#Club5050 || The Diary Game || 03/09/2022

in Steem Bangladesh2 years ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

Steem Bangladesh
( Diary Game)

এখন প্রত্যক শুক্রবার ও শনিবার স্কুল বন্ধ থাকে৷ তাই আজকেও আমার ছোট বোন এর স্কুল বন্ধ। সকালে ঘুম থেকে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে৷ আজ ৮.২০ এ ঘুম থেকে উঠেছি৷ ঘুম থেকে উঠে আমার বিছানা গোছালাম। বিছানা গোছানার পর ঘর ঝাড়ু দিলাম৷ এরপর আমার যে কাপড় গুলো নোংরা হয়েছে। সেগুলো বালতিতে নিয়ে যেয়ে রাখলাম৷ কাজের মহিলা সকাল ১১ টায় আসবেন৷ তিনি জামাকাপড় গুলো ধুয়ে দিবেন৷ আমি সকাল ৯.৩০ এ নাস্তা করলাম৷ এরপর একটু ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম৷ টিপ টিপ করে বৃষ্টি পরতেছিলো৷ অতটা জোড়ে বৃষ্টি হচ্ছিলো না যে শরীর ভেজার ভয় আছে৷ শরীর ভিজতেছিলো না৷ শরীরে বৃষ্টির ফোটা পরতেছিলো৷ তখন আরাম লাগতেছিলো৷

IMG_20220905_163442.jpg
Location

সকাল ১০ টায় ঘরে আসলাম৷ ঘরে এসে বই গুলো সব বের করলাম৷ বই পড়া আরম্ভ করলাম৷ প্রায় ৫০ মিনিট বই পড়লাম৷ এরপর মোবাইল নিয়ে বসলাম৷ আমার বান্ধবীদের সাথে ফেসবুকে কথপোকথন করলাম৷ তাদের সাথে কথা বলা শেষ করে গোসল করতে গেলাম৷ আমার বাবা দুপুর ৩ টার পর বাড়িতে আসেন৷ তাই তার জন্য আমরা অপেক্ষা করি না৷ আমরা দুপুর ১ টায় আমার মা আমি ও আমার ছেট বোন একসাথে দুপুরের খাবার খাইলাম। এরপর আমি কিছুক্ষণ ফেসবুক চালাইলাম। তারপর শুয়ে ঘুম দিলাম।

IMG_20220905_163509.jpg
Location

IMG_20220905_163541.jpg
Location

বিকালে ঘুম থেকে উঠে দেখি ৫ টা বাজে৷ আমার বাবা বাড়িতে এসে আবার তার কাজে চলে গিয়েছেন৷ আমি আমরা মায়ের সাথে ছাদে গেলাম। ছাদে গিয়ে গাছ গুলোতে পানি দেওয়ায় আমার মাকে সাহায্য করলাম৷ আমার রঙ্গন ফুল বেশি ভালো লাগে। আমাদের ছাদে তিনটি রঙ্গন ফুলের গাছ আছে। সব গুলোই লাল বর্ণের। ছাদে সন্ধ্যার আগ পর্যন্ত থেকে ঘরে চলে আসলাম৷ ঘরে এসে মাকে নাস্তা বানাতে সাহায্য করলাম৷

IMG_20220905_163620.jpg
Location

রাতে বই নিয়ে পড়তে বসলাম৷ আমার বাবার রাত ৮.৩০ মিনিটে বাড়ি আসলেন। আমি নিচে গিয়ে গেট খুলে দিয়ে আসলাম। রাত ৯ টার পর বাবা-মা অন্য রুমে বসে টিভি দেখলেন৷ আমি রাত ৯.৪৫ মিনিট পর্যন্ত বই পড়লাম৷ তারপর বাবা-মা আর আমি ও আমার বোন একসাথে রাতের খাবার খাইলাম৷

Special Thanks:

@sohanurrahman (admin)
@steemit-bd (modaretor)
@steembd.blog-acc (modaretor)
@forhadmiya (modaretor)
@shamimhossain (modaretor)

Thsnks all,
@sneha4.

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusNO CLUB
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Delegation
#Burnsteem25


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.027
BTC 60654.57
ETH 2343.25
USDT 1.00
SBD 2.48