ব্ল্যাডি ড্যাডি ||মুভি রিভিউ

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি৷ আজ আপনাদের মাঝে একটি মুভির রিভিউ নিয়ে হাজির হয়েছি।তো চলুন শুরু করা যাক।

IMG_20230618_153105.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

আজকে সকাল বেলা ছুটি।কোন স্টুডেন্ট নেই। ভাবলাম জমিয়ে ঘুম দেব,কিন্তু কপাল এত খারাপ যে ভোর পাচটা না বাজতেই ঘুম ভেঙ্গে যায়। আকাশ মেঘলা তাই বাইরে যে হাটতে যাব তারও উপায় নেই। গড়া গড় করে আর কত সময় কাটানো যায়? তাই ভাবলাম মুভি দেখা যাক। সেই মুভির রিভিউ ই এখন শেয়ার করব আপনাদের সাথে।

সংক্ষিপ্ত বর্ণনা

মুভির নামব্ল্যাডি ড্যাডি
জনরাঅ্যাকশন
ভাষাহিন্দি
ডিরেক্টরআলি আব্বাস জাফর
অভিনয়েশাহিদ কাপুর,ডায়ানা পেন্টি,রনিত রয়,সঞ্জয় কাপুর
রিলিজ ডেট৯/৭/২০২৩

মুভির প্লট

মুভির প্রথম দৃশ্যেই দেখতে পাই দুইজন একটি গাড়ির মাঝে বসে কি যেন পরিকল্পনা করছে।তারপর তারা একটি গাড়িতে ইচ্ছাকৃত ধাক্কা লাগায় এরপর গুলি করতে থাকে।এবং ঐ গাড়ির লোকদের বের করে এনে তাদের থেকে একটি ব্যাগের কথা জানতে চায়।এরপর আমরা দেখতে পাই ব্যাগের ভেতর কোকেন।আক্রমনকারীরা যখন ব্যাগ চেক করছিল তখন একজন পালিয়ে যাওয়ার চেষ্টায় ধস্তাধস্তি শুরু করে।

Screenshot_2023-06-18-11-49-23-099_com.google.android.apps.docs.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

তখন আক্রমনকারীর একজনের মুখোশ খুলে যায়৷ তখন আমরা বুঝতে পারি আরে এটা তো সুমির।এরপর তারা একজন কে মেরে ফেলে আরেকজন পালিয়ে যায়৷ তখন দেখা যায় সুমিররা চোরের উপর বাটপারি করে এই কোকেন গুলো নিজেদের জন্য রেখে দেয়।মারামারির সময় সুমির আঘাত পায়।তাই তার বন্ধুকে সেই ব্যাগ দিয়ে একটি ফার্মেসি থেকে ঔষধ আর ব্যান্ডেজ নিয়ে একটি হোটেলে চলে যায়।

Screenshot_2023-06-18-12-02-41-266_com.google.android.apps.docs.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

হোটেলে আমরা দেখতে পারি সুমির এর একটি ছেলেও আছে যার নাম অথর্ব।সে অথর্ব কে নিয়ে খেতে যায়।তখন তার সাথে সুমির এর একটু কথা কাটাকাটি হয়।তখন আমরা জানতে পারি সুমির ডিভোর্সড।তার স্ত্রী তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেছে।কিন্তু অথর্ব তার বাবার সাথেই থাকার সিদ্ধান্ত নেয়।যা নিয়ে সে এখন আফসোস করছে।

Screenshot_2023-06-18-11-57-04-458_com.google.android.apps.docs.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

খাওয়ার সময় টিভির নিউজে সকালের গোলাগুলির খবর চলে আসে। তখন সুমির অথর্ব কে হোটেলে রেখে আবার চলে যায় ঘটনা স্থলে।তখন জানা যায় যে সুমির আর তার সাথেই সেই লোকটিও পুলিশ।তারা নিজেরা চোরের উপর বাটপারি করে টাকা নিজের পকেটে ঢুকায়। তার একটু পরেই তার সাবেক স্ত্রী তাকে ফোন দিয়ে জানায় অথর্ব কে ফোনে পাওয়া যাচ্ছে না।

Screenshot_2023-06-18-12-05-35-570_com.google.android.apps.docs.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

