দোকানের ফুলের ফটোগ্রাফি

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার তোলা কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


DSC_0020_edited.jpg


ক্যামেরা পরিচিতি : NIKON

ক্যামেরা মডেল : NIKON D5600

ক্যামেরা লেংথ : 78 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।


আসলে ফুলের ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে। যদিও এখন আমরা বিভিন্ন পার্কে যাই এবং সেখানে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাই। কখনো কি আমরা ফুলের মার্কেটে ঘুরতে গিয়েছি? আসলে ফুলের মার্কেট হলো এমন এক জায়গা যেখানে স্পেশালি কোন পারফিউমের দরকার হয় না। কারণ চারিদিকটা বিভিন্ন ফুলের গন্ধে ময়ময় করে। এছাড়াও আপনি এই ফুলের মার্কেট গুলোতে বিভিন্ন জাতের ফুল দেখতে পাবেন। আসলে এমন একটা জিনিস কেউ এই ফুল বিক্রি করে বেঁচে থাকার জন্য আবার কেউ তার প্রিয় মানুষকে উপহার দেবে বলে সেখান থেকে ফুল কেনে। আসলে এখানে বিভিন্ন রঙের আপনারা গোলাপ ফুল দেখতে পাচ্ছেন এবং পাশে পদ্মফুল রয়েছে।


DSC_0021_edited.jpg


ক্যামেরা পরিচিতি : NIKON

ক্যামেরা মডেল : NIKON D5600

ক্যামেরা লেংথ : 78 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।


আসলে এই ফুলের মার্কেট গুলো সব সময় অনেক বেশি ব্যস্ত থাকে। কারণ এখানে বহুদূর থেকে বহু পাইকারি লোকেরা তাদের ফুল বিক্রি করতে আসে এবং যারা লোকাল ফুল ব্যবসায়ী তারা সেখান থেকে ফুল কিনে সেই ফুলগুলো বিভিন্ন মার্কেটে নিয়ে বিক্রয় করে। আসলে এসব ফুলের ব্যবসায়ীরা খুব ভোররাতে তাদের মার্কেট খুলে দেয়। কারণ তারা যদি এই ভোর রাতে ফুল বিক্রি না করে তাহলে এই ফুল মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে।


DSC_0035_edited.jpg


ক্যামেরা পরিচিতি : NIKON

ক্যামেরা মডেল : NIKON D5600

ক্যামেরা লেংথ : 78 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।



এছাড়াও শুধুমাত্র ব্যবসায়ীরা এসে ফুল কিনে নিয়ে খুব দ্রুত সেগুলো তাদের দোকানে পৌঁছে দেয় যাতে করে খুব সকালে লোকজন এসে এইসব পূজার ফুল কিনতে পারবে। আসলে এই গাঁদা ফুল আমাদের এইসব এলাকাতে সবথেকে বেশি দেখা যায়। যদিও এটি হলুদ রংয়ের গাঁদা ফুল। আরেকটি গাঁদা ফুল রয়েছে যেটি দেখতে অনেকটা কমলার রঙের হয়ে থাকে। আসলে এই গাঁদা ফুলগুলো কিন্তু আমরা আমাদের বাড়ির আঙিনাতে লাগিয়ে থাকি। এছাড়াও শীতকালে এই ফুল সব থেকে বেশি ফোটে। কিন্তু সারা বছর চাষিরা এই গাধা ফুল ব্যবসার জন্য চাষ করে।



DSC_0022_edited.jpg


ক্যামেরা পরিচিতি : NIKON

ক্যামেরা মডেল : NIKON D5600

ক্যামেরা লেংথ : 78 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।


আসলে আপনারা ছবিতে যে ফুলটি দেখতে পাচ্ছেন সেটি হল জুঁই ফুলের কুড়ি। এই জুঁই ফুলগুলো দেখতে অনেকটা সুন্দর হয় এবং এই ফুলের ঘ্রাণ অসাধারণ। আসলে এই ফুলগুলো যখন কুড়ি অবস্থায় থাকে অর্থাৎ যখন ফুলগুলো ফোটার আগে ফুলগুলোর এই কুড়ি দিয়ে মালা তৈরি করা হয়। কারণ এই ফুল ফুটে গেলে মালা তৈরি করতে অনেক বেশি অসুবিধা হয়। কিন্তু এই ফুলের কুড়িতে পর্যাপ্ত পরিমাণে জল দিলে মালা গাঁথার পরে ফুলগুলো ফুটে যায় এবং সে ফুলগুলো দেখতে অসাধারণ লাগে। আসলে যদিও এই ফুলগুলো আমরা বিভিন্ন পূজাতে এবং বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করে থাকি। কারণ এই ফুলের গন্ধ এতটাই সুন্দর এবং এত দ্রুত চারিদিকটাকে সুন্দর গন্ধে মাতোয়ারা করে দিতে পারে।



DSC_0023_edited.jpg


ক্যামেরা পরিচিতি : NIKON

ক্যামেরা মডেল : NIKON D5600

ক্যামেরা লেংথ : 78 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।


আসলে শুধু ফুলের দোকানগুলোতে ফুলের মালা বিক্রি হয় না। এই ফুলের মালার সাথেও বিভিন্ন ধরনের ফুলের তোরা বিক্রি হয়। আসলে যেসব দোকানে ফুলের তোড়া বিক্রি হয় সেসব দোকানগুলোতে তারা কিন্তু গোটা ফুল কিনে নিয়ে যায় এবং ফুলগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের ফুলের তোড়া তৈরি করে। আসলে এই ফুলের তোড়াটি কিন্তু খুবই ছোট হলেও এর সাজানোর পদ্ধতিটি অসাধারণ ছিল। আর এই ফুলের তোরাগুলো তেমন একটা বেশি দাম নয়। আর এইসব ফুলের তোড়া গুলো লোকাল মার্কেটে পাইকারি বিক্রি করা হয়। আসলে এখানে আসল ফুলের সাথে একটি নকল ফুল তোরা ভিতরে রয়েছে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 4 months ago 

ফুলের দোকানে গেলে দারুণ সব ফুল দেখা যায়। আর এই ফুল গুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি ছবি তুলতেও ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ফুলের দোকানের ছবিগুলো তুলেছেন। দারুন সব ফুলের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো।

 4 months ago 

দোকানে গেলে বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। বিশেষ করে এই ফুলগুলো বিভিন্ন অনুষ্ঠানের সাজানোর জন্য মালা বানিয়ে সাজিয়ে রাখে। তার জন্য দেখতে আরো বেশি ভালো লাগে। জুঁই ফুলের কুড়ি গুলোকে আমাদের এখানে গাজরা বলে। বিয়ের অনুষ্ঠানে এই ফুলগুলো খুব দেখা যেত আগে। যাই হোক ফটোগ্রাফি গুলো ভালো লাগলো দেখে।

 4 months ago 

ওয়াও! অসাধারণ কিছু এলোমেলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফির এঙ্গেল অসাধারণ ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

ছবিগুলো সুন্দরভাবে ক্যাপচার করেছেন স্বচ্ছ ভাবে উপস্থাপন করায় ফুলের সৌন্দর্যটা পুরোপুরি ছবির মাধ্যমে উপভোগ করা যাচ্ছে। যাইহোক শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

ফুলের দোকানে গিয়ে দারুণ দারুণ ফটোগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলের ফটোগ্রাফি সব সময় আমি অনেক বেশি পছন্দ করি। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65775.16
ETH 2664.91
USDT 1.00
SBD 2.87