ঘরে থাকা উপকরণ দিয়ে: নাগা বারবিকিউ চিকেন

আসসালামু আলাইকুম ,

আশা করি সবাই ভালো আছেন ।আজ আমি হাজির হয়েছি খুবই সুস্বাদু ,স্পাইসি, দেখা মাত্রই জিভে জল আসার মত একটা রেসিপি নিয়ে আর সেটি হলো নাগা বার্বি কিউ চিকেন ।
IMG_20221007_140644__01__01.jpg
ডিভাইস: One plus
লোকেশন: ডেমরা

এই রেসিপিটি আমি খুবই সহজভাবে বানিয়েছি ,ঘরে থাকা উপকরণ দিয়ে যা একদম ঝটপট বিকালের নাস্তা বা পোলাও দিয়ে খেতে ভারী মজা।
নাগা বার্বি কিউ চিকেনের প্রস্তুত প্রনালী:

১)১০ পিস ব্রয়লার মুরগি
২)পরিমাণ মত লবন
৩)সয়া সস
৪)গুঁড়া মরিচের গুঁড়া
৫)আদা এবং রসুন বাটা মিক্স

IMG_20221007_105238__01__01.jpg

সকল উপকরণ একসাথে মিক্স করে এক ঘন্টার মত রেখে দিয়েছি

IMG_20221007_105426__01.jpg
তারপর একটা পাত্রে এক কাপ ময়দা আর দুই চামচ চিলি ফ্লেক্স আর হালকা লবন দিয়ে মিশিয়ে নিয়েছি

IMG_20221007_121102__01.jpg
এখন একটা করে মুরগীর মাংস ময়দার সাথে মেখে নিয়েছি হালকা করে ,যাতে ময়দার মিশ্রণ বেশি মুরগির গায়ে লেগে না থাকে তাই হাতে সাহায্যে সুন্দর করে কটিং করে নিয়েছি

IMG_20221007_121400__01.jpg

IMG_20221007_121350__01.jpg

IMG_20221007_121616__01__01.jpg

এরপর একটা কড়াইতে পরিমাণ মত সয়াবিন তেল নিয়ে হালকা আঁচে ৭/৮ মিনিট মাংস গুলো ভেজে নিয়েছি

IMG_20221007_122730__01.jpg

মাংস ভাজা হয়ে গেলে একটি পাত্রে বাটার ,কিছু রসুন কচি , চিলি সস, টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচারা দিয়ে মাংসগুলো ঢেলে দিয়েছি

IMG_20221007_130314__01.jpg

মাংসগুলো সসের সাথে কিছুক্ষণ ভালো ভাবে নেড়ে ৭৫ গ্রামের মত মধু দিয়ে দিয়েছি ।ইচ্ছা করলে মধুর পরিবর্তে চিনি ব্যবহার করা যায় তবে মাংস ঠান্ডা হয়ে গেলে তা শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না ।

IMG_20221007_130405__01.jpg
মধু দেওয়ার পর মাংসের সাথে ভালো ভাবে মিশিয়ে ৫ মিনিটের মত অপেক্ষা করে সাদা তিল দিয়ে নামিয়ে ফেলিছি ।সাদা তিলের তেমন কোনো সাধের গুন নেই শুধু সুন্দর্যের জন্য ব্যবহার করা।

IMG_20221007_130653__01.jpg

এরপর তৈরি হয়ে গেলো ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি নাগা বার্বি কিউ চিকেন ।আহ ! খেতে যা দারুন হয়েছে । আজ আমার বাসায় গেস্ট আসছিলো তাদের উদ্দেশ্যে ই এই নতুন রেসিপি বানানো হয়েছে ।সবাই খেয়ে খুব সুনাম করছে আমার,খুবই নাকি মজা হয়েছে ।তারা আমাকে একটা রেস্টুরেন্ট দিতে বলছে 😁😁।

আজ এই পর্যন্ত ই ।আবার হাজির হবো নতুন কোনো চমক নিয়ে সেই অব্দি পাশে থাকুন।

ধন্যবাদ"

Sort:  
 2 years ago 

আপনার নাগা বারবিকিউ দেখে আমার পুরো খিদে লেগে গেছে এই মাঝ রাতে এইসব দেখে।দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপা আপনি মজার মজার রেসিপি তৈরি করে একা একা খান এটা কিন্তু ঠিক না আপনার বান্ধবীকে দিলেও তো পারেন🤪।যাই হোক আপনার তৈরি নাগা চিকেন দেখতে বেশ সুন্দর হয়েছে। মনে হচ্ছে খেতে বেশ মজার হয়েছে।শেষে মধু এবং তিল দেওয়াতে দেখতে আরো ভালো লাগছে।ধন্যবাদ

 2 years ago 

আপনার তৈরি নাগা চিকেনটি বেশ লোভনীয় লাগছে। আমি জানতাম নাগা চিকেন তৈরিতে নাগা মরিচ দিতে হয়। নাগা মরিচ ছাড়াও যে নাগা চিকেন তৈরি করা যায় তা আপনার রেসিপি দেখে শিখে নিলাম। ধন্যবাদ সুন্দর করে রেসিপি শেয়ার করার জন্য।

আমি আগে ভাবতাম নাগা মনে বোম্বে মরিচ তবে পরে জানতে পারি নাগা মানে এক্সট্রিম ঝাল।আর এই রেসিপি তে আমি চিলি সস ব্যবহার করেছি যা অনেক ঝাল।আর আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার তৈরি করা খাবার খেয়ে আপনার বাসার অতিথিরা প্রশংসা করেছেন জেনে ভালো লাগলো। আপু দিয়ে ফেলুন একটি রেস্টুরেন্ট। তাহলে আমরাও ফ্রিতে খেতে পারব আর কি। নাগা বার্বি কিউ চিকেন রেসিপি দারুন ছিল। দেখতেও বেশ লোভনীয় লাগছিল।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।আর সবাই ফ্রিতে খেতে চায় তাই আমি রেস্টুরেন্ট দিতে চাই না হাহাহা।

 2 years ago 

আপু কি রেসিপি দেখলেন! দেখতে কত লোভনীয় হয়েছে আমি বলে বোঝাতে পারবো না😋😋 দেখে লোভ আর সামলাতে পারছিনা। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

নাগা নাম শুনলেই আমার ভয় লাগে। আমি আবার বেশি ঝাল খেতে পারি না। তবে আপনার রেসিপির চেহারাটা দেখেই জিভে জল চলে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে দুর্দান্ত হয়েছে। চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্যের জন্য। ঝাল না খেলেও একদিন ট্রাই করে দেখবেন ,দারুন খেতে ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64009.58
ETH 2760.74
USDT 1.00
SBD 2.65