ধনী vs ধনী

in আমার বাংলা ব্লগ6 months ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসি। আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে আমার উপলব্ধির দ্বিতীয় পর্ব শেয়ার করব। বলতে পারেন এটা আমার সিরিজ এর দ্বিতীয় অংশ।


সোর্স

গতকাল একটি ওয়েব সিরিজ এর রিভিউ শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সিরিজের দুইটি ক্যারেক্টার এর মাঝে একজন জিমি। জিমির স্বপ্ন ছিল বড়লোক হওয়া।কারন তার বড়লোক মামা তাদের গরীব বলে অবহেলা করত।আর এই অবহেলার জন্যই জিমির ভাই মারা যায়। যার শোকে তার মা মারা যায়। এজন্য সে বড়লোক হয়ে তার বড়লোক মামার থেকে বদলা নিতে চায়। এজন্য সে সব কাজ করতে রাজি। তার এরূপ বৈশিষ্ট দেখে অপর ক্যারেক্টার প্রশান্ত তাকে জিজ্ঞেস করে তুই বড়লোক হয়ে বড়লোক মামার থেকে বদলা নিবি তাইলে তুইও তো তার মতই হয়ে গেলি।

তখন জিমি একটা কথা বলে, যে কথাটা আমার প্রচন্ড মনে ধরে। কথাটা নিয়ে অনেক ভাবলাম। প্রশান্ত যখন জিজ্ঞেস করে "তুই ও তো বড়লোক হয়ে তোর মামার মতই হবি।"তখন জিমি বলে বড়লোক আর ধনী দুইজন এর মাঝে পার্থক্য আছে ভাই। সব বড়লোক ধনী না৷ দুজনের মাঝে বিস্তর ফারাক। আমি মামার মত ধনী হলেও, কখনোই মামার মত হব না। কেন সে মামার মত হবে না তা সেখানে বলা হয়নি। কিন্তু আমি জিনিসটা নিয়ে বেশ ভেবেছি। এই ভাবনা চিন্তা গুলাই শেয়ার করব।

ধনী কে? যার ধন আছে সেই ধনী।আর বড়লোক কে? বড়লোক হল সে যার বড় একটা মন আছে,সেই সাথে ধন থাকতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই(আমার বিচারে)। তবে আজ আলোচনা করব ধন আছে এমন বড়লোকের কথা। প্রথমে বলি ধনীদের কথা(এখানে যে ধনীর কথা বলা হয়েছে)। ধনী হল তারা যাদের অনেক ধন সম্পদ আছে,কিন্তু তারপরেও তারা সন্তুষ্ট নয়। তারা চিন্তায় থাকে কিভাবে আরো বেশি সম্পদশালী হওয়া যায়। তার এই সম্পদ এর নেশার বলি যদি কোন গরীব মানুষও হয় তারপরেও সেটা তার দেখার বিষয় নয়। নিজের বাইরে সে কারো কথা ভাবতে পারে না। সমাজের কোন উপকার তো তাদের দ্বারা হয় ই না,বরং তারা নিজের সম্পদের জন্য সমাজের ক্ষতি করে।
রবীন্দ্রনাথ ঠাকুরের দুবিঘা জমির বাবু তার উৎকৃষ্ট উদাহরণ।সমাজেএ অধিকাংশ টাকাওয়ালারাই এই শ্রেণীর।

আর বড়লোক হলেন তারা যাদের টাকা পয়সা ভগবান এর ইচ্ছায় অনেক,কিন্তু এই টাকা পয়সা বা সম্পদের প্রতি তাদের কোন মোহ নেই,নেই কোন অহংকার। তাদের মন হয় আকাশের মত বিশাল। তারা সর্বদা সম্পদ বাড়ানোর চিন্তা না করে চিন্তা করে কিভাবে এই টাকায় সমাজের কাজে লাগে,সমাজের উপকার হয়,মানুষের কষ্ট লাঘব হয় এগুলো। তাদের দ্বারা সমাজ সর্বদা উপকৃতই হয়। যেমন আমাদের বড়দাদা। উনি সর্বদা চেষ্টা করেন সবার উপকার করার,যদিও সেই উপকার ভোগী মানুষ গুলোই তার ক্ষতি করার চেষ্টা করেছিল তারপরেও উনি কখনোই মানুষের উপকার করা বাদ দেন নি৷আমার মনে হয় জিমিও বড়লোক হলে আমাদের দাদার মতই হত। তাই সে বলেছিল তার ও তার মামার মাঝে অনেক ফারাক আছে। তবে সমাজে এমন লোকের সংখ্যা খুবই কম।তবে প্রার্থনা করি এমন লোকের সংখ্যা বৃদ্ধি পাক।

আজকের পর্ব এপর্যন্তই। কেমন লাগল পর্বটি অবশ্যই জানাবেন। সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি মার্জনীয়।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 6 months ago 

আপনার কথাগুলোর সাথে আমি একমত।
ধনী আর বড়লোকের মাঝে বিস্তর ফারাক রয়েছে। বড়লোক চাইলেই ধনী হতে পারে কিন্তু একজন মানসিক বিকারগ্রস্ত ধনী কখনো বড়লোক হতে পারে না। এরা ধন কুবের হয়েও এদের মন ছোট এবং যদি ছোটলোক বলে গালি দিয়েও দেই তবুও এদের শরীরে লাগবে না। কারন এদের একমাত্র টাকার সাথে লেনদেন, কে কি বললো দেখার বিষয় নেই।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ভাল বলেছেন ভাইয়া,ধন্যবাদ সুন্দর মতামত এর জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

গভীর একটি বিষয় নিয়ে লিখেছেন। এই বিষয়টি নিয়ে আগে কখনো এরকম চিন্তা করা হয়নি। ঠিকই বলেছেন ভাইয়া ধনীরা চায় গরিবদের শোষণ করে আরো বেশি ধনী হতে। গরিবদের নিয়ে তাদের কোন চিন্তা নেই। বড়লোক মানেই বড় মনের মানুষ আমার মনে হয় । দাদা একজন বড় মনের মানুষ তার পারফেক্ট উদাহরণ দিয়েছেন। তাছাড়া দাদা যে সব মানুষের উপকার করে দিনশেষে দেখা যায় তারাই তার ক্ষতি করার চেষ্টা করে। ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

 6 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57800.38
ETH 3127.30
USDT 1.00
SBD 2.40