তিন ধরণের প্রজাপতির কিছু ফোটোগ্রাফি

in Beauty of Creativity15 days ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তিন ধরনের প্রজাপতির ফোটোগ্রাফি শেয়ার করবো। আশা করি সবাই উপভোগ করবেন। সব গুলি প্রজাপতি দেখতে অনেক সুন্দর। আমি প্রজাপতি গুলির বাংলা নাম জানি না। তবে প্রজাপতি গুলি অতি পরিচিতি প্রজাপতি। তার কারণ আমরা প্রতিদিনই এই প্রজাপতিগুলি দেখতে পাই। কিছু দিন আগে আমি আমার ফুলের বাগান পরিদর্শন করেছিলাম। তখন দুই ধরণের প্রজাপতি তারাফুলের উপর বসছিলো । সত্যিকার অর্থে প্রজাপতির কাছ থেকেই ম্যাক্রো শট নেওয়া কঠিন। কারণ প্রজাপতি শুধুই উড়তে থাকে। বিশেষ আমি যে প্রজাপতির ফোটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি প্রথম দুই রঙের যে প্রজাপতি সামান্য কয়েক সেকেন্ডের জন্য তারা ফুলের উপর বসেছিলো আবার উড়ে যাচ্ছিলো। আমি বেশ কয়েকটা ছবি কাছ থেকেই তুলেছিলাম। কালো রঙের প্রজাপতির একটা ছবি তুলতে পেরেছিলাম। তৃতীয় রঙের যে প্রজাপতিকে শুনেছি নাকি রাজা প্রজাপতি বলে। এই প্রজাপতি গুলি শান্ত স্বভাবের হয়ে থাকে। এক জায়গায় অনেকক্ষন বসে থাকে। এই কারণ আমি রাজা প্রজাপতির অনেকগুলি ম্যাক্রো শট নিতে পেরেছি। এখন আমি তিন রঙের প্রজাপতির ছবি গুলি শেয়ার করছি। সবাই উপভোগ করেন আমিও অনেক উপভোগ করেছিলাম।

IMG_20241207_111417.jpg

IMG_20241207_111429.jpg

IMG_20241207_111451.jpg

IMG_20241126_085448.jpg

IMG_20241126_085446.jpg

IMG_20241126_085327.jpg

IMG_20241126_085324.jpg

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স

Regards @simaroy

Sort:  
 14 days ago 

খুবই দুর্দান্ত ফটোগ্রাফি উপহার দিয়েছেন।। প্রজাপতিগুলো দেখতে যেমন সুন্দর ঠিক তার থেকে বেশি সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি। ফটোগ্রাফি গুলো একদম ক্লিয়ার। খুব ভালো হয়েছে ভাই ফটোগ্রাফি গুলো।

 14 days ago 

অনেক দারুন দারুন সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। এ ধরনের চমৎকার ফটোগ্রাফি গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। এত অসাধারণ চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ

 14 days ago 

এত সুন্দর ফটোগ্রাফি দেখলে সবার কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লেগেছে

 13 days ago 

I loved every bit of this photography. It has been very cool and interesting.

 12 days ago 

Thanks a lot friend

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 95076.63
ETH 3277.51
USDT 1.00
SBD 3.26