আমার তোলা সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ11 months ago

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। তখন এই আর্টিফিশিয়াল ফুলের দোকানে গিয়েছিলাম কিছু ফুল কেনার জন্য। তারপর গিয়ে দেখলাম সত্যিই খুব সুন্দর সুন্দর ফুল। দেখে বোঝার উপায় নেই এগুলো প্লাস্টিকের আর্টিফিশিয়াল ফুল। মনে হচ্ছে যেন সত্যিকারের ফুল। দোকানে অনেক রকমের সুন্দর সুন্দর ফুল গাছ এবং বিভিন্ন রকমের ফুল ছিল আরো ছিল খুব সুন্দর সুন্দর টপ ফুলের দেখে আমার খুবই ভালো লাগলো। তাই কিছু ফটোগ্রাফিও করে ফেললাম। এরপর আমি আমার পছন্দ অনুযায়ী কয়েকটি ফুল কিনে নিয়ে আসলাম। আশা করি আমার আজকের আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালোই লাগবে।

তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখা যাক

1701540823522.jpg

  • প্রথমে দোকানে ঢুকতে দোকানের একপাশে খুব বড় বড় বিভিন্ন রকম ফুল গাছ যেমন গোলাপ, সূর্যমুখী দেখে বোঝার উপায় নেই যেগুলো আর্টিফিশিয়াল ফুল মনে হচ্ছে আমি যেন এক ফুলের রাজ্যে চলে এসেছি। দেখে আমার ভালো লাগলো তাই কিছু ফটোগ্রাফি করে নিলাম।

20231002_112218.jpg

20231002_112222.jpg

20231002_112252.jpg

  • তারপর দেখলাম অনেক রকম আর্টিফিশিয়াল সবজি গাছ ও আছে বিভিন্ন রকমের সবজি ধরে আছে গাছের মধ্যে দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। তাই আমি এগুলো কিছু ছবি তুলে নিলাম। এরপর দেখলাম অনেক রকমের লতা লতা ফুল এই ফুলগুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। এরপর আমি পুরো দোকানটির একটি ফটোগ্রাফি করে ফেললাম। সত্যি বলতে এত সুন্দর সুন্দর ফুল গুলো দেখে কোনটা ফেলে কোনটা কিনব বুঝতে পারছিলাম না।

20231002_112309.jpg

20231002_112240.jpg

20231002_112246.jpg

  • তারপর দেখলাম বিভিন্ন কালারের গোলাপ ফুল। গোলাপ ফুল গুলো দেখে কেউ বুঝতে পারবে না যেগুলো আর্টিফিশিয়াল ফুল। দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের কিছু গোলাপ ফুল ফুটে আছে গাছে। তারপর আমি গোলাপ ফুল গুলোও কিছুফটোগ্রাফি করে ফেললাম।

20231002_112321.jpg

20231002_112629.jpg

20231002_112631.jpg

20231002_112635.jpg

  • তারপর দেখলাম বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুলের তোড়া একসাথে রাখা। তারপর আমি সেখান থেকে কিছু ফুলেল তোড়া পছন্দ করে নিলাম। একসাথে এত সুন্দর ফুল দেখে লোভ সামলাতে পারলাম না। তাই এগুলোর কিছু ফটোগ্রাফি করে নিলাম।

20231002_112601.jpg

20231002_112559.jpg

20231002_112605.jpg

  • এরপর দেখলাম সুন্দর সুন্দর রজনীগন্ধা এবং গোলাপ ফুল খুব সুন্দর সুন্দর কিছু টপের মধ্যে সাজিয়ে রাখা। তারপর আমি সেগুলোর কিছু ফটোগ্রাফি করে নিলাম। ফুলগুলো সাজিয়ে রাখার জন্য ফুলের টপ গুলো দেখতে খুবই আকর্ষণীয় এবং সুন্দর লেগেছে আমার কাছে।

20231002_112549.jpg

20231002_112552.jpg

  • এরপর দেখলাম খুব সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল দেখতে মনে হচ্ছে সত্যি কারের সূর্যমুখী ফুলের মত। তাই ফুল গুলোর কিছু ফটোগ্রাফি করে নিলাম।

20231002_112623.jpg

20231002_112325.jpg

এই ছিল আমার আজকের পোস্ট আশা করি আমার তোলা আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের মন্তব্যের আশায় রইলাম। যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।

ফটোগ্রাফার : @sshifa

গুগল ম্যাপ লোকেশন : 2C29+C8R Bazar, Gazipur 1700

ডিভাইস নেম:- গ্যালাক্সি A10s

শুভেচ্ছান্তে : @sshifa

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

IMG_20220215_193615.png


আমার নাম মোতাহারা বেগম শিফা। আমি একজন বাংলাদেশী নাগরিক। বাংলা আমার অহংকার এবং বাংলা ভাষা আমার মাতৃভাষা বলে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে অনেক অনেক ভালোবাসি। আমি বাংলাদেশের গাজীপুর জেলায় বাস করি। আমি বিবাহিতা আমার দুজন সন্তান আছে, বাংলাকে ভালবাসি বলে "আমার বাংলা ব্লগে" কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি ছবি আঁকতে, গান গাইতে, রান্না করতে এবং বিভিন্ন রকম ডাই তৈরি করতে খুবই পছন্দ করি। আমার আবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে এবং প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি করতেও খুবই ভালো লাগে। আমি ভবিষ্যতে এই প্লাটফর্মে ভালো কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।

