তিন বছর কাটানো এক স্বপ্নপুরীতে হাজির -10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি সিদ্ধার্থ রায়। বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটিতে MA পড়ছি। গত 1.5 বছর আগে পর্যন্ত আমি বারাসাত শহরের বাসিন্দা ছিলাম। বর্তমানে আমি বর্ধমান জেলার পালসিট গ্রামের বাসিন্দা। আমি বারাসাত শহর থাকাকালীন ইউনিভার্সিটি থেকে BA honours কমপ্লিট করেছি।

স্বপ্ন পূরণের সুযোগ হাতছাড়া

আমার স্বপ্ন ছিল প্রথম থেকেই যাদবপুর ইউনিভার্সিটি তে পড়বো। কিন্তু জীবনে এমন অনেক ইচ্ছা থাকলেও এমনকি সুযোগ পেয়েও ইচ্ছা পূরণ এ গুরুজনের দ্বারা সাময়িক বাধা আসলে মনে হয়। একটু পিছিয়ে যাওয়ায় ভালো। প্রথম থেকে ইচ্ছা ছিলো কোনো কলেজে পড়বো না। হোম ইউনিভার্সিটির honours পড়বো। যেই কথা সেই কাজ - কলকাতার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকেই honours কমপ্লিট করলাম।

মেরিট লিস্ট

কলকাতার মধ্যে বড় ইউনিভার্সিটি ও কলেজ গুলোই পড়তে গেলে সবাই এডমিশনের সময় একটু বেশি ফর্ম তোলে ।সেই মত আমি টপ জায়গা গুলোয় তুলেছিলাম।

●প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ,কলকাতা
●যাদবপুর ইউনিভার্সিটি , কলকাতা
●রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ,কলকাতা

●আশুতোষ কলেজ ,কলকাতা
●মাওলানা আজাদ কলেজ ,কলকাতা
●বারাসাত গভৎ কলেজ, বারাসাত

■আমাকে খুব আনন্দের সাথে বলতে হচ্ছে আমি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান দুই বিষয়ে First merit লিস্টে সবগুলি ইউনিভার্সিটি ও কলেজে সুযোগ পেয়ে যায়।

■কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে স্বপ্নের জায়গা সুযোগ পেয়েও ছেড়ে দিলাম। যাদবপুর ইউনিভার্সিটি মানে বিপ্লবের জায়গা। টিভি খুলেই যাদবপুর ইউনিভার্সিটির নাম শোনা যায়। মিডিয়া যেন ওৎ পেতে থাকে। বড্ড রাজনীতির জায়গা হওয়ায় আমার বাবা মায়ের তেমন ইচ্ছা ছিলো না ছেলে কে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ানোর।

■প্রথমেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ফার্স্ট মেরিট লিস্টে সুযোগ পেয়েও না যাওয়ার কারণ হলো অনেক ব্যয়বহুল জায়গা। আমার বারাসাত গভৎ ইস্কুলের স্যার নিষেধ করলো গেলাম না।

■তবে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি তে ফার্স্ট মেরিট লিস্টে নাম উঠলো দুই বিষয়ে। আমি ইতিহাস বিষয়ে ভর্তি হলাম। যেদিনরবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি তে ওরিয়েন্টাল ক্লাস ছিলো ওই দিন যাদবপুরে কাউন্সিলিং ছিলো।নানা দোটানায় আমি rbu তে গেলাম । এভাবেই যাদবপুরের স্বপ্ন চুরমার হয়ে গেলো।

10-15 দিন ঠিক মত খাওয়া দাওয়া বন্ধ

আসলে হয় কি স্বপ্নের জায়গায় ভর্তি না হলে সদা মন খারাপ থাকে। খাওয়া দাওয়া বন্ধ বললেও ভুল হবে না। তারপর মন স্থির করলাম যে বরাবরই একটু শান্ত স্বভাবের ছেলের জন্য শান্ত পরিবেশের মনোরম পরিবেশে ভরা বিশ্ব কবি রবীন্দ্র নাথের প্রতিষ্ঠান রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি কে আপন করে তিন বছর সেখানেই পড়ে honours কমপ্লিট করলাম। তবুও মনের মধ্যে আফসোস থেকেই গেলো।প্রতি মুহূর্তে যেনো আমার মন কাঁদে।

স্বপ্নের জায়গায় দেরিতে হলেও পাড়ি জমানো

যে স্বপ্ন হাতের নাগালে থাকা সত্বেও আমি যে স্বপ্ন পূরণ করি নি। আজ সেই স্বপ্ন যাদবপুর ইউনিভার্সিটি তে MA ভর্তি হয়ে পূরণ করলাম।

