আমার লেখা কবিতা, "ফিরে আসার গল্প"।
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো? আমিও বেশ ভাল আছি।
দীর্ঘ দুই মাসের বিরতি শেষে আবার ফিরলাম আমার প্রাণের জায়গা "আমার বাংলা ব্লগে"। বারবার নিজেকেই প্রশ্ন করেছি এত ভালো লাগার জায়গা ছেড়ে, কিভাবে অন্য জায়গায় ডুব দিলাম? সে গল্প অন্য আরেকদিন করব। তবে যত ব্যস্ততাই থাকুক মন পড়ে ছিলো আপনাদের কাছে। তাইতো নতুন উদ্যমে ফিরলাম আমার বাংলা ব্লগে। জানিনা দীর্ঘ বিরতিতে কতটা বিচ্যুত হয়েছি কক্ষপথ থেকে, তবে আমার বিশ্বাস আপনারা সবাই আবার আমাকে গ্রহন করবেন আগের ভালোবাসায়।
ফিরে আসার গল্প
সোনিয়া স্নিগ্ধাশহরের ফুলেরা অপেক্ষায় ছিলো
আমি ফিরলে আরো রঙিন হবে তারা।
অপেক্ষায় ছিলো শান্ত সমুদ্র
আবার উত্তাল হবে বলে!
সোনাঝুড়ি বন অপেক্ষায় ছিলো
রোদ্রের লুকোচুরিতে দেবে ডুব!
আর বাসন্তী কোকিল আবার গাইবে
ভালোবাসার কুহুতানে।
ছবি লিঙ্কঃ
https://www.freeimages.com/photo/signs-of-spring-1309174
সোনিয়া স্নিগ্ধা
আমি ফিরলে আরো রঙিন হবে তারা।
অপেক্ষায় ছিলো শান্ত সমুদ্র
আবার উত্তাল হবে বলে!
সোনাঝুড়ি বন অপেক্ষায় ছিলো
রোদ্রের লুকোচুরিতে দেবে ডুব!
আর বাসন্তী কোকিল আবার গাইবে
ভালোবাসার কুহুতানে।
জানি আলোকবর্ষ থেকে
কিছুটা সময় গেছে ক্ষয়ে,
কয়েকটি তারা দুঃখ জমা রেখে
টুপ করে খসে পড়েছে অভিমানে।
তবে বৈতরণী পেরুনো এই আমি
আবারো নতজানু তোমাদের ভালোবাসায়,
জনারণ্যে মিশে যাওয়া সেই আমি
আবার একাকী দাড়িয়েছি শব্দের দুয়ারে!
স্বপ্নরা সিড়ি বেয়ে নেমে এসেছিলো স্বর্গ থেকে
সেই সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ভীষণ ক্লান্ত আমি
এবার আশ্রয় চাই শব্দের পর শব্দের বন্ধন।
ছবি লিঙ্কঃ
https://www.freeimages.com/photo/yellow-frontal-with-ivy-1228121
আমি সোনিয়া বাংলাদেশি,বাংলায় লিখি গান-কবিতা। ভালোবাসি পাহাড় সমুদ্র আর গহীন অরণ্যে ঘুরতে। অবসর কাটে পোষা পাখিদের সাথে খুনসুটি করে। জীবনের বোধ আনন্দে বাঁচো, মানুষের জন্য বাঁচো।
অনেক ভালো লাগলো আপু আপনার কবিতাটা। অনেকদিন আপনি এখানে ছিলেন না বললেন, তবে আবার শুরু করুন। অনেক শুভকামনা আপনার জন্য আপু।
ধন্যবাদ আপনাকেও।
বাসন্তী কোকিল আবার গাইবে
ভালোবাসার কুহুতানে আসলেই কবিতার লাইনগুলো আপনি অনেক সুন্দর ভাবে মিলিয়ে মিলিয়ে লিখেছেন। আপনার ফিরে আসার গল্প কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো ।আশা করি আপনি আরো সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিবেন।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
খুবই সুন্দর এবং অর্থবোধক একটি কবিতা রচনা করেছেন খুবই ভালো লাগলো পড়ে।। বিশেষ করে আপনার শব্দ চয়নগুলো অসাধারণ ছিল।।
উপরের লাইনগুলো একদম মন ছুয়ে গেল।।
ধন্যবাদ আপনাকেও দারুণ মন্তব্য করার জন্য।
বাহ চমৎকার একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে বেশ ভালো লাগলো। আপনি অনেক সুন্দর কবিতা রচনা করতে পারেন। এত সুন্দর কবিতা লেখার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ফিরে আসার গল্প কবিতাটি আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। এত সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকেও।
কমিউনিটিতে সকলেই অনেক সুন্দর কবিতা লেখে সবার এরকম সুন্দর কবিতা পড়তে খুবই ভালো লাগে। সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে চমৎকারভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।