লেভেল ০২ থেকে আমার অর্জন :@siddiqua

আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

আজকে আমি #abb-level02 এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি। লেভেল ২ এর ক্লাসের মাধ্যমে কী নিরাপত্তা, ডেলিগেশন, পাওয়ার আপ এবং ওয়ালেট নিয়ন্ত্রণ কিভাবে করে তা শিখতে পেরেছি ,আমার বাংলা ব্লগের শ্রদ্ধেয় প্রফেসরদের কাছে। তারা খুবই ধর্যের সাথে আমাদের ক্লাস নিয়েছেন এবং বিষয়বস্তু গুলো ধাপে ধাপে নিখুঁতভাবে বুঝানোর চেষ্টা করেছেন ।

BeautyPlus_20221019214933063_save.jpg

১) পোস্টিং কি এর কাজ কি?

উত্তর: পোস্টিং কি সাধারণ সোস্যাল এক্টিভিটিজ এর জন্য ব্যবহার করা হয় ।

পোস্টিং কি এর কাজগুলো হলো :
❇️পোস্ট ও কমেন্ট করার জন্য।
❇️পোস্ট ও কমেন্ট এডিট করার জন্য।
❇️আপভোট ও ডাউনভোট প্রদানের জন্য।
❇️ফলো ও আনফলো করার জন্য।
❇️কোনো পোস্ট রিস্টিম করার জন্য।
❇️ অনাকাঙ্ক্ষিত অ্যাকাউন্ট মিউট করা।

প্রশ্ন ২ : অ্যাক্টিভ কী এর কাজ কি ?

উত্তর: অ্যাক্টিভ কী দিয়ে ওয়ালেট সংক্রান্ত লেনদেনের কাজে করা হয়ে থাকে,এবং এক্টিভ কি দিয়ে ওয়ালেট লগিন করা হয়।

অ্যাক্টিভ কী এর কাজগুলো গুলো:
❇️ট্রান্সফার এর কাজ করা
❇️পাওয়ার আপ ও পাওয়ার ডাউন করা।
❇️উইটনেস ভোট দেয়া।
❇️SBD থেকে STEEM কনভার্শন করা
❇️প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন করা।
❇️নতুন ব্যবহারকারী তৈরি করা।

প্রশ্ন ৩: উনার কী এর কাজ কি?

উত্তর: উনার কী হলো মালিকানা সংক্রান্ত কী।

উনার কি এর কাজ গুলো হলো:

❇️ উনার কী দিয়ে উনার কী রিসেট করা যায়।
❇️অ্যাক্টিভ, পোস্টিং রিসেট করা যায়।
❇️ একাউন্ট রিকভার করা যায়।
❇️ ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা যায়।

প্রশ্ন ৪ : মেমো কী এর কাজ কি?

উত্তর: কারো কাছে প্রাইভেট মেসেজ পাঠাতে ও কারো পাঠানো প্রাইভেট মেসেজ পেতে মেমো কী ব্যবহৃত হয়।

মেমো কী এর কাজগুলো গুলো নিম্নরূপ:

❇️এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।
❇️ এনক্রিপ্ট করা মেসেজ পেতে

প্রশ্ন ৫ : মাস্টার পাসওয়ার্ড এর কাজ কি?

উত্তর: একাউন্ট খোলার সময় আমরা যে অনেকগুলো সংখ্যার বড় পাসওয়ার্ড পেয়ে থাকি সেটি মাস্টার পাসওয়ার্ড নামে পরিচিত। মাস্টার পাসওয়ার্ড হচ্ছে সকল পাসওয়ার্ড এর মূল।

প্রশ্ন ৬: মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তর: মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আমার প্ল্যান হলো:

❇️ মাস্টার পাসওয়ার্ডের পিডিএফ ফাইল গুগল ড্রাইভে রেখে দিব
❇️ মাস্টার পাসওয়ার্ড নিজের ব্যক্তিগত খাতায় অথবা ডাইরিতে লিখে রাখবো।
❇️ মাস্টার পাসওয়ার্ড আমার ব্যক্তিগত জিমেইল এ রাখবো।
❇️ মাস্টার পাসওয়ার্ড আমাকে রেফারকারী ব্যক্তির সাথেও শেয়ার করবো না ।