সুমির বলে হয়ত সে ফোন রেখে বাইরে গেছে।সে খুজে দেখবে এই বলে সে ফোন কেটে দেয়।তখনই তার ফোনে একটি কল আসে৷ কলটি করেছে সিকান্দার, সেই কোকেনের মালিক।সে বলে আমার জিনিস দিয়ে তোমার ছেলেকে নিয়ে যাও।সুমির তখনই ব্যাগ নিয়ে নিজের ছেলেকে ফিরিয়ে আনতে চায়,কিন্তু তার সহকারী তাকে ব্যাগ দিতে অস্বীকৃতী জানায়। কারন তাদের বস নাকি অলরেডি ডিল করে ফেলছে।কিন্তু সুমির তাও জোর করেই ব্যাগ নিয়ে চলে যায়।

Screenshot_2023-06-18-12-39-01-561_com.google.android.apps.docs.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

সুমির কে একটি হোটেল এ ডাকা হয়। হোটেলে একটি বিবাহ অনুষ্ঠান চলছে।এখন ব্যাগ পাওয়ার পর যদি সুমির কে মেরে ফেলা হয় এটা ভেবে সুমির ব্যাগ টা কে লুকিয়ে রেখে শুধু একটি প্যাকেট নিয়ে সিকান্দার এর সাথে দেখা করে।সিকান্দার তাকে তার ছেলেকে দেখায় এবং বলে আমি ব্যবসায়ী।খুন খারাপি করতে চাইনা।আমার শুধু ব্যাগ দরকার।তুমি ব্যাগ নিয়ে এসে ছেলেকে নিয়ে যাও।এরপর সুমির যায় আবার ব্যাগ আনতে।কিনতু গিয়ে দেখে ব্যাগ নেই।

ব্যাগ কোথায় গেল? এখন সুমির অথর্ব কে কিভাবে উদ্ধার করবে? আর এই তৃতীয় পক্ষই বা কে যা বাটপারের উপর ডাকাতি করেছে? জানতে হলে দেখে ফেলুন মুভিটি।

ব্যাক্তিগত মতামত

আজ বিশ্ব বাবা দিবস।সন্তানের জন্য বাবা কতদূর পর্যন্ত যেতে পারে তা নতুন করে বলতে হবে না।তবু বাবা দিবসে দেখে ফেলতে পারেন মুভিটি। মুভিটি আর দশটা অ্যাকশন মশালা মুভির মতই। অ্যাকশন গুলোও বেশ ভাল। বেশ কয়েকটা টুইস্ট পাবেন।যদিও মুভিটি একটি বিদেশি উপন্যাস স্লিপলেস নাইট এর উপর রচিত তারপরেও কাহিনিতে কি যেন মিসিং, কি যেন মিসিং এমন একটা স্বাদ পেয়েছি।একটা হোটেল কে ঘিরেই কাহিনী আবর্তিত হয়েছে।আরো কিছু অ্যাড করা যেত।তবে অ্যাকশন গুলো সেই হতাশা দূর কিরে দিয়েছে। তাই হাতে সময় থাকলে দেখে ফেলুন মুভিটি। হ্যাপি ওয়াচিং।

ট্রেইলার

আজকের পোস্ট এপর্যন্তই।কেমন লাগল রিভিউটি অবশ্যই জানাবেন।ভুলত্রুটি মার্জনীয়। সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।
Sort:  
 last year 

এ ধরনের মুভি দেখতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমি এ ধরনের মুভি প্রায়ই দেখে থাকি কিন্তু আপনার এই মুভিটি আমি এখনো দেখিনি। আপনার মুভি র টাইটেল দেখে আমি বুঝতে পারলাম অনেক একশন ছিল মুভিটাতে ধন্যবাদ আশা করি মুভিটি দেখে নেব।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আমার ক্ষেত্রেও এমন হয় যেদিন ঘুমাতে চাই সেদিনই দেখা যায় সকাল সকাল ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভেঙে যাওয়াগ বেশ সুন্দর একটি মুভি দেখেছেন দেখছি। সিনেমাটি মনে হলো অনেকটা রহস্যজনিত। ভাবছিলাম যে আপনার রিভিউ পড়ে সিনেমার কাহিনীটা জানতে পারব। আপনিও দেখছি সিনেমার মত রহস্য যে রেখে রিভিউ শেষ করলেন। যাইহোক সময় পেলে দেখতে হবে। বেশ ভালো মনে হল সিনেমাটি।

 last year 

আমি স্পয়লার দিয়ে দিলে তখন আর সিনেমা দেখতে ভাল লাগবে না।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62065.67
ETH 2429.85
USDT 1.00
SBD 2.68