পেইন্টিং প্রতিযোগীতা||এবিবি কনটেস্ট

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আজ আমি নতুন কনটেস্ট এর জন্য পেইন্টিং পোস্ট করব।

IMG_20230125_212222.jpg

প্রথমেই এমন ব্যতিক্রম একটি কনটেস্ট আয়োজনের জন্য আমাদের বড় দাদা ও অ্যাডমিন মডারেটর প্যানেল কে ধন্যবাদ।আমাদের নিরামিষ জীবনে এমন কনটেস্ট মাঝে মাঝে খাসির রগন জোসের মত কাজ করে।আমি পেইন্টিং এ কখনোই ভাল ছিলাম না।নেহাৎ ক্লাস টেন পর্যন্ত চারুকারু পরীক্ষা পাশ করার জন্য টুকটাক আর্ট করেছি।কিন্তু সেখানে কোটেশন দিয়ে বুঝাতে হত কোনটি গাছ, কোনটি বাড়ি।আজ অনেক দিন পর আবার চেষ্টা করলাম।ভুল হলে নিজ গুণে ক্ষমা করে দিয়েন।

প্রয়োজনীয় উপকরণ

১.এক্রেলিক পেইন্ট।
২.তুলি।
৩.পেন্সিল।
৪.আর্ট পেপার।
৫.রাবার ও শার্পনার।

received_678308664040466.jpeg

কার্যপ্রণালী

প্রথম ধাপ

প্রথমে আর্ট পেপারের উপর একটি অর্ধবৃত্ত একে নেই।এর মাঝে মহাদেশ গুলো একে নিই।

received_570230934986231.jpeg

দ্বিতীয় ধাপ

এরপর একটি ইএফও একে নিই।এটি বহির্বিশ্বের সাথে একদিন আমাদের যোগাযোগ এর প্রতীক।

received_1119998329396762.jpeg

তৃতীয় ধাপ

এরপএ একটি রকেট আর্ট করি। রকেট আমাদের জ্ঞান এর বিকাশের প্রতীক।পৃথিবী থেকে উপরের দিকে উঠে যাওয়া রকেট আমাদের জ্ঞানের ক্রমবিকাশ কে
received_860389628584131.jpeg

চতুর্থ ধাপ

এরপর একটি স্যাটেলাইট আর্ট করি।এটি আমাদের যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন কে বোঝায়।

received_1541720103016588.jpeg

পঞ্চম ধাপ

এরপর মহাদেশ গুলোকে সবুজ রঙ করে নেই।

received_521580153163973.jpeg

ষষ্ঠ ধাপ

মহাদেশ গুলোর মাঝের জায়গা গুলো মহাসাগর। এগুলো কে নীল রং করে নেই।

received_1212252886059323.jpeg

সপ্তম ধাপ

এরপর রকেট,স্যাটেলাইট, ইউএফও বাদে বাকি সব কালো রঙ করে দেই এটি আমাদের মহাকাশ।

received_599843508617720.jpeg

অষ্টম ধাপ

এরপর ইউএফও কে সিলভার কালার করে দেই। আর মাঝে মাঝে কালো ডট দেই ও কালো রঙ দিয়ে আউটলাইন গুলো দেই।

received_870422044180590.jpeg

নবম ধাপ

এরপর রকেট কে সিলভার, মাথার দিকে ও গোল কাচে হালকা আকাশি ও আগুন কে হলুদ ও গাঢ় কমলা রঙ করি।

IMG_20230125_212014_359.jpg

দশম ধাপ

রকেটের পেছনের ব্যানারে লাল রঙ ও তুলি ব্যবহার করে আমার বাংলা ব্লগ লিখি।

received_1390269671512628.jpeg

একাদশ ধাপ

এরপর কালো রং দিয়ে স্যাটেলাইট এর আউট লাইন,আকাশি রং দিয়ে স্যাটেলাইট এর কাচ বানাই।

IMG_20230125_212014_134.jpg

দ্বাদশ ধাপ

সাদা রং দিয়ে তারা বানাই

IMG_20230125_233221.jpg

ত্রয়োদশ ধাপ

এরপর স্বাক্ষর করি।

IMG_20230125_232242.jpg

অনেকদিন পর ট্রাই করলাম।মাথায় আইডিয়া আসছিল না তাই এটা বানিয়ে ফেললাম।কেমন লাগল জানাবেন।সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Sort:  
 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তোমাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অনেক দিন পর আর্ট করেছো তারপরও অনেক সুন্দর হয়েছে। তোমার আঁকানো বিষয়বস্তু গুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে।অসাধরণ পোস্ট টি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে সেই সাথে তোমার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ কাকিমা।আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।

 2 years ago 

প্রথমে জানাই আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য। কে বলেছে আপনি আর্ট করতে পারেন না, পারেন না বলেই আপনি চমৎকার পেইন্টিং করেছেন।আপনার পেইন্টিং এর প্রতিটি ধাপ সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রথমে জানাই আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য। কে বলেছে আপনি আর্ট করতে পারেন না, পারেন না বলেই আপনি চমৎকার পেইন্টিং করেছেন।আপনার পেইন্টিং এর প্রতিটি ধাপ সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই ধন্যবাদ ও অভিনন্দন। প্রতিযোগিতার কারণে আমরা খুব সুন্দর সুন্দর কিছু পেইন্টিং দেখতেছি। পেইন্টিং গুলো দেখে খুবই মুগ্ধ হয়ে যায়। তবে আজকে আপনার পেইন্টিং টি খুবই অসাধারণ লাগলো বিশেষ করে স্যাটেলাইট ও রকেট আর্ট করার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে। চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ভাইয়া প্রথমেই আপনাকে কনটেস্ট ২৯ এর শুভকামনা জানাই।আপনার পেইন্টিং টি দেখতে অনেক ভালো লাগছে।দেখে মুগ্ধ হয় গেলাম জাস্ট।আপনি খুবই দক্ষতার সাথে পেইন্টিং টি করে দেখিয়েছেন।ধাপগুলো অনুসরণ করে সহজেই যে কেউ পেইন্টিং টি করে ফেলতে পারবেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
সুন্দর পেইন্টিং টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58572.58
ETH 2551.35
USDT 1.00
SBD 2.47