প্রজাপতি||স্ব-রচিত অণু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে শেয়ার করব একটি কবিতা।

pexels-jennifer-murray-1067202.jpg
সোর্স

আমি বরাবরাই বলি কবিতা লিখতে একটি ভাব লাগে। আর এই ভাব কখন কিভাবে চলে আসে তা বলা যায়না।রাস্তায় হাটতে হাটতেও চলে আসে আবার রাতে ঘুমের মাঝেও চলে আসতে পারে।আমার এক ছোট ভাই আছে। সে বেশ ভাল লেখালেখি করে।তো একবার ঘুমিয়েছি। হঠাৎ রাত ৩টায় দেখি ঘরের মাঝে কে জানি হাটাহাটি করছে।আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ভূত ভেবে। পরে দেখি আমার ছোট ভাই হাটছে।তারপর ওকে বার বার জিজ্ঞেস করছিলাম ভাই কি সমস্যা। সে কোন উত্তর দিচ্ছিল না।পরে ২.৩০ঘন্টা পর সে থামে।

পরের দিন সকালে তাকে জিজ্ঞেস করলে সে বলে দাদা আমার মাথায় কবিতার ভাব এসেছিল।যদি সকালের জন্য অপেক্ষা করতাম তাইলে কবিতাটি শেষ করতে পারতাম না। আর তোমার কথার উত্তর দিলে মনযোগ নষ্ট হত।তাই উত্তর দিতে পারিনি।

তখন ওর উপর রাগ হয়েছিলাম।কিন্তু এখন বুঝি যে কথাটা কতটা খাটি।আমার এই কবিতাটি মাঠে বসে থেকে প্রজাপতি দেখতে দেখতে। ভুলে যাব জন্য ফোনের নোট প্যাডে লিখে রেখেছিলাম।আজ তা আপনাদের সাথে শেয়ার করব।

প্রজাপতি

উড়ে যায় প্রজাপতি
গতি তার ধীর অতি
উড়ে চলে চারিদিকে
ফুলকেই কি খোজে সে?

ফুল কেই সে খোজে
ফুল ই শুধু তাকে বোঝে,
পায় যদি ফুল খুজে
উড়ে গিয়ে কাছে বসে
জড়িয়ে নেয় গভীর আনন্দে।

শুরু হয় ফিসফাস
দুই সখীর প্রাণের গল্প
আমি শুনি পেতে দিব্য কান
এই কান ভগবানের দিব্য দান।

চাইলে মন থেকে শোনা যায়
সবার বলা গল্প
যদিও তাদের নেই কোন ভাষা
তাও যায় শোনা যদি থাকে আশা।

শুনলাম তাদের জমানো কথা
সুখ দুখের শত গাথা
তাদের মনের জমানো ব্যাথা
ছোট বলে বুকে জমানো
কথা নেই নেহাৎ অল্প।

গল্প শেষ হলে পরে
প্রজাপতি গেল উড়ে,
ফুল রইল একা পরে
রইল সে পথপানে চেয়ে
প্রজাপতির ফেরার আশায়।

ব্যক্তিগত মতামতঃ

প্রাজপতি আর ফুল দুজন দুজনের স্বার্থকতার কারন।প্রজাপতি ছাড়া ফুল তার জীবনের লক্ষ্য ফলে পরিণত হতে পারে না।আবার ফুল না থাকলে প্রজাপতির জীবন বৃথা।তাই তারা একে অপরের পরিপূরক আর প্রিয় বন্ধু।তার একে অপরের প্রতীক্ষায় থাকে।আর সেই সাথে তাদের মনে জমানো থাকে হাজারো গল্প।ফুল ও প্রজাপতির দেখা হলে সেই গল্প চলতে থাকে দিনভর। মনের কান দিয়ে শুনতে হয় সেসব গল্প।

আজকের আয়োজন এপর্যন্তই।কেমন লাগল কবিতাটি তা অবশ্যই জানাবেন।সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg























