লেভেল ৩ হতে আমার অর্জন @siddiqua

আসসালামু আলাইকুম,

আজ আমি লেভেল-০৩ এর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি লেভেল ৩ খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ ,এই ধাপে আমরা মার্কডাউন ,কন্টেন্ট এবং কিউরেশন সম্পর্কে জ্ঞান লাভ করেছি , তবে বিশেষ করে মার্কডাউন এবং কিউরেশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।যেমন: মার্কডাউন কোড ব্যবহার ,পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন কি ভাবে করবো যার ফলে আমাদের পোস্ট গুলো সুন্দর ও ফুটে উঠবে এবং কিউরেশন যে মাদ্ধমে কে কত রিওয়ার্ড পাবে ,এবং কোন সময় থেকে কোন সময় অব্দি ভোট দিলে রিওয়ার্ড পাওয়া যাবে ,কিভাবে রিওয়ার্ড বন্টন করা হয় , এই বিষয় গুলোই আজ লিখিত পরীক্ষার মাধ্যমে ফুটিয়ে তুলার চেষ্টা করবো।

BeautyPlus_20221102232034009_save__01.jpg

প্রশ্নঃ মার্কডাউন কি

উত্তরঃ

কোন পোস্টকে সুন্দরভাবে উপস্থাপন এবং আকর্ষণীয় করার জন্য যে কোডগুলো ব্যবহার করা হয় সেই কোডগুলোকে মার্কডাউন বলা হয়।

প্রশ্নঃ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

উত্তরঃ

একটি কন্টেন্ট লেখার সময় কিছু গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হয় যেগুলো ঠিকমত না দিলে পোস্টটি তেমন কারো নজরে আসবে না, আর নজরে আনার জন্যই কিছু মার্কডাউন কোড ব্যবহার করতে হবে ।

মার্কডাউনের গুরুত্ব নিচে দেয়া হল-

💠লেখাগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য ।
💠লেখাকে বোল্ড করার জন্য
💠ইটালিক করার জন্য।
💠লেখা ধাপে ধাপে বর্ণনা বা জাস্টিফাই করার জন্য।
💠লেখা দৃশ্যমান করার জন্য।
💠লেখাকে কালার করার জন্য।
💠লেখার মাঝে ছবি যুক্ত করার জন্য।
💠লেখার শিরোনাম বড় করার জন্য।
💠কারো উক্তি বা লিখা কোড করার জন্য

প্রশ্নঃপোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

যেমনঃ-
নিচের ছবির দিকে লক্ষ্য করুন:

🔻
image.png

উত্তরঃকোডের আগে চারটি স্পেস দিলেই কোড দৃশ্যমান হবে।

**আমি বাংলাদেশের নাগরিক**

প্রশ্নঃনিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন ।

image.png

উত্তরঃ

|User|Posts|Steem Power|
|---|---|---|
|User1|10|500|
|User2|20|9000|

প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তরঃ

প্রথমে থার্ড ব্রাকেটে [সোর্স] লিখে তারপর ফাস্ট ব্রাকেটে (লিংক) বসাতে হবে। থার্ড ব্রাকেট এবং ফার্স্ট ব্রাকেট এর মাঝে কোন স্পেস দেওয়া যাবে না।

[সোর্স](লিংক)

যেমন: সোর্স

প্রশ্ন: বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

image.png

Header 1

Header 2

Header 3

Header 4

Header 5
Header 6

বৃহৎ হতে ক্ষুদ্র করতে যে কোড ব্যবহার করেছি তা নিন্মরূপ :

# Header 1
## Header 2
### Header 3
#### Header 4
##### Header 5
###### Header 6

প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

উত্তর :

<div class="text-justify">Bangladesh</div>

প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তরঃ

কনটেন্ট এর টপিক নির্বাচনের ক্ষেত্রে যে ৩ টি বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত সেগুলো হল:

💠জ্ঞান
💠অভিজ্ঞতা এবং
💠সৃজনশীলতা।

প্রশ্নঃ কোন টপিকসএর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উত্তরঃ

কোন একটি বিষয়ের উপর ব্লগ লিখে পোস্ট করতে গেলে সেই বিষয়ে যথাযথ জ্ঞান থাকতে হবে। বিশেষ করে বিজ্ঞান ,মহাকাশ সম্পর্কে কিছু লিখতে চাইলে অবশ্যই যথাযথ জ্ঞান থাকতে হবে ,মনগড়া কোনো তথ্য দেওয়া যাবে না এতে করে অন্যরা আমার উপর বেশি বিশ্বাসে বশবর্তী হয়ে মিস গাইডেড হয়ে এক মহামারি সৃষ্টি করতে পারে।তাই সঠিক টা জেনে বুঝেই কন্টেন্ট লিখা উচিত বলে আমি মনে করি ।আর আমরা ইতিমধ্যে লেভেল 1 এর ক্লাস থেকে সাধারণ বিষয়ে যেমন: রেসিপি,ভ্রমণকাহিনী,পেইন্টিং,মুভি-বুক রিভিউ ইত্যাদি বিষয়ে কিভাবে কন্টেন্ট লিখবো তা জানতে পেরেছি।

