DIY - এসো নিজে করি : রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি লন্ঠন তৈরি || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, 💕

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম। আজকে আমি রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি লন্ঠন তৈরি করেছি। আশা করি আজকের কাগজের তৈরি লন্ঠনটি আপনাদের কাছে ভালো লাগবে। এই লন্ঠনটি কিভাবে তৈরি করেছি তার সবগুলো ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন শুরু করা যাক।


20211120_224743.jpg

20211121_082828.jpg

প্রয়োজনীয় উপকরন :

  • রঙ্গিন কাগজ
  • স্কেল
  • পেন্সিল
  • পেন্সিল কম্পাস
  • এন্টি কাটার
  • আঠা
  • কাঁচি

20211120_225604.jpg

প্রস্তুতিকরণ :

ধাপ - ১

  • প্রথমে আমি একটি লাল কাগজ এবং একটি হলুদ কালারের কাগজ একসাথে সামান করে নিয়েছি। তারপরে স্কেল দিয়ে কাগজের কোনা থেকে ধরে একটি এন্টিকাটার দিয়ে দুটি কাগজে একসাথে কেটে নিলাম। তারপর লাল কাগজের বড় অংশের সাথে হলুদ কাগজের ছোট অংশ আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

IMG_1637424664111.jpg

ধাপ - ২

  • এরপর আমি স্কেল দিয়ে প্রথমে কাগজের দুইপাশে দুইটা দাগ দিয়ে দিলাম। তারপর দুই দাগের মাঝখানে সমানভাবে সবগুলো দাগ দিয়ে দিলাম। তারপর দাগ অনুযায়ী এন্টিকাটার দিয়ে সবগুলো দাগ কেটে নিলাম।

IMG_1637424772306.jpg

ধাপ - ৩

  • তারপর কাগজটি গোল করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এরপর একটি হলুদ কাগজ নিয়ে হলুদ কাগজের একপাশে আঠা লাগিয়ে গোল করে লাগিয়ে দিলাম। নীচের ছবির মধ্যে দেওয়া আছে আমি এগুলো কিভাবে করেছি।

IMG_1637424860932.jpg

ধাপ - ৪

  • তারপর লাল হলুদের গোল কাগজটি ভিতরে হলুদ গোল কাগজটি ঢুকিয়ে দিলাম। তারপর নিচের অংশে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

IMG_1637425019498.jpg

ধাপ - ৫

  • এরপর উপরের অংশ থেকে একটু নিচের দিকে নামিয়ে হলুদ কাগজের সাথে লাল হলুদ কাগজটি আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবং লন্ঠনের কিছুটা অংশ তৈরী করে নিলাম।

IMG_1637425093868.jpg

ধাপ - ৬

  • এরপর একটি হলুদ কাগজ নিয়ে পেন্সিল কম্পাস দিয়ে একটি বড় গোল দাগ দিয়ে দিলাম। তারপর দাগ অনুযায়ী কেটে নিলাম। এরপর গোল কাগজটির মাঝখান বরাবর নিচের দিকে একটা দাগ দিয়ে পাশে আরেকটা দিয়ে দিলাম। তারপর দাগ অনুযায়ী কাগজটি কেটে নিলাম।

IMG_1637425148916.jpg

ধাপ - ৭

  • তারপর গোল কাগজের এক পাশের কাটা অংশের সাথে আরেক পাশের কাটা অংশ আঠা দিয়ে লাগিয়ে লণ্ঠনের উপরের অংশ তৈরী করে নিলাম।

IMG_1637425230226.jpg

ধাপ - ৮

  • তারপরে একি রকম আরেকটি গোল কাগজ কেটে কাগজটির মাঝখান বরাবর নিচের দিকে একই রকম দাগ দিয়ে উপরে ছোট করে আরেকটি গোল দাগ দিয়ে দিলাম। তারপর দাগ অনুযায়ী কাগজটিকে কেটে নিলাম।

IMG_1637425289903.jpg

ধাপ - ৯

  • এরপর আঠা দিয়ে কাগজটি লাগিয়ে দিলাম এবং লন্ঠনের নিচের অংশ তৈরী করে নিলাম। তারপর আঠা দিয়ে লন্ঠনটির সাথে নিচের অংশটি লাগিয়ে দিলাম।

IMG_1637425374819.jpg

ধাপ - ১০

  • তারপর একটি লাল কাগজ নিয়ে চিকন করে কেটে নিলাম। তারপর কাগজটির মধ্যে আঠা দিয়ে লন্ঠনের উপরের অংশে সুন্দর করে গোল করে লাগিয়ে নিলাম।

IMG_1637425489341.jpg

ধাপ -১১

  • তারপর লন্ঠনের উপরের দিকে হলুদ কাগজটির মধ্যে আঠা লাগিয়ে লন্ঠনের উপরের অংশ লাগিয়ে নিলাম।