হোম ইউনিভার্সিটির ছাত্র

■আমি যেহুতু হোম ইউনিভার্সিটি RBU তে পড়তাম তাই প্রথমেই ওখানে ভর্তি হয়ে থাকলাম MA তে ।কারণ নিজেদের গুলো আগেই ভর্তি নেই।

■তারপর যাদবপুর ইউনিভার্সিটি MA ফার্স্ট মেরিট লিস্টে সুযোগ পেলাম। ভর্তি হয়ে গেলাম। এখন আমি স্বপ্নের রাজ্য বসবাস করি। তাই সবকিছুই মেনে নিয়েছি। জীবনের শেষ সাইনবোর্ড টা থাকবে যে আমি যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র। এটাই একটা মানসিক শক্তি দেবে আমায় আর কি?

■যেহুতু লকডাউনের কারণে আমি RBU তে ভর্তি হওয়ায় টাকা টা ফেরত আনতে পারে নি। যে রাজ্যকে আমি স্বপ্নপুরি বানিয়েছিলাম। আবার ঘুরে আসলাম বেশ কিছু দিন আগে refund এর জন্য। সকলের দোয়া ও আশীর্বাদ করবেন। আগামী পথ চলা যেন সুন্দর হয়।

RBU বিদেশি ছাত্র ছাত্রীর পড়ার দারুন জায়গা

Rbu তে প্রচুর বিদেশি ছাত্র ছাত্রী পড়াশুনা করে। কারণ এখানে Dance ,drama ,music , painting নানাবিধ কলা বিভাগের সমস্ত বিষয় পড়ানো হয়। দেশ বিদেশ থেকে ছাত্র ছাত্রী এসে পড়াশুনা করে। এমনকি অনেক বাংলাদেশি ছাত্র ছাত্রী ও পড়তে আসে।

RBU এর ক্যাম্পাসের কিছু ছবি

এখন Rbu ক্যাম্পাসের ছবি গুলি শেয়ার করা হলো ।

IMG_20210903_193134.jpg

IMG-20210904-WA0002.jpg

IMG-20210904-WA0022.jpg

IMG-20210904-WA0012.jpg

IMG-20210904-WA0016.jpg

IMG-20210904-WA0015.jpg

IMG-20210904-WA0018.jpg

IMG-20210904-WA0004.jpg

IMG-20210904-WA0006.jpg

IMG-20210904-WA0007.jpg

IMG-20210904-WA0003.jpg

IMG-20210904-WA0008.jpg

IMG-20210904-WA0009.jpg

IMG-20210904-WA0010.jpg

IMG-20210904-WA0013.jpg

IMG-20210904-WA0020.jpg

IMG-20210904-WA0019.jpg

IMG-20210904-WA0021.jpg

IMG_20210903_192937.jpg

@simaroy এর আসল পরিচয়

@simaroy এর স্টিমিট কমিউনিটিতে স্টিমিট নাম প্রথমে আমার মায়ের নাম অনুসারে আমি আমার ইউজার নাম দেয়। সেই জন্য আমার স্টিমিট একোউন্ট নাম @simaroy

IMG-20210723-WA0001.jpg

ছবির লোকেশন

ডিভাইসরেডমি নোট 10 প্র ম্যাক্স
লোকেশনখাড়গ্রাম
ফটোগ্রাফার@simaroy
ক্যাটাগরিফটোগ্রাফি

■আমার পরিচয়■

নাম -সিদ্ধার্থ রায়
পেশা -পড়াশুনা ( বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটিতে MA পাঠ্যরত ছাত্র)
গ্রাম -খাড়গ্রাম পালসিট
থানা -মেমারী
জেলা -বর্ধমান
রাজ্য- পশ্চিম বঙ্গ
দেশ -ইন্ডিয়া
নাগরিক - ভারতীয়

রেগার্ডস@simaroy
Sort:  

আমরা জানি আমাদের এই একটি জীবনে আমাদের সবগুলো স্বপ্ন পূরণ হবে না তারপরও আমরা চেষ্টা করে যাই লড়াই করে যাই স্বপ্ন পূরণের আশায়। আপনার জন্য অনেক শুভকামনা রইল এভাবেই এগিয়ে যান এবং স্বপ্ন পূরণ করুন।

