ধনী হবার নিঞ্জা টেকনিক||মানি ম্যানেজমেন্ট

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও বেশ ভালই ছিলাম।কিন্তু মাসের শেষে এখন অর্থ সংকটে আছি।আবার আজকে কি নিয়ে পোষ্ট দেব সেটাও ভেবে পাচ্ছিলাম না।

IMG_20220726_214949.jpg
সোর্স
জ্ঞানীগুণী মানুষ বলেছেন,সমস্যার মাঝেই সমাধান লুকিয়ে থাকে।তাই দুই সমস্যা নিয়ে একসাথে চিন্তা করতে বসলাম এবং তখনই মাথায় এলো মানি ম্যানেজমেন্টনিয়ে পোষ্ট লিখলে কেমন হয়? ব্যাস লিখতে বসে গেলাম। গুরুজনেরা কিন্তু ঠিকই বলেছেন, সমস্যার মাঝেই লুকিয়ে আছে সমাধান।

টাকা হলো দ্বিতীয় ঈশ্বর।আপনি মুখে যতই বলুন না কেন জীবনে টাকা পয়সার কোন দরকার নাই,কিন্তু মনে মনে আপনি কখনোই টাকার গুরুত্ব অস্বীকার করতে পারবেন না।আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ জীবনে প্রচুর টাকার প্রয়োজন।কারো জীবনে টাকা কখনো বেশি হয়না।

ধনী হতে গেলে তো প্রথমে টাকা ইনকাম করতে হবে।যদি আপনি বড়লোক বাবার সন্তান হন সেটা আলাদা ব্যপার।কিন্তু বাবার সম্পত্তি নিয়ে গর্ব করা টা কোন কাজের কথা নয়। তাই সবার উচিৎ নিজে উপার্জন করা।নিজের উপার্জনের মাঝে আলাদা সুখ আছে।টাকা উপার্জনের জন্য প্রয়োজন টাকার ক্ষুধা।আপনার যদি টাকার ক্ষুধা না থাকে তাইলে দেখবেন টাকা আপনার কাছে ধরা দেবে না।

ধনী হওয়া টাকা আয়ের উপর নির্ভর করে না,নির্ভর করে আপনি সেই টাকা কিভাবে ব্যয় এবং ব্যবহার করছেন তার উপর।

এখন টাকা আপনি উপার্জন করছেন ঠিকই কিন্তু দিনশেষে আপনিও আমার মত দেউলিয়া। এটা কেন হচ্ছে?
এটা হচ্ছে মানিম্যানেজমেন্ট এর অভাবের কারনে।টাকা যখন আসবে, তখনই আপনার খরচ করতে ইচ্ছা করবে। আর আপনি দেখবেন করেও ফেলেছেন।এই খরচের সময়েই কিছু কৌশল আপনাকে অবলম্বন করতে হবে

মিতব্যয়ী এবং কৃপণের মাঝে পার্থক্য বুঝতে শিখুনঃ

মিতব্যয়ী হচ্ছে যে বুঝে শুনে ব্যয় করে।অন্যদিকে কৃপণ হচ্ছে সেই ব্যক্তি যে শুধু আয় করে কিন্তু ব্যয় করার সময় পাজরের হাড় খুলে আসে।এই ধরনের ব্যক্তির কাছে দুনিয়ার সব টাকা থাকলেও এরা সুখী হতে পারে না।তাই কখনোই কৃপণ হওয়া যাবে না।

জরুরী প্রয়োজনের জন্য কিছু টাকা আলাদা রাখুনঃ

প্রথমে আপনার বেতন যখন আপনার হাতে আসবে তখন সেই বেতন থেকে ১০% আপনি আলাদা করে রাখুন।আমাদের জীবনে বিপদ কখন আসবে আমরা কেউ জানিনা।আজ হয়ত আপনি ভাল উপার্জন করছেন,কিন্তু কাল যে আপনার চাকুরী যাবে না তার তো কোন নিশ্চয়তা নেই,অথবা দেশে যে কোন জরুরি অবস্থা আসবে না এমন তো নয়।এই টাকা টা শুধু মাত্র সেই সময়ে ব্যবহার করবেন।

খরচ করুন স্মার্ট ভাবে

আমাদের জীবনে খরচ অপরিহার্য একটি বিষয়।কিছু খরচ থাকে নির্দিষ্ট। যা আমরা চাইলেও কমাতে পারব না।যেমন আমার কলেজে যাওয়ার গাড়িভাড়া ১০০টাকা।আমি কিন্তু চাইলেই এটি কমাতে পারব না।তাই প্রথমেই আমাদের এই ধরনের প্রয়োজনীয় খরচ গুলো চিহ্নিত করতে হবে এবং তার টাকা আলাদা করে রাখতে হবে।কোন কিছু কেনার আগে নিজেকে জিজ্ঞেস করুন এই জিনিস কি আসলেই আমার প্রয়োজন? এটি ছাড়া কি আমার চলবেই না? যদি উত্তর হ্যা হয় তবে কিনে ফেলুন,আর উত্তর না হলে কেনার দরকার নেই।

