RqHnAByaWVQ38ErmXRqAqX5PxZZ2fWzjwewBepWvSH5ZGsgr.jpeg


পোস্ট লিংক


পোস্ট - ২

  • রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুলের ঝুড়ি তৈরি। বিভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে এই ঝুড়িটি তৈরি করার পর সত্যিই খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন সত্যি কারের একটি ঝুড়ি।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81Kru1FJFCB3KV6TePEtDbRHimvthsTdRML16prspCPt2efVWdg9Rc5MNmoCWPsxRWJf51iW51JHF4rKJGXjzwBN4xsuSE.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৩

  • এটি হচ্ছে কাগজের তৈরি কাঠগোলাপ ফুলের অরিগ্যামি। এই ফুলটি তৈরি করতে তেমন একটা সময় লাগেনি খুব অল্প সময়ে এই কাঠগোলাপ ফুল গুলো তৈরি করে ফেলেছি। সত্যি বলতে তৈরি করার পর দেখতে খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন সত্যিকারের কাঠ গোলাপ ফুল।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9kfMyAqGdaGottrerARotWuoj8rcUzNYJotmn7LBCPx9FarS4CEMyxv5kwNsSERYZcEcLSSCB6sp6LMQ4gGq4zm5ULGz2yU.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৪

  • এটা হচ্ছে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রঙিন কাগজ দিয়ে একটি কেক তৈরি করেছিল। এই কেকটি তৈরি করেছিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আসলেই কেকটি তৈরি করতে অনেকটা সময় লেগেছে কারণ আমি যে কোন কিছু করলে খুব মনোযোগ সহকারে করি যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। আসলে আমি যে কোন কাজ খুব সুন্দর করে করার চেষ্টা করি।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81aD5eyLxt6bN7Y5gaCM8bx6FFNkYmxdvPdbt2e27yBWyUVVrnvDiptx3RRdRzdMzgTJWECUx2ptcUCVxiHRsRtGjuTYvz.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৫

  • এটি হচ্ছে রঙিন কাগজ কেটে ম্যাপল পাতা তৈরি। এই ম্যাপল পাতা তৈরি করতে হলে খুব যত্ন সহকারে ভাজ দিয়ে এবং সুন্দর করে কাটতে হয়। তারপর ভাজগুলো খুব সুন্দর ভাবে আস্তে আস্তে খুলতে হয় কারণ খোলার সময় কাগজ ছেড়ে যেতে পারে তাই খুব সাবধানে এই নকশাগুলো ভাঁজ খুলতে হয়। তারপরে এগুলো তৈরি করার পর দেখতে খুবই সুন্দর লাগছে।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9pjkvZRc3zbxYYSexQmH91urkUdSVfBlXtnFeYjaqorKcUjJwKuZsAAeNv9Wi8TJ8wdxg52HMVsdTNBiYwkfCboyZEcmApC6.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৬

  • কাগজ দিয়ে কিছু ক্যান্ডির অরিগামি। আসলে কাগজ দিয়ে ক্যান্ডি গুলো তৈরি করার পর দেখতে সত্যি কারের ক্যান্ডি মতো লাগছে। আসলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যখন দেখলাম আমার এই কাগজের তৈরি ক্যান্ডি গুলো আমাদের সকলের প্রিয় দাদার কাছেও খুব ভালো লেগেছে দাদাও এই ক্যান্ডি গুলোর খুব প্রশংসা করেছে। আসলে একটা কাজ করার পর যখন সকলের কাছ থেকে খুব ভালো ভালো মন্তব্য পায় তখন সত্যি কাজের উৎসাহ আরো বেড়ে যায়। আসলে আমি সব সময় চেষ্টা করি খুব নিখুঁত ভাবে কাজ করার।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9bUzLcTg42oXthT4y59wegukTfmbzzuyjHVQSc1YWopQ4uivGCWfwJR728tBvpcoxCNkYw5fYmeUfNCFnhAqan54z2J.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৭

  • এটি হচ্ছে রঙ্গিন কাগজের তৈরি একটি পেন্সিল বক্স। এ পেন্সিল বক্সটি তৈরি করার পর দেখতে সত্যি খুব কিউট লাগছিল যখন বক্সের উপরে চোখ মুখ লাগিয়েছিলাম। সত্যি বলতে আমার কাছে কাগজের তৈরি জিনিস গুলো বানাতে খুবই ভালো লাগে। তাই আমি চেষ্টা করি প্রায় সময় কাগজের তৈরি জিনিসগুলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9wXycntYWBK4vNPjEyrG5oyafDdGieNJWUAdQo78zodsno1bb2vYWmi49j55BFHr8ALEgdqwsGtbqpr1m4E36uFe2Vx8ztE.jpeg