Sort:  
 2 years ago 

ঠিক বলছেন মাথাই এমন সময় কবিতার ভাব গুলো চলে আসে যখন সুযোগ থাকে না লেখার। বিশেষ করে আমার এমন পরিস্থিতি হয় যখন আমি রান্না করে করতে যায়।আপনি ঠিক বলছেন যখন ঘুমাতে কিংবা হাঁটতে যাওয়া কিংবা অন্য কিছু কাজ করতে গেলে কবিতাকে কিংবা অন্য কিছু অনেক মনে পড়ে।যখন আবার মন দিয়ে লিখতে বসি তখন সে ভাবটা আসে না।অনু কবিতা প্রজাপতি লিখেছেন অনেক সুন্দর হয়েছে কবিতাটি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ছোট ভাই ঠিক বলেছে যখন তার মনের মধ্যে কবিতার ছন্দ গুলো ঘুরপাক খাচ্ছিলো তখন আপনার কথার উওর দিলে সব ভুলে যেত। সে বুদ্ধি করে তা মোবাইলের নোট প্যাডে লিখে রেখেছে। আজ আপনি সেই কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। এছাড়া এই কবিতা পড়েও খুব ভালো লাগলো।ধন্যবাদ আপনার সেই ছোট ভাইকে যে এত সুন্দর কবিতা লিখেছে।

 2 years ago 

আপু কবিতাটি আমারই।আমার ভাই লেখেনি।যেহেতু আপনি লেখকের প্রশংসা করেছেন,ধরে নিলাম আপনি আমারই প্রশংসা করেছেন।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে ভাইয়া কবিতা যদিও আগে লেখতাম কিন্তু অনেক দিন যাবৎ লেখি না। তবে এটা সত্যি বলেছেন কবিতা লিখতে গেলে সুন্দর মন নিয়ে নিরিবিলি সময় লিখতে হয়।আপনি মাঠে বসে প্রজাপতিকে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন।কবিতার প্রত্যেকটি ভাষা অনেক সুন্দর হয়েছে। আপনার কবিতাটি এক কথায় অসাধারণ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু অসাধারণ প্রশংসামূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

কবিতা সম্পর্কে আমি তেমন কিছু বুঝিনা। কিন্তু কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে। আপনার কবিতাটি পড়েও আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।আপনার জন্যেও শুভ কামনা রইল।

 2 years ago 

কবিতা লিখতে ভাবের দরকার হয়।আয়োজন করে বসলে একটি লাইনও আসে না। যাই হোক প্রজাপতি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছে পড়ে ভাল লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

চমৎকার একটি কলিতা লিখেছেন দাদা ৷ আসলেই কবিতা লিখতে ভাব লাগে ৷ আর এই ভাব কখন আসলে বলা মুশকিল ৷ আপনার ছোট ভাইও ঠিক বলেছেন ৷ যাই হোক অনেক সুন্দর হয়েছে প্রজাপতির অনু কবিতাটি ৷ চমৎকার লিখেছেন ৷ পড়ে অনেক ভালো লাগলো , ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই এমন উৎসাহ মূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ্ খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। সত্যিই যখন ভিতর থেকে ভাবনাটা বেরিয়ে আসে তখনি আবেগ দিয়ে কবিতা লেখা যায় ।আমি পারিনা ঠিকই কিন্তু আপনার ভাইয়ের রাতে উঠে কবিতা লেখার মতো অনেক কবিদের এমন ঘটনা শুনে বুঝেছি। যাইহোক খুব ভালো একটা কবিতা লিখেছেন আপনি। সত্যিই ফুল ছাড়া প্রজাপতি তার লক্ষ্যে পৌঁছায় না আর প্রজাপতি ছাড়া ফুল।

 2 years ago 

অনেক ধন্যবাদ।অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্য থেকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43