পেট ভরে কিন্তু চোখ ভরে না।

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী। আশা করি সবাই ভাল আছেন।আমিও বেশ আছি। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব।

pexels-cottonbro-studio-5920930.jpg
সোর্স

চলছে শীতকাল। শীতকাল মানেই বিয়ে শাদি,মামার বাড়ির পিঠার দাওয়াত।আমি গত কয়েকদিন যাবৎ শুধু দাওয়াতের উপরেই আছি।আর দাওয়াত মানেই পেট পুরে খাওয়াদাওয়া।

এখন নিজের বাড়ির অনুষ্ঠান হলেই আমাকে দেওয়া থোয়া করতে হয়। এখন সেই অভিজ্ঞতা থেকে ১টি গল্প শুনাই

কিছুদিন আগে আমাদের পিকনিক এ পরিবেশনের দায়িত্বে ছিলাম আমি আর এক আন্টি। পোলাও ডেকছি থেকে বের করে একটি বড় পাত্রে রাখা হয়েছিল সেখানে থেকেই আমরা ছোট ছোট গামলায় রেখে সবাইকে দেওয়ার ব্যবস্থা করা হয়।আর ডেকচি চুলার পাড়েই রাখা ছিল।আমি এই সময় খেলার গিফট কিনতে গিয়েছিলাম।আসার পর পোলাও যেন কম কম মনে হচ্ছিল।

যাই হোক আমি বেশি মাথা না ঘামিয়ে সবাইকে দিলাম।একপর্যায়ে শেষে যারা বসেছিল তাদের পোলাও কম হয়ে যায়। এদিকে আমাদেরও পোলাও শেষ।ফলাফল তাদের পেট ভরে খাওয়াতে পারি নি।আমার মনে সন্দেহ ও আসে নি ঐ আন্টি কোন কারচুপি করতে পারে। কারন উনি সব সময় সবাইকে জ্ঞান দিতেন সৎ থাকতে।নিজের মন মানষিকতা কত বড় সেই নিয়ে গল্প করতেন।যাই হোক খাওয়ানো দাওয়ানোর পর সবার কাছে মাফ চেয়ে নিলাম খাবার কম হওয়ার কারনে।

কিন্তু এরপর সবাই যখন চলে গেল তখন আন্টি দেখি সেই ডেকচি থেকে পোলাও বের করে গামলা বোঝাই করছে।আমার তো দেখেই মেজাজ খারাপ।উনি প্রায় ৭-৮জন লোকের পোলাও লুকিয়ে রেখেছিলেন।আর এদিকে আমি শেষের মানুষদের ঠিকভাবে খাওয়াতে পারলাম না।উনাকে এর কারন জিজ্ঞাসা করতে উনি রেগে গেলেন।আমাকেই কথা শোনানো শুরু করলেন যে সারাদিন পরিশ্রম করেছেন। এগুলো নাকি উনার প্রাপ্য।

এখন উনারা মানুষ ২জন। উনি আর উনার হাজবেন্ড।তাইলে উনি ৭-৮জন ওর পোলাও কেন লুকিয়ে রাখলেন জিজ্ঞেস করলাম।উনি বললেন ফ্রিজে রেখে খাবেন।আর কথা বাড়ালাম না।কারন শরীর ক্লান্ত ছিল।উনার সাথে তর্ক করতে ইচ্ছা করছিল না।আর উনার ঝগড়া করার অভ্যাস আছে।তাই বাদ দিলাম।কিন্তু ঘটনা এখানেই শেষ না।

পরের দিন দুপুরে দেখি উনি প্রায় সব টা পোলাও ফেলে দিচ্ছেন।এটা দেখে আমার মেজাজ আবার সপ্তমে চড়ে গেল।প্রথমত উনার এই লোভের জন্য পিকনিকে আমার মাথা হেট হয়েছে।আর দ্বিতীয়ত উনি যদি খেতেন তাও নিজেকে শান্তনা দিতাম।কিন্তু উনি জিনিস গুলো প্রায় পুরোটাই নষ্ট করলেন।এবার আর চুপ করে না থেকে আমি চার্জ করলাম উনার এই কৃতকর্মের জন্য।