পোস্ট লিংক

আশা করি আমার করা diy পোস্ট এর রিভিউ পোস্টটি দেখে আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

শুভেচ্ছান্তে : @sshifa

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

Sort:  
 last year 

বিগত সময়ে শেয়ার করা চমৎকার কিছু ডাই পোস্ট এর রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। রঙিন কাগজ দিয়ে ফুলের ঝুড়ি তৈরি করার পদ্ধতি এবং কেক তৈরি করার পদ্ধতিটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 last year 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ উৎসাহ মূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আপু দেখছি বিগত সপ্তাহের ৭ টি diy পোস্টের রিভিউ নিয়ে হাজির হয়েছেন। সব গুলো ডাই আপু অসম্ভব সুন্দর ছিলও।আর খুব নিখুঁত ভাবে প্রতিটি ডাই তৈরি করেছেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কাগজ দিয়ে তৈরি কাঠগোলাপ ফুল টা।অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

মূল্যবান মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 

আপু আপনি এমনিতেই অনেক সুন্দর ডাই পোস্ট করেন। আমি সব সময়ই চেষ্টা করি আপনার ডাই প্রোজেক্ট ‍গুলো দেখতে। কিন্তু আজকের করা ডাই পোস্ট গুলোর কয়েকটি আমার হয়তো দেখা হয়নি। তবে ভাগ্য ভালো যে আজ আপনি ডাই পোস্টের একটি সংগ্রহশালা আমাদের মাঝে শেয়ার করেছেন। তা না হলে তো এত সুন্দর সুন্দর ডাই পোস্ট গুলো মিস হয়ে যেত। শুভ কামনা রইল আপনার প্রতি।

 last year 

মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আপু আপনার সবগুলো টাইপ পোস্ট এত চমৎকার যে কোনটা রেখে কোনটা প্রশংসা করব আমি ঠিক বুঝতে পারছি না প্রজাপতি পাতা বিশেষ করে কাঠগোলাপ ফুল আমাকে মুগ্ধ করেছে। তাছাড়া ফুলের ঝুড়ি ও কেক খুব চমৎকার করে তৈরি করেছেন। সবগুলো পোস্ট একসাথে দেখে আরো ভালো লাগছে।

 last year 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ উৎসাহ মূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 

ওয়াও অপমান পোস্টগুলো আবার পুনরায় চোখের সামনে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে আমার।আমার করা বিগত ৭টি diy পোস্টের রিভিউ। আপনার পোস্ট এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছিল চকলেটের পোস্ট টি।

 last year 

চমৎকার একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আপু আপনার প্রত্যেকটি কাজ খুবই সুন্দর এবং নিখুঁত হয়। আপনি সবসময় দক্ষতার সাথে প্রতিটি কাজ করার চেষ্টা করেন। চকলেট গুলো দেখেই তো খেতে ইচ্ছা করছে আপু।৭টি diy পোস্টের রিভিউ আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে অনেক ভালো লাগলো।

 last year 

গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আপু আপনার বিগত সাতটি ডাই পোস্টগুলো যদিও আগে দেখেছি। আজ আবার একসাথে সবগুলো পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো। আমার কাছে খুব ভালো লাগলো আপনার সবগুলো পোস্ট। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

বিগত দিনে আপনার শেয়ার করা মোট সাতটি ড্রাই পোস্ট আজকে একত্রে দেখতে পেলাম। পোস্টগুলো একত্রে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। প্রত্যেকটা ড্রাই পোস্ট ছিল অসাধারণ। কোনটাকে থেকে যে কোনটাকে বেশি ভালো বলব সেটাই বুঝতে পারতেছি না। সবকিছু মিলে অসাধারণ ছিল আপনার ড্রাই পোস্টগুলো।

 last year 

চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার বিগত সপ্তাহের সাতটি ডাই পোস্ট রিভিউ। আসলে প্রত্যেকটি রায় পোস্ট দেখতে আমার কাছে অসাধারণ লেগেছিল। কিন্তু প্রত্যেকটি পোষ্টের মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ক্যান্ডির অরিগামি। ধন্যবাদ আপু পোস্টগুলো আবারও আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার করা বিগত সাতটি ডাই পোষ্টের রিভিউ দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ডাই পোষ্ট গুলোর রিভিউ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আপনার করা এই ডাই পোস্টগুলোর ভেতরে অনেকগুলো ডাই আমি দেখেছি। আর যেগুলো দেখিনি সেগুলো দেখে নিতে পারলাম রিভিউ টা দেখে। এরকম রিভিউ পোস্টগুলো আমার খুবই পছন্দের। কারণ রিভিউর মাধ্যমে অনেকগুলো পোস্ট একসাথে দেখা যায়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65546.28
ETH 2666.01
USDT 1.00
SBD 2.90