আমার ডায়েরি - 17 November 2021 - 10% লাজুক খ্যাকের জন্যে

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে নমস্কার জানিয়ে আজকের লেখা শুরু করেছি। ভগবান সকলের মঙ্গল করুক পৃথিবীর সকলেই শান্তি লাভ করুক।

ডায়েরি

সকাল

প্রতিদিনের মত আজকেও সকালে অনেক দেরিতে উঠেছে। কাজের খালা এসে দরজাতে অনেকক্ষন নক করতে ছিলেন। তখন বাজে প্রায় দশটা, আমি তাড়াহুড়ো করে উঠে দরজা খুলে দিলাম। উনি সোজা সুজি রান্না ঘরে প্রবেশ করলেন। তারপর 5 মিনিট পর এসে বললেন তেল নেই, আর তেমন একটা রান্না করার ও কিছু নেই। আমি বললাম আপনি মুরগির মাংস রান্না করার প্রস্তুতি নেন আমি বাজার থেকে আসছি। আমি মুখ হাত ধুয়ে কাপড় পাল্টে বাসার নিচে নামলাম। হেঁটে হেঁটে বাজারে গিয়ে প্রথমে দের কেজি ওজনের একটা মুরগি কিনলাম, তারপর একটা বাধা কপি আর দু লিটার এর সয়াবিন তেলের বোতল নিয়ে বাসায় চলে আসলাম। খালা রান্না করতে থাকলেন। আমরা assignment বাকি ছিল, পরীক্ষা শেষ হয়েছে গত সপ্তাহে এখন নতুন সমস্যা হলো এইটা। এই assignment লেখতে লেখতে কখন বারোটা বেজেছে টের পাইনি। এরপর স্নান করে নিলাম। স্নান শেষ করে দুপুরের খবর করলাম মুরগির মাংস আর ভাত দিয়ে।

দুপুর

এরপর বিবি কি ভাইনস এর নতুন একটা ওয়েব সিরিজ হচ্ছে ইউটিউবে ওইটার চার নম্বর এপিসোড দেখলাম। কিছু সময় instagram আর whatsapp এ অতিবাহিত করলাম। এরপর আবার assignment করতে বসে ছিলাম কিন্তু অনেক ঘুম আসছিলো তাই খাতা বন্ধ করে বিছনায় শুয়ে পড়ি। ঘুম আর কি হবে মোবাইল অনেক সময় নষ্ট করলাম। আসলে পড়ার সময় আসলেই ঘুম পায়, পড়া বন্ধ ঘুম ও বন্ধ। তারপরও কিছু সময় ঘুমিয়ে কাটাই।

বিকেল

এরপর আরিফিন ঘুম থেকে তুলে দেয় আমাকে আমি বললাম কি হয়েছে আমি মাত্র শুয়েছি, সে বললো আজকে রণিতের জন্মদিন মনে নেই আমি বললাম মনে আছেতো, ও বললো cake 🍰 অনবা কবে রনিত একটু পরেই কলেজ থেকে চলে আসবে। আমি আসলেই কাকে আনার কথা ভুলে গিয়ে ছিলাম। পরে আমি তারহুরও করে উঠে পড়লাম। তারপর নিচে গিয়ে আগে বিকাশ থেকে এক হাজার টাকা বের করে নিলাম। তারপর A One bakery দিকে যাওয়ার জন্যে রিকশা নিলাম। সেখানে গিয়ে আমি পুরো cake 🍰 না কিনে 4 flavour এর 4 টা cake স্লাইস, কিছু donut 🍩 আর muffin 🧁 কিনলাম। এখনকার cake অনেক সুন্দর ও সুস্বাদু কিন্ত দাম অনেক বেশি। এরপর আমি ধানমন্ডি 15 নম্বর এর অন্তর ভাইয়ার ফুলের দোকানে গেলাম সেখান থেকে তিনটা গোলাপ কিনলাম। তারপর আবার রিকশা করে বাসার সামনে নামলাম। আমাদের বাসার অপজিট সাইডে একটি শপিং মল রয়েছে, সেখান থেকে কিছু চকলেট কিনে নিলাম। এরপর সব নিয়ে বাসায় চলে আসলাম ভাগ্যিস রনিত এখনো আসেনি। আমি বাসায় এসে কাপড় গুলো খুলে ফ্রেস হয়ে নিলাম। তার পাঁচ মিনিট পরে রনিত চলে আসলো। ওকে ফুলগুলো দিলাম আমি আরিফিন রনিত কিছু সেলফি তুললাম। রনিতকে অনেক খুশি মনে হচ্ছিল।