প্রশ্ন ৭ : পাওয়ার আপ কেন জরুরী?
উত্তর : পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিজের একাউন্টের ভ্যালু বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ।পাওয়ার আপের মাদ্ধমে স্টিম পাওয়ার বৃদ্ধি করা হয়। যদি আমার ওয়ালেটে বেশি স্টিম পাওয়ার থাকে তাহলে ভোট দিয়ে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড অর্জন করতে পারব। পাওয়ার আপ এর মাধ্যমে আমার ভোটের ভ্যালু বৃদ্ধি পাবে। স্টিমিট প্লাটফর্মে দ্রুত উন্নতি করতে চাইলে এবং প্রোফাইলের শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ একান্ত জরুরী।

প্রশ্ন ৮ : পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
উত্তর : স্টিমিটে যেয়ে এক্টিভ কি দিয়ে ওয়ালেট লগিন করতে হবে
🔽
স্টিম ব্যালান্স এর পাশে
🔽
ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে
🔽
পাওয়ার আপ ক্লিক করতে হবে
🔽
এমাউন্ট দিতে হবে

◆◆◆◆যে অনুপাতে স্টিম ব্যালান্স এমাউন্ট দিব সেই অনুপাতে SP বেড়ে যাবে ।

প্রশ্ন ৯ : সেভিংস এ থাকা স্টিম অথবা এসবিডি উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?
উত্তর : ৩ দিন পর(৭২ ঘন্টা)

প্রশ্ন ১০ : মেমো ফিল্ড এর কাজ কি?
উত্তর : কাউকে কোন লিকুইড স্টিম পাঠাতে মেমো ফিল্ড ব্যবহার হয়।এমনকি স্টিম বা এসবিডি ট্রান্সফারের কাজে আমরা মেমো ফিল্ডে মেমো লিখে লিকুইড স্টিম পাঠাতে পারি।

প্রশ্ন ১১ : ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের একাউন্টে ফেরত আসে?
উত্তর : ৫ দিন পর।

প্রশ্ন ১২ : ধরুন আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এস.পি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?
উত্তর : ৩০০ এস.পি।

আমি লেভেল 2 এর মাদ্ধমে যা যা শিখতে পেরেছি তার ই একটা লিখিত পরীক্ষার মাদ্ধমে তুলের ধরার চেষ্টা করেছি ।কোনো কিছু ভুল বা বাদ পড়লে আপনাদের সুন্দর মন্তব্যের মাদ্ধমে ধরিয়ে দেওয়ার অনুরোধ রইল ।

"ধন্যবাদ"

Sort:  
 2 years ago 

এবিবি স্কুল শুরু থেকেই নতুনদের জন্য সব সময় আলোর দিশারি হয়ে পথ প্রদর্শন করে যাচ্ছে । এর প্রতিটা লেভেল খুবই গুরুত্বপুর্ণ এবং সময় উপযোগীও বটে ।
লেভেল ০২ এর লিখিত এক্সাম খুব সুন্দর, মার্জিত এবং নির্ভুল ভাবে দেওয়ার চেষ্টা করেছেন । যা দেখে খুবই ভাল লাগলো । বিশেষ করে স্টার এবং ড্রপডাউন সিম্বল গুলো আপনার লেখাকে আরো খানিকটা প্রাণবন্ত করে তুলেছে । আপনার উত্তারাউত্তর সমৃদ্ধি কামনা করছি ।

আশা করি পরবর্তী লেভেল গুলোতে আপনি এবিবি স্কুল থেকে যথাযথ কার্যলব্ধ জ্ঞান অর্জন করতে সক্ষম থাকবেন ।

 2 years ago 

খুব সুন্দর ভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, যথেষ্ট পরিমাণে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, আমি আপনার শুভ কামনা করছি আশা করি আপনার আগামী লেবেলগুলি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।

 2 years ago 

মেমো ফিল্ডের কাজটি সঠিক লেখা হয়নি। ঠিক করে দিন

 2 years ago 

আমি মনে করি এবিবি স্কুল প্রত্যেকটি ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। প্রত্যেকটি ইউজার যদি এবিবি স্কুলের লেভেলগুলো সঠিকভাবে পার করতে পারে তাহলে তাদের আর কোন সমস্যা হবে না। আপনি অনেক সুন্দরভাবে লেভেলে-২ এর লিখিত এক্সাম আমাদের মাঝে প্রকাশ করেছেন। পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64009.58
ETH 2760.74
USDT 1.00
SBD 2.65