Sort:  
 11 months ago 

ফুলের এমনিতেই অনেক বেশি পরিমাণে সুন্দর হয়ে থাকে৷ আর তা যদি আর্টিফিসিয়াল ফুল হয় তাহলে তো আর কোন কথাই নেই৷ এখনকার সময়ে আর্টিফিসিয়াল ফুল বাস্তবের ফুলগুলো থেকে অনেক বেশি পরিমাণে সুন্দর হয়ে থাকে৷ আপনার সবগুলো ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ এই ফটোগ্রাফিগুলোর মধ্যে আপনি যে বিভিন্ন রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷

 11 months ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবে আরো সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকবেন।

 11 months ago 

আপনার তোলা আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি দেখে, আমি তো একেবারে বাস্তবিক ফুলের ফটোগ্রাফি মনে করেছিলাম। আপনি বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন, যেগুলো অনেক সুন্দর হয়েছে। এরকম আর্টিফিশিয়াল ফুলগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। এই ধরনের দোকানগুলোতে গেলে তো আমার সবকিছুই কিনে নিয়ে আসতে ইচ্ছে করে। আর্টিফিশিয়াল ফুল গুলোর ফটোগ্রাফি অনেক সুন্দর করে করেছেন আপনি।

 11 months ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 11 months ago 

আপু আপনি আজ কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। চমৎকার হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। সত্যি ই আপু ফুলগুলো এতো সুন্দর যে দেখে বোঝার উপায় নেই যে এই ফুল গুলো আর্টিফিশিয়াল ফুল।বেশ ভালো লাগলো ফুলগুলো দেখে।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর বর্ননার মাধ্যমে কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 11 months ago 

আমার কাছেও কিন্তু এগুলো সত্যিকারের ফুল মনে হয়েছে। আমি আপনার পছন্দ অনুযায়ী কয়েকটা ফুল কিনে এনেছিলেন এবং অনেকগুলো আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করে সেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে। গোলাপ ফুল, সূর্যমুখী ফুল, টবের মধ্যে রাখা ফুল, সব গুলোই বাস্তবিক মনে হচ্ছে। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 11 months ago 

উৎসাহ মূলক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 11 months ago 

ফুলগুলো সত্যিই অনেক সুন্দর। আর্টিফিসিয়াল এটা হঠাৎ করে বোঝা যাবে না,দেখে আসলই মনে হবে।সবজী গুলোর ক্ষেত্রেও একই কথা প্রজোয্য।ধন্যবাদ আপু সুন্দর আর্টিফিসিয়াল ফুল ও সবজীর ছবি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 11 months ago 

এ জাতীয় ফুলগুলো আমার খুবই ভালো লাগে আপু। আমিও মাঝেমধ্যে চেষ্টা করে থাকি যখনই যেখানে দেখি এই জাতীয় ফুল তখনই ফটোগ্রাফি করতে। খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে আজকে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করে দেখানোর চেষ্টা করেছেন। অনেক অনেক খুশি হলাম ফুল গুলো দেখতে পেরে।

 11 months ago 

চমৎকার মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

দারুন কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সত্যি এগুলা দেখে মনে হচ্ছে না এগুলো আর্টিফিশিয়াল। বিভিন্ন রকমের ফুল রয়েছে দেখছি। সবগুলো ফুলই অনেক সুন্দর লাগছে দেখতে। গাছে ধরে থাকা সবজি গুলো বেশ ইউনিক লেগেছে। এর আগে কখনো এই ধরনের জিনিস দেখিনি। সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। লতা লতা ফুলগুলোও বেশ চমৎকার লাগছে দেখতে।

 11 months ago 

গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 11 months ago 

আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে কিউট লাগে অনেক।যেহেতু এগুলো বাহারি রঙের হয়।আমি অনেকদিন আগে এই আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ।

 11 months ago 

আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে এমনিতে ভালো লাগে। তবে এই ফুলগুলো জীবন না থাকলেও ঘর সাজানোর জন্য বেশ চমৎকার হয়। কেনাকাটা করতে গিয়ে ফুলের দোকানে গিয়ে অনেক সুন্দর করে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। এই ফুল গুলো দিয়ে ঘর বা অফিস সাজালে দেখতে বেশ ভালোই লাগে। আমার কাছে আর্টিফিশিয়াল ফুল অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

মূল্যবান মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75924.44
ETH 2901.21
USDT 1.00
SBD 2.67