Better Life with Steem|| The Diary Game||15 November 2024||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালে ঘুম ভেঙে যায় অনেক তাড়াতাড়ি। শরীরটা আজ অনেকটা খারাপ লাগতেছিল তাই আর বিছানা থেকে উঠি না। আমার এক সহপাঠীকে বলি আমার জন্য সকালের খাবার রুমে নিয়ে আসছে। তারপর আমি আবারো ঘুমিয়ে যাই। সে আমার জন্য খাবার এনে আমার বিছানার পাশে রেখে দেয়। আমাকে আর ঘুম থেকে উঠায় না। তারপর সেই ক্লাসে চলে যায়।
আমি আর ক্লাসে যাই না শুয়েই থাকি। অনেকটা সময় পরে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি। তারপর আমার জন্য রাখা খাবার খাই। এগুলো খেয়ে আমার কাছে আনা কিছু ওষুধ ছিল এখান থেকে একটা ওষুধ খেয়ে নেই। ওষুধ খেয়ে আবারো বিছানায় শুয়ে থাকি বেশ অনেকটা সময়। হঠাৎ করে শরীরটা এমন খারাপ হয়ে গেছে কেন সেটা বলতে পারতেছি না।
মনে হয় আবহাওয়া পরিবর্তন তার জন্য শরীর খারাপ হয়েছে। হালকা একটু জ্বর জ্বর ভাব আমার আর মাথা ব্যথা। তাই আর সারাদিনে কোথাও বের হতে চেয়েছিলাম না। বেশ অনেকটা সময় পরে বিছানা থেকে উঠি যখন একটু একটু ভালো লাগছিল। একটু একটু ভালো লাগার কারণে বাইরে চলে যাই বাহিরে গিয়ে এক কাপ কফি খেয়ে নেই। কফি খেয়ে দোকানের বিল পরিশোধ করে চলে আসি আবারো রুমের মধ্যে।
রুমের মধ্যে এসে শুয়ে পড়ি আমি। শুয়ে শুয়ে ঘুমিয়ে যাই। আজকে আমার পুরো দিনটাই ঘুমে ঘুমে চলে যাচ্ছে। দুপুরের খাবার খাওয়ার সময় আমার সহপাঠীরা আমাকে ডেকে নিয়ে যায় খাবার খেতে। আমি খাবার খেয়ে এসে আবারো একটা ওষুধ খেয়ে নেই। ওষুধ খেয়ে আবারো বিছানায় শুয়ে পড়ি। শুয়ে শুয়ে কিছুক্ষণ ফোন দেখতে থাকি।
ফোন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ি সেটা আমিও বুঝতে পারিনি। শরীর খারাপ তো তাই ঘুমিয়ে পড়েছিলাম আমি। বেশ অনেকটা সময় পরে ঘুম থেকে উঠে দেখি রুমে কোন হইচই নেই। ভাবলাম তারা ক্লাসে আছে এখনো ফোন হাতে নিয়ে সময় দেখি। আমায় দেখে বুঝতে পারি এখন ক্লাস শেষ।
তো তারা কোথায় বাহিরে বের হই চলে আসিস স্টেডিয়ামের মধ্যে। এসে দেখি সবাই ফুটবল খেলতেছে। তারপর আমি স্টেডিয়ামের উপরে বসে পড়ি বসে বসে তাদের ফুটবল খেলা দেখতে ছিলাম। সবাই আমাকে বারবার বলছিল আসো ফুটবল খেলি একসাথে। তাদেরকে বলি যে না তোমরা আজ তোমরা খেলো আমি আজ খেলব না। তাদেরকে কিভাবে বুঝাবো যে আমার শরীরটা নড়াচড়া করতেছে অনেক কষ্টের।
অল্প কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিয়ে যায়। তখনো তারা ফুটবল খেলতেছিল আমি স্টেডিয়ামের উপরে বসে ছিলাম। বেশ ভালই লাগতেছিল তাদের ফুটবল খেলা দেখে। ইচ্ছা করছিল আমারও ফুটবল খেলতে কিন্তু এখন যদি খেলি ঠান্ডা লেগে যেতে পারে। তাই তাদের মতো তারা ফুটবল খেলতে থাকলো আমি চলে গেলাম রুমের দিকে। রুমে গিয়ে শুয়ে পড়ি বিছানায় ।
অল্প কিছুক্ষণ পরেই আমার সহপাঠীরা সবাই রুমে চলে আসে। রুমে এসে যে যার মত গোসল করতে চলে যায় আমি বসে বসে ফোন দেখতে থাকি। বেশ অনেকটা সময় পরে সবাই একত্রে বসে বেশ মজা করি একসাথে সবাই আড্ডা দেই। বেশ ভালই লাগতেছিল তখন এর সময়টা। সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম আমি। তারপরেই এত সুন্দর একটা মুহূর্ত সবার সাথে কাটাতে পেরে আমার শরীর অনেকটা সুস্থ হয়ে যায়।
আপনার হাতে নাপা ওষুধ দেখেই বুঝতে পেরেছি আপনার হয়ত জ্বর হয়েছে। কারন জ্বর আর মাথা ব্যথার কারনেই আমরা নাপা খেয়ে থাকি। বর্তমান
আবহাওয়াটা অনেক খারাপ যাচ্ছে। তাই আমাদের আবহাওয়ার সাথে তাল মিলিয়ে চলতে হবে বা হলে অসুস্থ হয়ে পড়বো। ঔষধ খেয়েছেন, আশা করি সুস্থ হয়ে যাবেন।
শরীর খারাপ থাকলে কোনো কিছুতেই মন বসে না। তাই আজ শুধু ফুটবল খেলা দেখেছেন। কফি খেলে শরীরটা অনেক চাঙ্গা হয়ে যায়। ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য।
জি ভাই একটু জ্বর জ্বর ভাব ছিল আমার শরীরে। আবহাওয়া পরিবর্তনের জন্য শরীর একটু খারাপ হয়ে গেছিল। ওষুধ খাওয়ার পরে শরীর ঠিক হয়ে গেছে এখন আল্লাহর রহমতে সুস্থ আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে একটা মন্তব্য দেওয়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
কিছুটা ঠান্ডা কিছুটা গরম আবহাওয়ার জন্য শরীর অনেক মানুষের অসুস্থ হয়ে পড়েছে । এবং অসুস্থ শরীর নিয়ে কোনো কিছু ভালো লাগে না ।আপনি যেহেতু অসুস্থ আছেন তাই আজকে ঘুম থেকে ওটা হয়নি । আপনি আপনার এক বন্ধুকে সকালের খাবার রুমে দিয়ে যেতে বলেছেন। আসলে বাহিরে থাকলে রুমমেট কাজে লাগে। যাইহোক আশা করি আপনি খুবই দ্রুত সুস্থ হয়ে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।