কখনো কি ভেবেছি যে ঠিক কি জবাব দিব ওই দিন??

in #religion6 years ago

বাংলাদেশে বর্তমানে প্রায় ৯৫% এর কাছাকাছি মুসলিম। আবার ঢাকা শহর তো মসজিদের জন্য বিখ্যাত। কিন্তু এই ৯৫% মানুষের ধর্মীয় ক্ষেত্রে অবস্থাটা আসলে কি? বিশেষ করে নামাজের ওয়াক্তগুলোর কথা চিন্তা করি।

1.jpg
source

জুমুআর সলাতে মসজিদ কানায় কানায় পূর্ন। কিন্তু ওয়াক্তিয়া সলাতের অবস্থাটা আসলে কি? ফজর ওয়াক্ত তো বাদ ই দিলাম। মুসলিমদের সর্বোচ্চ সংখ্যক ব্যাক্তি এই গুরুত্বপূর্ন সময়টাতে আজকে ঘুমে কাতর। নামাজ যে পড়তে হবে এরকম কোন হুস নেই। নামাজের থেকে অন্য সকল কাজ তার কাছে বহু মূল্যবান।

তার জীবনের সব কাজ টাইম টু টাইম হলেও শুধু নামাজ টা টাইম টু টাইম তো দূরে থাক ম্যাক্সিমাম লোকের সপ্তাহে ওই জুমুআর ওয়াক্তই হয়। বাকি গুলোর খবর নেই।

কিন্তু এই নামাজ ছেড়ে দেওয়ার প্রধান কারণ কি? প্রধান কারণ গুলোর নাম্বারিং করতে গেলে প্রথম নাম্বারে যেটা রাখতে হবে সেটা হচ্ছে আলসেমি। বিশেষ করে যুবক ভাইদের মধ্যে এই আলসেমি খুবই বেশি কাজ করে।

সবাই বলে নামাজ পড়া উচিত। পড়তে হবে। কিন্তু পড়ে না। একমাত্র আলসেমি করেই বহু নামে দাবিদার মুসলিম ভাই আজ নামাজ ছেড়ে দিচ্ছেন। আসুন একটু বাস্তবতায় ঢু মারি।

ধরেন আপনি একটি চাকুরী করেন। ঢাকা শহরে ম্যাক্সিমাম নরমাল চাকুরীর বেতন ১০,০০০টাকা থেকে ১৫,০০০ টাকা। ধরেন আপনার ডিউটি টাইম সকাল ৯টায় শুরু। আপনার আজকে এক ঘন্টা লেট হয়ে গেল।

উদাহরণ স্বরুপ ধরেন লেট হওয়ার কারন টা শুধু মাত্র আলসেমি। সকালে ঘুম থেকে উঠি উঠি করতে করতেই ১টা ঘন্টা নষ্ট হয়ে গেল। এক বারে আলসেমিতে আজকে ১ ঘন্টা লেট।

এখন ট্রুলি বলেন তো, বস যখন জিজ্ঞাসা করবে আজকে কেন লেট হল? তখন আপনি কি বলতে পারবেন যে আলসেমির কারণে লেট হয়েছে? পারবেন কি? অবশ্যই নয়। কারণ এটা কোন অজুহাত নয়। আপনি অবশ্যই অফিসে ঢোকার আগে ঠিক করে নিয়েছেন যে আজকে বসকে কি বলবেন। হয়ত জ্যামে আটকে গেছেন বা অন্য কিছু বলবেন অবশ্যই কিন্তু আলসেমির কথা বলতে পারবেন না। কারণ এটা কোন অজুহাত হতে পারে না।

এবার চিন্তা করুন মাত্র ১৫,০০০ টাকা বেতনের একটা চাকুরী করেন সেই চাকুরীর বসের সামনে আপনি আলসেমিকে অজুহাত দাড় করতে পারলেন না তাহলে যিনি আপনাকে লালন পালন থেকে শুরু করে আপনাকে এত এত নেয়ামত দিয়ে ভরিয়ে রেখেছে। ২৪ ঘন্টা অক্সিজেন, পানি, আলো, বাতাস আরও কত কি আপনি ইচ্ছা মত ব্যবহার করেছন।

বিনিময়ে সেই সৃষ্টিকর্তা আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বললেন তার সামনে আপনি আলসেমি কে অজুহাত হিসেবে কিভাবে দাড় করাবেন?? কখনও ভেবেছেন কি??

steem 2.jpg

Sort:  

ইসলাম, ইমান থেকে সবাই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

You got a 8.54% upvote from @emperorofnaps courtesy of @silentsteem!

Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!

You got a 26.46% upvote from @oceanwhale With 35+ Bonus Upvotes courtesy of @silentsteem! Earn 100% earning payout by delegating SP to @oceanwhale. Visit www.OceanWhaleBot.com for details!

Congratulations!

This post has been upvoted from Steemit Bangladesh, @steemitbd. It's the first steemit community project run by Bangladeshi steemians to empower youths from Bangladesh through STEEM blockchain. If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server.

If you would like to delegate to the Steemit Bangladesh, you can do so by clicking on the following links:

50 SP, 100 SP, 250 SP, 500 SP, 1000 SP.

YOU ARE INVITED TO JOIN THE SERVER!

Congratulations @silentsteem! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

Award for the total payout received

Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.21
JST 0.035
BTC 98736.02
ETH 3346.70
USDT 1.00
SBD 3.12