My Village in 10 Pics||Date-13:02:2021||Some special photo of my village ♥♥Gopalpur at Kushtia Aria

in Steem Bangladesh3 years ago (edited)

IMG20210209193928-01.jpeg

  • এটা একটা ব্রাম্মমান ভ্যারাইটিজ দোকান। ইনি সাধারণত বাজারে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকেন। তার মধ্যে রয়েছে বেগুন, আলু, শুটকি মাছ সহ আরো অনেক কিছু। দেখতে অনেক সুন্দর এটি।এটি একটি ভ্যান এর উপরে অবস্থিত। এর চারপাশে বিভিন্ন রকমের বক্স রয়েছে এবং বক্সের মধ্যে তিনি দ্রব্যসমূহ ভালোভাবে রেখে দেন এবং সেখান থেকেই সেগুলো বিক্রি করেন।

w3w:https://w3w.co/spool.monetarily.estimates

IMG20210209170232-01.jpeg

  • এই ছবিতে আপনারা একটি ধান ক্ষেতের ছবি দেখতে পাচ্ছেন। এই ধান গাছ গুলো কিছুদিন আগে লাগানো হয়েছিল।এই ধানগুলো আমার বাড়ির পাশের এলাকায় অবস্থিত। এগুলোকে বলা হয় চৈত্রধান। এগুলো সাধারণত চৈত্র মাসের দিকে কাটা হয়ে থাকে। এই ধানগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল বিদায় আমি এই ছবিটি তুলেছি।

w3w:https://w3w.co/spool.monetarily.estimates

IMG20210209170417-01.jpeg

  • এই ছবিতে আপনারা একটি মাঠের মধ্যে ধান ক্ষেতের মাঝখানে চারটি সারি সারি তাল গাছের ছবি দেখতে পাচ্ছেন। তালগাছ গুলোকে দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। আমি যখন মাঠের মাঝে হাঁটাহাঁটি করছিলাম তখন এই দৃশ্যটি আমার নজরে আসে। আর তখনই আমি এসব এটি আমার মোবাইল ফোন দিয়ে তুলি।

w3w:https://w3w.co/spool.monetarily.estimates

IMG20210209171439-01.jpeg

  • এই ছবিতে আপনারা একজন রাখাল বালককে দেখতে পাচ্ছেন। যে কিনা গরু ছাগল গুলো কে একটি বিলের পাশে খাওয়াচ্ছিল। আমি যখন এই বিলটি ভ্রমণ করছিলাম তখন আমি এনাকে দেখতে পাই। আর তখনই এই ছবিটি আমি তুলি। ছবিটিতে অনেক অনেক সুন্দর হয়েছে।

w3w:https://w3w.co/spool.monetarily.estimates

IMG20210209173435-01.jpeg

  • এই ছবিতে পেতে আপনারা একজন মহিলাকে দেখতে পাচ্ছেন যিনি তার ছাগল গুলোকে মাঠে চড়াছিেন। তিনি যখন সেদিন দিন শেষে বাসায় নিয়ে আসছিল তখন আমি এই ছবিটি তুলেছি। তিনি মাঠ থেকে বেশকিছু খরিদ্দার রান্নার কাজে ব্যবহার করবেন সেগুলো নিয়েছিলেন এবং সেগুলো হাতে নিয়ে বাসার দিকে আসছিলেন। তখন আমি পেছন থেকে তার এই ছবিটি আমি তুলি। গ্রামের কাঁচা রাস্তায় সন্ধ্যার দিকে বাসায় আসছিল তখন আমি এই ছবিটি তুলেছি।

w3w:https://w3w.co/spool.monetarily.estimates

IMG20210209173949-01.jpeg

  • এই ছবি দেখতে আপনারা দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। একজন কিনা খেওয়া জাল দিয়ে বিলের মাঝে মাছ ধরছিল এবং তার ধরা কৃত মাছ গুলোকে অন্য একজনের হাতে ব্যাগ তিনি এই মাছগুলো তার ব্যাগে সংগ্রহ করে রাখছিল। ছবিটি বিকালের দিকে যখন আমি বাইরে ঘুরতে বেরিয়েছিলাম তখন তুলেছি। ছবিটি অসম্ভব সুন্দর হয়েছে।

w3w:https://w3w.co/spool.monetarily.estimates

IMG20210209174310-01.jpeg

  • এই ছবিটিতে বিকেল বেলার একটি অসাধারণ দৃশ্য। ছবিটিতে সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যাচ্ছিল তখন সূর্যের আলো বিলের পানির মধ্যে একটি কিরণ সৃষ্টি করেছিল। যা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল
    আমি যখন বিকেলে এই বিলের পারে ঘুরে বেড়াচ্ছিলাম তখন এটি আমার নজরে আসে। আর তখনই আমি এই ছবিটি তুলি। ছবিটি একটি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য যা সাধারণত সবার নজরে আসে না এবং সব সময় এই ছবিটি দেখা যায় না।

w3w:https://w3w.co/spool.monetarily.estimates

IMG20210211093153-01.jpeg

  • এই ছবিটিতে তিনটি ছাগলকে দেখা যাচ্ছে যার মধ্যে দুটি ছাগলছানা। তিনটি ছাগলের গায়ের রং একই রকমের। ছাগলের বাচ্চা যখন তার মায়ের কাছে বসে ঘুরে বেড়াচ্ছিল তখন আমি ছবিটি তুলেছে। সে মায়ের কাছে পরম আদর যত্নে থাকে। এটি সব প্রাণীর ক্ষেত্রে এই ভালবাসার দৃশ্যটি। এই ভালোবাসা সকল প্রাণীর ক্ষেত্রে একই। মা তো মাই হয় যার ভালোবাসা অন্য কোন কিছুর সাথে তুলনা করা হয় যায়না।

w3w:https://w3w.co/spool.monetarily.estimates

received_732938187296704-01.jpeg

  • আমার বাড়ির পাশে একটি খাল রয়েছে। সেখানে বেশ কিছু ছেলেরা মাছ ধরছিল। মাছ ধরে শেষে তারা যখন এগুলো পরিস্কার করছিল তখন আমি ছবিটি তুলেছি। ছবিটি অসম্ভব সুন্দর হয়েছে বিধায় এই ছবিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

w3w:https://w3w.co/spool.monetarily.estimates

received_365419957888896-01.jpeg

  • আমার বাড়ির পাশের খাল থেকে আমার চাচা ভাস্তে রা যখন মাছ ধরছিল। তারা পানি সেচে মাছ ধরা শেষে তারা যখন এই মাছগুলো কে ভাগ করছিল তখন এ ছবিটি তোলা হয়েছে। তারা বিভিন্ন ধরনের মাছ ধরে ছিল তার মধ্যে টাকি মাছ, পুঁটি মাছ এবং শোল মাছ এবং আরও বিভিন্ন ধরনের মাছ পেয়েছিল। মাছগুলোকে তারা একত্রে যখন ভাগ করেছিল তখন আমি এই ছবিটি তুলেছিলাম।

w3w:https://w3w.co/spool.monetarily.estimates

cc : @steemcurator01
@steemitblog

Sort:  
 3 years ago 


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58639.60
ETH 3167.30
USDT 1.00
SBD 2.43