The Diary Game.Season 3.(11December 2020)A Enjoyable Day.

in Steem Bangladesh4 years ago

Hello Steemians❤️
কেমন আছেন আপনারা সবাই❓
আশাকরি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছি।আমি সনেট সরকার (@sonetsarkar),
বাংলাদেশ থেকে। 🇧🇩🇧🇩
@razuahmed & @sajjadsohan এর ইনভাইটেশনে আমি Steemit এ যোগ দিয়েছিলাম বেশ কিছুদিন আগেই।
তবে কক্সবাজার ট্যুর সহ নানা রকম ব্যস্ততার কারনে আমি কিছুদিন কোনোরকম পোষ্ট করতে পারি নাই।
এখন থেকে নিয়মিত পোষ্ট করার চেষ্টা চালিয়ে যাবো।
আশাকরি সবাই সাপোর্ট করবেন।

এখন আমি আমার আজকের দিনের ঘটনাবলী বর্ণনা করতে যাচ্ছি।

সকাল

IMG_20201231_172434.jpg

(বন্ধুর সাথে)W4G5+XV Brahmanbaria

জানুয়ারি মাস শুরু হবার পর থেকেই আর সকালে ঘুমানো হয় না।৮ টার আগেই বিছানা ছেড়ে উঠতে হয়।
কারন সকাল বেলা একটা ছেলেকে পড়াতে যাই।
ছাত্র ক্লাস সেভেনে পড়ে।আজকেও সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু পর চলে যাই পড়াতে।
পড়ানোর সময় সাড়ে আটটা থেকে।
পড়ানো শেষ করে ছাত্রের বাড়ি থেকে বের হতে হতে প্রায় সাড়ে নয়টা বেজে যায়।
এরপর বাড়িতে গিয়ে হালকা নাস্তা করি।
একটু পর বাড়ি থেকে বের হয়ে চলে আসি স্বপন কাকার দোকানে।বাড়িতে চা খেলেও স্বপন কাকার হাতের চা না খেলে আমার দিনটা ভালো কাটে না।
চা খেলাম।কিছুক্ষন কথা হলো।কাকার বাবা অসুস্থ।
একজন ডাক্তারের ঠিকানা দিয়ে বললাম ওই ডাক্তার পরামর্শ নিতে।একটু পর চলে আসলাম বাড়িতে।

দুপুর

Screenshot_2021-01-10-22-47-42-290_com.facebook.katana.jpg

(এসাইনমেন্ট)

দুপুরটা আজ তেমন ভালো কাটলো না।এক বন্ধু ফোন দিয়ে বললো ভার্সিটি থেকে নাকি কি একটা নোটিশ দিছে।আমি অনলাইনে ঢুকে দেখি এসাইনমেন্টের নোটিশ।
এতদিন ঘুরেফিরে ভালোই কাটছিলো দিন।যদিও পড়াশোনাকে মিস করছিলাম তবুও এসাইনমেন্টের কথা শুনে মনটা খারাপ হয়ে গেছিলো।পড়াশোনা শুরু করতে হবে।সৈনিক কে ফোন করলাম।সৈনিক আমার ডিপার্টমেন্টের বন্ধু।বাড়ি সিলেটের দিকে।
খুব ভালো ছেলে।
আমরা দুজনের জগন্নাথ হলে একসাথে থাকার কথা ছিলো।কিছুক্ষণ সৈনিকের সাথে এসাইনমেন্টের ব্যপারে কথা বললাম।এরপর ম্যানুফেকচারিং অব লেদার প্রোডাক্টস কোর্সের কয়েকটা শীট খুলে ঘাটাঘাটি করলাম।
হঠাৎ মা খাওয়ার জন্য ডাক দিলো।
আমি খেতে চলে গেলাম।

বিকাল

IMG_20210108_172753.jpg

(স্কোপ ইউনিটি ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচে)W4JM+9H Shohata

দুপুরে খাওয়ার পর একটু শুয়ে ছিলাম।হঠাৎ ঘুমিয়ে গেছিলাম।খেয়াল ছিলোনা।
ঘুমানোর ইচ্ছাও ছিলো না।ঘুম ভাঙলো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি ভাইয়ের ফোন পেয়ে।
রাব্বি ভাই আমাকে খুব পছন্দ করেন।ওনার এলাকায় স্কোপ ইউনিটি ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্টান আজ।
ভাই আমাকে আমন্ত্রণ জানালেন।
একটু পর আমি আসাদ ভাই আর রিয়াজ ভাই চলে গেলাম।
সেখানে কোনো আয়োজনের কমতি ছিলোনা।
একটা লীগ ক্রিকেটে যা যা দরকার সবই ছিলো।
বরং এর থেকেও বেশি কিছু ছিলো।
খেলা শেষ করে বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেলো।

রাত

IMG_20210107_212450.jpg

(বার্বিকিউর জন্য চুলা রেডি হচ্ছে)W4G5+XV Brahmanbaria

সন্ধ্যাবেলা স্বপন কাকার দোকানে একটা ছোট্ট আড্ডা হলো।
চা টা খাওয়া হলো।শেষে মুড়ি মাখানো হলো দোকানে।
সবাই খুব মজা করেই খেলাম।হঠাৎ করেই বার্বিকিউ করার প্লেন করলো সবাই।
যেই কথা সেই কাজ।বার্বিকিউর জন্য প্রয়োজনীয় সবকিছু জোগাড় হয়ে গেলো ঘন্টা খানিকের মধ্যেই।
আমি,শান্ত,রেজা ভাই, আসাদ ভাই,সামির,নাঈম কাকা, স্বপন কাকা,ছোট একটা ভাতিজা এই কয়জনই ছিলাম বার্কিকিউ পার্টির সদস্য।
পার্টি শেষ করে বাড়িতে এসে কিছুক্ষন মোবাইল টিপি।
ঘন্টাখানিক পর ঘুমিয়ে যাই।

      🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
            🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴

Thanks

Sort:  
 4 years ago 


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @tarpan

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63192.94
ETH 2476.52
USDT 1.00
SBD 2.69