 3 years ago 

ভাইয়া একদম ঠিক কথা বলেছেন। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনাকে ভাইয়া।

বড্ড রাজনীতির জায়গা হওয়ায় আমার বাবা মায়ের তেমন ইচ্ছা ছিলো না ছেলে কে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ানোর।

আমিও রাজনীতি যুক্ত শিক্ষা প্রতিষ্ঠান খুব একটা পছন্দ হয় না।

আপনি অনেক গুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন।ভার্সিটির পরিবেশটা খুব সুন্দর লাগছে আমার কাছে।

আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago (edited)

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তবুও শেষ পর্যন্ত স্বপ্নের জায়গায় ভর্তি হলাম যাদবপুর ইউনিভার্সিটিতে। রাজনীতি থাকলেও নিজে রাজনীতি না করলে কোনো প্রভাব পড়ে না যতদূর দেখছি। আপনার অনুভূতি প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা ভাইয়া।

তবে আর যাইহোক আপনি একজিন সফল মানুষ। নিজের জীবনের অনেক কিছুই ফুটিয়ে তুলেছেন। দোয়া রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা

 3 years ago 

জেনে খুবই ভালো লাগলো সব কটা কলেজ/ইউনিভার্সিটিতেই প্রথম মেরিট লিস্টেই তোমার নাম এসেছিল। ভালো করেছ, বারাসাতে পড়ে।

যাদবপুরের রাজনীতি বড্ড টক্সিক। বড়োলোক বাচ্চাদের শোষণ করার মানসিকতা শুধু। রাজনীতি খারাপ নয়, তবে রাজনীতির নামে যেটা হয় তা হলো নোংরামি।

 3 years ago (edited)

দাদা শান্ত পরিবেশ এ হনার্স পড়া ঠিক হয়েছে। কিন্তু আমি বারাসতে পড়ি নি দাদা। কলকাতার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে হনার্স কমপ্লিট করলাম। এখন MA টা যাদবপুর ইউনিভার্সিটি তে পড়ছি, ইচ্ছা টা পূরণ করলাম। যাদবপুরে যত টা দেখছি। নিজে যদি মনে করি মোটেও রাজনীতি করবো না। তবুও এড়িয়ে থাকা যায়। তোমার অনুভূতি প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

আরে মাঝের লাইনটা লিখেছি তবে আলাদা আলাদা কপি করতে দয়া ঝামেলা। 😅। ভালো করেছ RBU পড়ে, বারাসাত গভ বেশ ভালোই কলেজ, রাজনীতি হয় তবে কলকাতার কলেজ গুলোর থেকে বেটার। হাঃ হাঃ। এইটা বদলে গিয়ে।

তুমি MA যাদবপুরে পড়ছো ঠিকই তবে কলেজে যাওনি, গেলে বুঝতে পারতে। রাজনীতির নামে রীতিমতো নোংরামি হয়

 3 years ago (edited)

হা দাদা ।টা ঠিকই বলেছো। বারাসাত স্টেট ইউনিভার্সিটির মধ্যের টপ কলেজ বলা চলে। খুবই ভালো কলেজ অনেক অনেক ধন্যবাদ তোমাকে তোমার অভিমত ব্যক্ত করার জন্য।

 3 years ago 

শেষ পর্যন্ত একবারের জন্য হলেও আপনি আপনার প্রিয় বিশ্ববিদ্যালয় যাদবপুরে এমএ করেছেন এটাই অনেক বড় কথা। আসলে অনেক সময় বিভিন্ন পারিপার্শিক প্রেক্ষাপটে আমাদের স্বপ্নগুলো ভেঙে যায় কিন্তু মনের অদম্য ইচ্ছা থাকলে সেগুলো আবার করা যায়। আপনি এতগুলো বিশ্ববিদ্যালয় একসাথে ভর্তি হওয়ার জন্য চান্স পেয়েছেন এটি অনেক বড় বিষয় এবং আপনার মেধার প্রশংসা করছি।
সেশনজট এবং রাজনীতির কথা মাথায় রেখে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও ভর্তি হয়নি এজন্য আপনার সাথে মিলিয়ে যাচ্ছে

 3 years ago (edited)

দাদা অনেক উৎসাহ পেলাম ।এভাবেই উৎসাহ দেবেন। আগামী পথ চলা আমাদের সবার সুন্দর হয়। আপনার সাথে আমার অনেক টা মিল আছে, আপনার অনুভূতি শেয়ার করলেন। শুনে খুব ভালো লাগলো মন থেকে বলছি দাদা। আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা দাদা।