20211117_182418.jpg

20211117_181901.jpg

20211117_181747.jpg

20211117_165726.jpg

সন্ধ্যা

সন্ধায় cake🍰 খাওয়ার পর ঠিক করলাম আজকে রাতে বাহিরে খেতে যাবো। আরিফিন বুদ্ধি দিলো যে স্টার কাবাবে যাই। রনিত স্টার কাবাব পছন্দ করে। তাই আটটার দিকে আমরা তিনজনই রিক্সা করে স্টার কাবাবের দিকে বেরিয়ে পড়লাম। রাস্তায় অনেক জ্যাম ছিল যেতে 15 মিনিট এর মত লাগলো। সেখানে গিয়েও কিছু সময় দাড়িয়ে থাকতে হল কারণ টেবিল ফাঁকা ছিল না। অবশেষে টেবিল পেলাম দশ মিনিট পর। রনির রূপচাঁদা মাছের কাবাব অর্ডার করলো, আমি খাসির মাংসের শিক কাবাব আরিফিন মুরগির মাংসের শিক কাবাব অর্ডার করলো। ওইখানে কিছু সেলফি তুললাম আমরা। অর্ডার আসতে প্রায় 15 মিনিট সময় নিলো। আজকের ওইটার গুলো ভাল ছিলনা। এতটাই খারাপ যে পানি দিয়ে গেছে গ্লাস দিয়ে যায়নি। যাই হোক আমরা প্রথমে তিনটি নান দিয়ে খাওয়া শুরু করলাম, পরে আরো একটি নান নিয়ে চারজন ভাগাভাগি করে খেলাম। আসার সময় আর রিক্সা ঠিক করলাম না তিনজনই হেঁটে হেঁটে চলে আসলাম। বাসায় আসতে প্রায় সাড়ে নটা বেজে যায়। বাসায় এসে আর কোন কাজ করা হয়নি। মা কল করেছিল মার সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপর দাঁত ব্রাশ করে ঘুমিয়ে পড়েছিলাম।

20211117_201849.jpg

20211117_201816.jpg

Sort:  
 3 years ago 

দুপুরে আপনার কেনা ফুল গুলো অনেক সুন্দর ছিল
রূপচাঁদা মাছের কাবাব‌‌ এটা আমি কখনো খাইনি বাড়িতে ট্রাই করে দেখা উচিত ,🤔 অনেক ধরনের খাবার খেয়েছি মুরগির কাবাব গরুর মাংসের কাবাব তবে এই খাবারটি খাওয়া হয়নি মনে হয়। বিকেলের দিকে বন্ধুদের সাথে ভালো রকম আড্ডা দিয়েছেন, সব মিলিয়ে আপনার দিনটি অনেক ভালো গিয়েছে ধন্যবাদ আপনার অ্যাকটিভিটিজ গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ এত মনযোগ দিয়ে পুরো পোস্ট টি পড়ে দেখার জন্যে। ওই কাবাব গুলো ধানমন্ডির স্টার কাবাবে পাওয়া যায়।
Location:
Star Hotel & Kabab
https://maps.app.goo.gl/QyRWWEVxWRbGxRRj6

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


I invite you to join #club5050 if you haven’t joined yet


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 64448.82
ETH 2646.10
USDT 1.00
SBD 2.77