Better Life with Steem|| The Diary Game||21 September 2024||

in Incredible India8 days ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

IMG_20240921_113755_924~2.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌺 সকাল বেলা 🌺

IMG_20240921_085655_868.jpg

আজকে আমার ঘুম ভাঙ্গে ১১:০০ তার দিকে। তো ঘুম থেকে উঠে দেখি ফোনে মাত্র ২% চার্জ আছে। আর রাতেও কারেন্ট ছিল না এখনো কারেন্ট নেই। তো আর কি করার বিছানা থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয় নাই। তারপর কিছুক্ষণ পাওয়ার ব্যাংক থেকে ফোনটাকে চার্জ করি। তো হালকা কিছু নাস্তা করে এক কাপ কফি তৈরি করি।

IMG_20240921_104821_393.jpg

তারপর তো কপি টা কে খুব মজা করে পান করি। অল্প কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি শুধু শুধুই। তারপর পাওয়ার ব্যাংক সহ ফোন হাতে নিয়ে বের হয় বাহিরে। বাইরে বের হয়ে দোকানের দিকে চলে যাই। গিয়ে দেখি কি ক্লাব ঘরের মধ্যে ওরা ক্রাম বোর্ড খেলতেছে। তো ওদের সাথে আমিও বেশ অনেকটা সময় ক্রাম বোর্ড খেলি।

🌺 দুপুর বেলা+বিকাল বেলা 🌺

IMG_20240921_113755_924~2.jpg

বেশ অনেকটা সময় কেরাম বোর্ড খেলার পরে বাড়ির দিকে চলে আসি খেলা শেষ করে। বাড়িতে এসে গোসল করতে চলে যাই। একটা আমলকি গাছ থেকে বেশ কিছু আমলকি পেরে নেই। সেগুলো দু একটা আমি খাই অন্যগুলা ছোট ছোট বাচ্চাদের দিয়ে দেই।

IMG_20240921_164702_081~2.jpg

তারপর গোসল ছেড়ে ঘরে চলে আসি। ঘরে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নেই। বেশ অনেকটা সময় এভাবে শুয়ে শুয়ে কাটিয়ে দেই। তোর বেশ অনেকটা সময় পরে বাড়ি থেকে বের হই। বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ফুটবল মাঠের দিকে চাই। যখন ফুটবল মাঠের দিকে যাই তখন ভেবেছিলাম ফুটবল খেলবো না। কিন্তু মাঠে গিয়ে আর বাহিরে বসে থাকতে পারলাম না সেই ফুটবল খেলতে নেমে গেলাম।

🌺 সন্ধ্যা বেলা+রাত্র 🌺

তো ফুটবল খেলা শেষ করে সন্ধ্যার দিকে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে গোসল করে কিছুক্ষন ফোন নিয়ে বসে থাকি। তারপর আম্মু আব্বু তাদের সাথে বেশ অনেকটা সময় ধরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকি। এভাবেই খুব সুন্দর কেটে যায় সন্ধ্যা রাতের সময় টা।

IMG_20240921_223024_285.jpg

তারপর সেখান থেকে উঠে খাওয়া দাওয়া করে পাঞ্জাবি পায়জামা ও টুপি পরে বের হই বাড়ি থেকে। পুরো হুজুর হয়ে বের হই কারণ আমি মিলাদুন্নবী অনুষ্ঠানে যাব তাই। আমার জন্য আমার দুটো বন্ধু অনেক ধরেন দাঁড়িয়েছিল রাস্তায়। তাদের বাড়িতে মিলাদুন্নবী সেই জন্য আমাকে নিতে এসেছে। সেখানে গিয়ে খুব সুন্দর ভাবে মিলাদুন্নবীর ওয়াজ নসিহত শুনতে থাকি।

খুব সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করে সবার সাথে খাওয়া দাওয়া করি সেখানে। খুব সুন্দর একটি আয়োজন ছিল সবার সাথে খাওয়া-দাওয়া করতে অনেক ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে ওরা আমাকে আমার বাড়ির দিকে এগিয়ে দেয়। আমি বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে ফোন হাতে নিয়ে পোস্ট লিখতে বসে যাই।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 8 days ago 

যখন বিদ্যুৎ থাকে না তখন আমাদের একটা বড় সমস্যা মোবাইলে চার্জ দেওয়া, বিশেষ করে যখন লম্বা সময় ধরে বিদ্যুৎ থাকে না তখন আমরা অনেক বিরক্ত হয়ে যায়, তার প্রধান কারণ হচ্ছে মোবাইলের চার্জ থাকে না আমরা মোবাইল দেখতে পারিনা, আপনার সারাদিনে কার্যক্রম দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Loading...
 7 days ago 

আপনার লেখাটি পড়ে বুঝতে পারলাম আপনার তিনটা অনেক সুন্দর ভাবে কেটেছে। বিকেল বেলা বাবা মার সাথে সময় কাটানো খুবই আনন্দের একটি মুহূর্ত। তবে এখন প্রচুর পরিমাণে কারেন্ট চলে যাচ্ছে। কারণ আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। আপনার সারাদিনের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 5 days ago 

বিকালে একটু খেলাধুলা করা স্বাস্থানের জন্য খুবই উপকার তবে আজকে আর ফুটবল খেলতে পারেন নাই কেননা সেখানে কেউ আসে নাই আপনার বন্ধুরা।অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবেই আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

 5 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 4 days ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কমেন্টে পড়ে খুব সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য আমি সর্বদা চেষ্টা করি পোস্ট অনুযায়ী সর্বোত্তম কমেন্ট করার।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65834.12
ETH 2676.99
USDT 1.00
SBD 2.89