প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তরঃ

$7 এর ভোট থেকে আমি পাব $3.5।স্টিমের মূল্য $0.50 হলে $1 এ পাব 2স্টিম তাইলে $3.5এ পাব (3.5*2)=7 স্টিম।আর যেহেতু কিউরেটর দের sp দেওয়া হয় তাই আমি এই 7স্টিম sp হিসেবে পাব ।

প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তরঃ

সর্বোচ্চ রিওয়ার্ড পাওয়ার জন্য পোস্ট দেওয়ার সাথে সাথেই ভোট দেওয়া যাবে না,পোস্ট করার প্রথম ৫ মিনিটকে রেড জোন বলে। ৬মিনিট পর ভোট দিতে হবে,আবার ৬দিন ১২ঘন্টার পর ভোট দেওয়া যাবে না।৬মিনিট এর আগে ভোট দিলে আমরা আমাদের রিওয়ার্ড এর একটি নির্দিষ্ট অংশ হারাব যা রিওয়ার্ড পুলে যোগ হবে।

তবে মাঝে মাঝে জনপ্রিয় ব্লগারদের(দাদা) পোস্টে আগে ভোট দেওয়া উত্তম ।যেমন আমি প্রথমে ভোট দিলাম $4 ,তারপরই আরেক জন এসে $8 ভোট দিল তাহলে টোটাল পোস্ট পে আউট হবে $12 তখন আমার বেশি কিউরেশন রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে

প্রশ্নঃ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

উত্তরঃ

অবশ্যই @Heroism এ ডেলিগেশন করলে। কারন আমি নিজে নিজে ভোট দিলে ১,৩সেন্ট এর ভোট পরবে। যেখানে থেকে আমরা বেশি রিওয়ার্ড পাব না।কিন্তু @Heroism ভাল পোস্ট গুলো খুজে বের করে বেশি পরিমান ভোট দিবে।ফলে আমাদের রিওয়ার্ড ও অনেক বেশি হবে।

আমার বাংলা ব্লগের @abb-school প্রফেসরগণ খুবই সৃজনশীল ,খবুই সুন্দরভাবে ব্লগের বিষয় ভুল ভিডিও ক্লাসের মাদ্ধমে দেখিয়ে দিয়েছে যেখানে আমাদের বুঝতে অনেক সুবিধা হয়েছে,তাই প্রফেসরবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ।একটা কনটেন্ট কে কিভাবে নজরে আনা যায় তা লেভেল 3 এর ক্লাশ না করলে অজানাই থেকে যেতো।

আমার এই লিখিত পরীক্ষার ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানবেন ।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আপনার কভাই ছবিটি পরিবর্তন করতে হবে। Dicord এ আপনাকে বলেছি। কোডিং গুলোর ছবি দিয়েছেন। সেভাবে হবে না, সে গুলো দৃশ্যমান করতে হবে। ক্লাসে যেভাবে শিখানো হয়েছে।।

জি ভাইয়া ঠিক করে দিয়েছি।ধন্যবাদ।

প্রত্যেকটা বিষয় খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখছি। আসলে লেভেল ৩ এবং ৪ খুবই গুরুত্বপূর্ণ। এই লেভেল গুলোতে ভালো করে শিখতে পারলে আপনি ভালো মানের একজন ব্লগার হয়ে উঠতে পারবেন। আপনারা আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

মার্কডাউন আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।কারন মার্কডাউন ছাড়া লেখা সুন্দরভাবে উপস্থাপন করা যায়না।আপনি মার্কডাউন বেশ ভালভাবে আয়ত্ব করেছেন, যা আপনার উত্তরপত্র দেখে বোঝা যাচ্ছে। অনেক শুভ কামনা রইল আপনার জন্য।আর একটু বানান গুলো আবার দেখে নেবেন।

জি ভাইয়া মার্কডাউন এর ব্যবহার ব্যাপক।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

আমরা যদি আমাদের পোষ্টের এবং লেখার মাধুর্যতা বাড়াতে চাই তাহলে মার্ক ডাউন শেখার কোন বিকল্প নাই। আর লেবেল থ্রি তে মার্ক ডাউন খুব সুন্দরভাবে বোঝানো হয়। আপনি খুব সুন্দর করে গুছিয়ে লেভেল থ্রি এর পরীক্ষা দিয়েছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে আপু ।

 2 years ago 

মার্কডাউন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।যেটি পোস্টটিকে আরো সুন্দর ও সাজিয়ে তুলতে সাহায্য করে।আশা করি আপনি লেভেল 3 ভালোভাবে অর্জন করতে সক্ষম হবেন।শুভকামনা রইলো আপনার জন্য।

ঠিক বলেছেন।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67275.57
ETH 3480.50
USDT 1.00
SBD 2.67