যেহেতু পিকনিক এর সবাই পড়ার,তাই বাকি সবাইকে ডেকে বললাম গতকালের পোলাও কম হবার কারন।সবাই উনার এই ব্যবহারে অবাক।কারন আগেই বলেছি উনি সবাইকে সারাদিন নীতী বাক্য শোনাতেন।তারপর উনি সবার কাছে সরি বলেন।

এখন এই যে উনার এই লজ্জিত হওয়া।এর পেছনে কিন্তু শুধু মাত্র একটি কারন দায়ি ছিল।সেটি হল লোভ।উনি উনার লোভ কে সামলাতে পারেন নি।উনি যদি অনুষ্ঠান টি ভালভাবে শেষ করে বাকি সব নিয়ে যেতেন তাইলে কেউ কিছু বলত না।কিন্তু উনি লোভের বশবর্তী হয়ে উনি বাকিদের টাও নিজে বগলদাবা করেন।

আমাদের এই আন্টির মত মানুষ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে।যাদের প্রয়োজন কম,কিন্তু তাদের লোভ সীমাহীন।তারা অন্যের হকের টাও খেয়েফেলে।এতে তারা একটি ভারসাম্যহীনতার সৃষ্টি করে সমাজে।তাদের কারনে সমাজের বাকিরা বঞ্চিত হয়।আবার তারা হজমও করতে পারেনা।

তো আমাদের উচিৎ আমাদের নিজের লোভ কে সংবরণ করা।নিজেকে স্বল্প তে খুশি রাখার চেষ্টা করা।লোভ আমাদের সম্মান কে শেষ করে দেবে একসময়। আশা করি সবাই নিজেদের লোভ কে ভালভাবে দমিয়ে রাখবেন।

আজকের পোস্টটি এপর্যন্তই।আশা করি পোস্টের মেসেজটি বুঝতে পারবেন।সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
Sort:  
 2 years ago 

জী ভাইয়া আপনি ঠিক বলেছেন আন্টির কাজটা ঠিক হয়নি। তারা দুইজন মানুষ দুই জনের খাবার নিতো। উনি লোভে পড়ে এতগুলো খাবার নিয়ে নষ্ট করলেন। যায়হোক সবার উচিত নিজের লোভ লালসাকে নিয়ন্ত্রন করা। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একদম ঠিক বলেছেন বেশি লোভ ভাল না। লোভ করে এত খাবার নিয়ে শেষে নষ্ট করা ঠিক হয়নি। লোভে পাপ পাপে মৃত্যু।ব্লগটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এরকম ঘটনা তো এখন অহরহ ঘটে যাচ্ছে। এখন তো বেশিরভাগ মানুষই লোভী হয়ে উঠছে। যারা লোভ করে এবং সেই লোভের কারণে অন্যদেরও ক্ষতি হয়। ওই আন্টিটি ৭-৮ জনের খাবার নষ্ট করে ফেলেছেন লোভের জন্য। কিভাবে লোভ করে অনেক মানুষের খাবার নষ্ট করে ফেলেছে ওই আন্টিটি। সবশেষে উনার মুখোশ সবার মাঝে এসেছে এটা জেনে ভীষণ ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন আন্টির মত এরকম মানুষ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। পুরোটা পড়ে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

পুরোটা পড়ে এমন সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

মানুষ লোভের কারণে কত কিছুই না করে। এত লোভ করার কি দরকার একদিন তো সবাই চলেই যাব। ওই আন্টি নিজের লোভের কারণে অন্যদেরকে ভালো করে খেতে দেন নি। ফ্রিজে রেখে খাবেন বলেছিলেন যদি উনি খেয়ে নিতেন তবুও ভালো হতো। কিন্তু ফেলে দিলেন এর কারণে আরো খারাপ লাগারই কথা। কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু। এই লোভের কারণে তিনি সবার মাঝে অপমান বোধ
করলেন। এরকম মানুষগুলো এখন তো সব জায়গাতেই দেখা যাচ্ছে। এই আন্টিটির লোভের জন্য আপনি শেষের মানুষদের পেট ভরে খাওয়াতে পারেননি।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটির জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 54034.48
ETH 2262.26
USDT 1.00
SBD 2.31