ওল্ড ইউনিক ডুডল আর্ট: অরেঞ্জ জুস

আসসালামু আলাইকুম ,

আমি @siddiqua বাংলাদেশ হতে। সবাই কেমন আছেন ,আসা করি ভালোই আছেন ,আমিও বেশ আছি।আজ আমি হাজির হয়েছি নতুন এক শিল্প নিয়ে যা কিনা ডুডল আর্ট নামে পরিচিত।

ডুডল আর্ট বলতে,সাধারণত হিবিজিবি আর্টকে বুঝায় অনেকটা ম্যান্ডেলার মত ।তবে ডুডল আর্ট ওল্ড আর্ট নামে পরিচিত।ডুডল আর্ট গুলো দেখা মাত্রই বুঝা যায় না কি আঁকা হয়েছে ,তবে একটু একটু ভালো করলে কি আঁকা তা বুঝা যায়।

ডুডল আর্ট করতে ধৈর্য আর সময়ের দরকার ,তাই আজ আমি একটু সময় আর ধৈর্য নিয়ে একে নিলাম ডুডল আর্ট ।আর তাই আপনাদের সাথে শেয়ার করছি ।

BeautyPlus_20221102224220806_save.jpg

ডুডল আর্ট করতে আমি যে উপকরণ ব্যবহার করেছি তা নিন্মরূপ:

নংউপকরণ এর নাম
০১সাদা কাগজ
০২পেন্সিল
০৩পেন্সিল কম্পাস
০৪কালার পেন

প্রথম ধাপ

একটা কাগজে পেন্সিল কম্পাসের সাহায্যে বড় একটা বৃত্ত দেই।

IMG_20221102_212911_01.jpg

দ্বিতীয় ধাপ

আমি একটি কাচের গ্লাসের শেপ দেওয়ার চেষ্টা করছি ।

IMG_20221102_213422__01.jpg

তৃতীয় ধাপ

আমি একটি সম্পূর্ণ কাচের গ্লাসের চিত্র একে নিয়েছি

IMG_20221102_213613__01.jpg

চতুর্থ ধাপ

এখন আমি কিছু লেবুর অংশ কাটা আর একফালি অরেঞ্জ এর অংশ একে নিয়েছি।

IMG_20221102_214126__01__01.jpg

পঞ্চম ধাপ

এখন আমি পুরা ডিজাইন টা কালার পেন দিয়েই করবো।

IMG_20221102_214616__01__01.jpg

ষষ্ঠ ধাপ

অরেঞ্জ এর ফালি টা কে কালো রং দিয়ে হাইলাইট করে নিয়েছে।

IMG_20221102_214719.jpg

সপ্তম ধাপ

অরেঞ্জের ফালিকে পূর্ন রূপ দেওয়ার চেষ্টা।

IMG_20221102_214910__01.jpg

অষ্টম ধাপ

কাচের গ্লাসে জুসের অবয়ব আঁকবো

IMG_20221102_220042__01__01.jpg

নবম ধাপ

এখন আসে পাশের ফুল গুলো কালার করার পালা
IMG_20221102_221314__01__01.jpg

দশম ধাপ

এখন পিছনের ব্যাকগ্রাউন্ড এ নকশা করবো।
IMG_20221102_221541__01__01.jpg

শেষ ধাপ

এবং ফাইনালি সিঙ্গনেচার দিয়ে আঁকা শেষ করবো।

IMG_20221102_222814__01.jpg

এবং হয়ে গেলো আমার ডুডল আর্ট ☺️☺️

BeautyPlus_20221102224220806_save.jpg

আর্ট টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

ওয়াও অসাধারণ ডুডল আর্ট এর মাধ্যমে অরেঞ্জ জুস বানিয়েছেন। একদম অসাধারণ লাগলো আমার কাছে। এগুলো তৈরি করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আমার কাছে আপনার অরেঞ্জ জুস খুব অসাধারণ লাগলো।

ধন্যবাদ ,আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ড্রইং সত্যিই অনেক ইউনিক ছিল এবং আপনি অনেক চমৎকার হবে আর ড্রইং টি ফুটিয়ে তুলেছেন। তবে আপনার এক্টিভিটিস অনেক কম আপনি অন্যের পোস্ট পড়েন না বললেই চলে। আশা করি আপনি আপনার এক্টিভিটিস বাড়াবেন। এরপর ও যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লেভেল ৩ এ আমাকে প্রশ্ন করতে পারেন।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য,এখন থেকে আমি চেষ্টা করবো আমার কার্যক্রম বৃদ্ধি করতে।

ডুডল আর্ট নামটা একদম নতুন শুনলাম। আর ব্যাপারটা নিয়ে এই প্রথম জানলাম। বেশ মজার একটা কনসেপ্ট ছিল। ছবিটা টা মারাত্মক সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন টা চোখে লাগার মত ছিল একদম 👌। সত্যি বলতে প্রথমে ভেবেছিলাম পৃথিবীর মানচিত্র হয়তো 😉, পরে ভেতরে এসে থিম টা জানলাম 😊। অনেক ভালো লেগেছে।

ডুডল আর্ট গুলো দেখা মাত্রই বুঝা যায় না কি আঁকা হয়েছে ,তবে একটু একটু ভালো করলে কি আঁকা তা বুঝা যায়

লাইনটা তে "বোঝা" করে দিলে হয়তো একটু বেশি সুন্দর লাগতো আপু। 🙏

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য ।আর আপনি খুবই বিচক্ষণ ছোট ভুল তাড়াতাড়ি ধরতে পারেন ,আমি ঠিক করে দিচ্ছি ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64186.90
ETH 2759.80
USDT 1.00
SBD 2.66