IMG_1637425567328.jpg

ধাপ - ১২

  • তারপর আবার একটি লাল কাগজ নিয়ে একই রকম চিকন করে কেটে নিলাম তারপর কাগজটিকে মাঝখান বরাবর একটি ভাজ দিয়ে এবং নিচের দিকে দুই পাশে দুটো ভাজ দিয়ে দিলাম।

IMG_1637425702412.jpg

ধাপ - ১৩

  • এরপর কাগজটি নিচের ভাঁজের মধ্যে আঠা লাগিয়ে লন্ঠনের উপরের অংশে লাগিয়ে ধরার জন্য একটি তোরা লাগিয়ে দিলাম।

IMG_1637425804679.jpg

শেষ ধাপ

  • এভাবেই আমি রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি লন্ঠন তৈরি সম্পূর্ণ করলাম। তারপর আমি পরীক্ষামূলক ভাবে লন্ঠন টির ভিতরে মোবাইলের লাইট জ্বালিয়ে দেখলাম কেমন হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।

20211120_220455.jpg

20211120_224743.jpg

20211121_000905.jpg

লন্ঠন হাতে নিয়ে আমার ছবি

20211121_000631.jpg

আশা করি আমার কাগজের তৈরি লন্ঠনটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💕 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💕

Sort:  
 3 years ago 

আপনার লন্ঠনটি অনেক সুন্দর হয়েছে আর কালার কম্বিনেশন দিয়ে পুরা একটি লন্ঠনের প্রতিচ্ছবি চলে এসেছে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে লন্ঠন তৈরি অনেক সুন্দর হয়েছে।এর আগে কারো লন্ঠন তৈরি করা দেখিনি তবে অবশ্যই আপনার তৈরি লন্ঠন টির প্রশংসা করতেই হবে। অনেক অনেক শুভকামনা রইল আপু 💚

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্যটি করে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

আপনার হাতের কাজ খুবই নিখুঁত। জাস্ট অসাধারণ হয়েছে আপনার কাগজ দিয়ে তৈরি লন্ঠন। মনে হচ্ছে যেন এটা বাজার থেকে কিনে আনা। আমি তো প্রথমে বুঝতেই পারেনি যে এটা আপনি নিজের হাতে বানিয়েছেন। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এবং আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আপনি অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনার পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর ঐই রকম ইউনিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আপনার মন্তব্যটি করার জন্য। আপনার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার লন্ঠনটি। আমার খুব ভালো লেগেছে রঙিন কাগজের লন্ঠনটি। আপনি প্রতিদিন ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এটি দেখতে খুব খুব খুব আকর্ষণীয় হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য আপু

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদভাইয়া সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

ওয়াও আপু হোয়াট এ ক্রেটিভিটি। এতো ইউনিক একটা কাজ শেয়ার করেছেন আপনার চিন্তা ভাবনা খুব ইউনিক দেখছি।অসাধারন হয়েছে ল্যাম্প টি।এভাবেই নিয়মিত এমন ইউনিক কাজ শেয়ার করুন শুভ কামনা আপু।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আপু আপনার সৃজনশীলতার প্রশংসা না করলেই না। আপনি খুব সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি আপনার রঙিন কাগজ দিয়ে লন্ঠন তৈরি অসাধারণ হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে। ধাপে ধাপে সুন্দর করে উপস্থাপন করেছেন।যা বুঝতে অনেক সুবিধা হয়েছে।শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি ​খুব সুন্দর করে গুছিয়ে আপনার মূল্যবান আপনার মূল্যবান মন্তব্যটি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু এত সুন্দর আইডিয়া গুলো কোথায় পান বলুন তো। অসাধারণ হয়েছে আপনার লন্ঠন তৈরি। প্রত্যেকটি ধাপ খুব সহজভাবে এবং সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। ভিতরে লাইট জ্বালানোর পর এটি আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। সত্যিই আপু আপনার প্রত্যেকটি কাজে আমাকে মুগ্ধ করে। আপনি অনেক দক্ষতার সাথে কাজগুলো করেন বোঝাই যায়। এভাবেই এগিয়ে যান অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago (edited)

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্য টি করার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য রইল শুভকামনা

 3 years ago 

আপনি রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি লন্ঠন তৈরি তৈরি করেছেন দারুন হয়েছে আপু। আপনার প্রশংসা করতে হয়। আপনি বরাবরই আমাদের মাঝে ইউনিক জিনিস উপহার দেন ঠিক আজকেও টাও আমার ভিশন পছন্দ হয়েছে। আমিও শিখে নিলাম আমি তৈরী করবো। প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

ওয়াও অনেক সুন্দর একটি লন্ঠন তৈরি করলেন। দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি সব সময় খুব সুন্দর সুন্দর কাজ করেন। আজকের কাজ ও একেবারে অন্যরকম হয়েছে। কিভাবে তৈরি করেছেন তা আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। চাইলে আপনার তৈরি থেকে খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে। অনেক শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 93668.08
ETH 3254.02
USDT 1.00
SBD 6.28