খরচের হিসাব রাখতে হবে

আমরা যখন হিসাব ছাড়া খরচ করব তখন খরচের উপর আমাদের লাগাম থাকবে না।কিন্তু যখন আপনি হিসাব রাখবেন তখন নিজের আয়ের সাথে তুলনা করতে পারবেন এবং নিজের অজান্তেই সচেতন হবেন।তাই সব সময় আপনার খরচের হিসাব রাখুন।

সঞ্চয় করুনঃ

জরুরী সময়ের সঞ্চয় ছাড়াও আলাদা সঞ্চয় করা প্রয়োজন।এটি আপনার ভবিষ্যতের জন্য।অপ্রয়োজনীয় ব্যয় কমান।এক দুইবার ভাল রেস্টুরেন্টে খাওয়া যেতেই পারে কিন্তু তাই বলে প্রতিদিন খেতে যাওয়া বিলাসিতা।এগুলো বিলাসিতা ত্যাগ করতে হবে।

বিনিয়োগ করুনঃ

শুধু সঞ্চয় করলে হবে না। আপনি যদি সঞ্চয় করেন তাইলে আপনার টাকা বসে থাকল।সেখানে থেকে আপনি কোন লাভ পাচ্ছেন না।তাই আপনাকে আপনার টাকা কোথাও বিনিয়োগ করতে হবে।যেমনঃআমাদের অনেকের আইডি তে হাজার হাজার স্টিম আছে এই স্টিম গুলো অলস বসিয়ে না রেখে আমরা যদি কোথাও ডেলিগেট করি তবে কিন্তু আমাদের স্টিম পাওয়ার ঠিকই থাকবে আর লাভ হিসেবে আমরা কিউরেশন রিওয়ার্ড ও আরো অনেক সুযোগ সুবিধা পাব।এখানে লসের কোন সম্ভাবনা নেই। তবে বাস্তব জীবনে টাকা বিনিয়োগ করতে হবে চিন্তা ভাবনা করে।কারন টাকা বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা আছে।তাই চিন্তা ভাবনা করে বিনিয়োগ করবেন।আর সম্পূর্ণ টাকা একসাথে একই জায়গায় বিনিয়োগ করবেন না।

একটি পরিকল্পনা করুনঃ

মানি ম্যানেজমেন্ট সম্পূর্ণ টাই নির্ভর করে পরিকল্পনার উপর। আপনার নির্দিষ্ট পরিকল্পনা না থাকলে আপনি দিনশেষে কোথাও পৌছাতে পারবেন না।কিন্তু আপনার যদি একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকে তাইলে দেখবেন আপনি পুরোপুরি না হলেও সেটার অত্যন্ত কাছাকাছি পৌছে গেছেন।এবং এই পরিকল্পনাই আপনাকে উৎসাহ যোগাবে সঠিক রাস্তায় থাকতে।

বাইশে শ্রাবণ চলচ্চিত্রে একটি বিখ্যাত সংলাপ আছে।সংলাপ টি হল

"জীবনে ডাল-ভাত এবং বিরিয়ানীর তফাৎ বুঝতে শেখো,একটা হলো নেসেসারি আরকেটা লাক্সারি"
।ঠিক তেমনি আমাদের নিজেদের প্রয়োজনীয়তা গুলো বুঝতে হবে এবং অপ্রয়োজনীয় খরচ বাদ দিতে হবে।যেখানে আমার কাজ ফ্যান দিয়ে হচ্ছে সেখানে এসি কেনাটা বিলাসিতা।আর বিলাসিতা অবশ্যই পরিত্যাগ করতে হবে।
অগ্রীম শুভ কামনা

Sort:  
 2 years ago 

এখন থেকে আপনার ধনী হওয়ার টেকনিক গুলো মেনে চলার চেষ্টা করবো। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। এতো সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।দোয়া রাখবেন যাতে এমন আরো পোষ্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি।

 2 years ago 

বেশ ভালো এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উপস্থাপন করেছেন খুবই ভালো লাগলো, মনে থাকবে এগুলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

উৎসাহ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ।আশা করি এরকম আরো পোষ্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে পারব।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59203.63
ETH 2522.75
USDT 1.00
SBD 2.51