An original bengali poem: চোরের মুক্তির স্বাদ

in #poetry7 years ago (edited)

burglar-breaking-into-a-house.png
Image credit google search.

ওহে ব্যাটা চোর,
নাম কি তোর?
চুরি কেন করিস?
কোথায় বল থাকিস?

নাম মোর মোক্তার,
শান্তিপুর আছে ঘর।
অনেক টাকার দরকার,
শোধ করব ধার।

আজ তোকে ধরে,
লাল বানাব মেরে।
চুরি করা মহাপাপ,
এটা জীবনে অভিশাপ।

ধারের টাকা না দিলে
আমায় যেতে হবে জেলে।
আমাকে আপনি দয়া করে,
টাকা দিন এ থলে ভরে।

কত টাকা লাগবে বল
আমার সঙ্গে ব্যাংকে চল।
ভালো কাজ করে টাকা ফেরত দিবি,
কথাটা কিন্তু সদা মনে রাখবি।

আপনাকে অনেক ধন্যবাদ,
পেলাম যেন মুক্তির স্বাদ।
সময়মতো ফেরত দেব টাকা,
আপনাকে এই দিলাম কথা।
ভূল নেব শুধরে ,
চুরির কাজ ছেড়ে।
করতে দিন আমায় একটা প্রণাম,
এবার থেকে করব ভালো কাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62716.82
ETH 2447.73
USDT 1.00
SBD 2.65