 3 years ago 

আপনার ধৈর্য শক্তি আছে পাশাপাশি আপনার অধ্যাবসায় গুন আছে এবং সব মিলিয়ে আপনি মেধাবী একজন ছাত্র। আমি আশা করছি আপনি ভবিষ্যতে অনেক ভালো করতে পারবেন এবং আপনার এলাকায় আপনি একজন সেরা সন্তান হিসেবে আবির্ভূত হতে পারবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

আপনার শিক্ষা জীবনের গল্পটা পড়ে আমার বেশ ভালো লাগল। এটা জেনে সবচেয়ে বেশি ভালো লাগল যে, আপনে যে কইটা ইউনিভার্সিটিতে আবেদন করছিলেন তার সবগুলোতেই আপনার নাম ছিল। আপনে একজন খুব মেধাবী ছাত্র, সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। তবে কিছু কিছু স্বপ্ন আর ইচ্ছা থাকলেও পরিবার সেখানে যেতে দেয় না। যদিও পরে আপনে আপনার স্বপ্নের জায়গায় গিয়েছেন। অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইল। এভাবেই সামনের দিকে নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দান করতে এগিয়ে যান।

 3 years ago 

রাসেল ভাই সবসময় আপনার মন্তব্য অনেক অনেক উৎসাহ পাই। এভাবেই পাশে থাকবেন ভাই। আপনিও খুব মেধাবী একজন ছাত্র । আপনার একটা পোস্ট পড়ে একদম পরিষ্কার বুঝতে পেরেছিলাম। এছাড়াও প্রতিদিন আপনার হাই কোয়ালিটি কন্টেন্ট আপনার মেধার প্রকাশ মেলে। সত্যি ভাই আমি আপনার মেধার প্রশংসা করি অন্তরের আন্তঃস্থল থেকে। আমাদের আগামী পথ চলা যে আমাদের সকলের সুন্দর হয়। আপনার আমার সবার যেনো নিজের ছোট ছোট স্বপ্ন যেনো পূরণ হয়। দোয়া করবেন ভাই। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। অনেক ধন্যবাদ ভাই।

আপনাকেও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা ভাইয়া। এগিয়ে যান।

 3 years ago 

ভাই আপনি তো অনেক ব্রিলিয়ান্ট৷ আমি এখন আপনার শিক্ষা যোগ্যতা কাছেও যেতেও পারেনি৷আপনার পোস্টটা অনেক সুন্দর হয়েছে৷ভালবাসা অবিরাম

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।আপনিও এগিয়ে যান। অনেক দোয়া রইলো। অনেক শুভ কামনা রইলো ভাই।

 3 years ago 

মানুষের মেধা এবং অদম্য ইচ্ছাশক্তি মানুষকে অনেক দূরের স্বপ্ন পূরনে সাহায্য করে।যেটি তোমার ক্ষেত্রে হয়েছে।আমি গর্ব অনুভব করি তোমার জন্য।শুভকামনা রইলো দাদা।

 3 years ago (edited)

ধন্যবাদ বোন। তবে একাডেমিক জায়গায় কিছুটা সফল হলেও। সামাজিক সম্মানের ভিদ টা এখনো গড়তে পারি নি। অনেক আত্মীয় স্বজন ও শিক্ষক শিক্ষিকা এবং গুরুজন দের আশা পূরণ করতে সমর্থ হবো কিনা জানি না। চেষ্টা করি।সামাজিক সম্মানের জন্য আমার খুবই একটা অতি ছোট সরকারি কাজ ভীষণ ভীষণ দরকার। pray করো যাতে।সেই টা অর্জন করতে পারি। সেই দিনই অনেক বেশি আত্ম তৃপ্তি পাবো।

 3 years ago 

সেটি ও একদিন পূরণ হবে ।তাঁর জন্য দরকার বেশি বেশি পরিশ্রম, ধৈর্য্য ও সকল বিষয়ে মনোযোগী হওয়া।সফল হও পূর্নসম্মানের সহিত এই প্রার্থনাই করি।

আপনার মতামত আপনার কাছে।আপনি আপনার ছবিতে খুব সুন্দর সুন্দর ফটো যোগ করেছেন এবং আপনার ক‍্যাম্পাস টা খুব সুন্দর ছিল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

অসাধারণ ভাই অসাধারণ, উপস্থাপনা বেশ ভালো

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইলো

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 64359.49
ETH 2619.41
USDT 1.00
SBD 2.83