Pet catsteemCreated with Sketch.

বাড়িতে বিড়াল পোষা অনেক উপকার আছে। বিড়াল একটা শান্ত শিষ্ট ও পোষ মানা প্রাণী। বিড়াল কে ভালো করে খাওয়া ও ভালো ব্যবহার করলে বিড়াল খুব সহজেই পোষ মানে। আর বিড়াল যদি একবার পোষ মানে তাহলে এই বিড়াল কে দিয়ে অনেক রকমের সুবিধা নেওয়া যায়। যেমন বাড়িতে কখনো ইঁদুর কে ঢুকতে দিবে না। চিকা কে ঢুকতে দিবে না বাড়ির উচ্ছিষ্ট খাবার ফেলায় দিতে হয় না। মাছের অপ্রয়োজনীয় অংশ কাঁচা অবস্থা রান্না করা৷ উভয় জিনিসই বিড়াল খেয়ে থাকে। বাড়ির ছোট বাচ্চারা এই বিড়াল দিয়ে খেলা করতে পারে। বিড়াল পোষার সবচেয়ে ভালো দিক হলো বিড়াল যদি একবার পোষ মেনে যায় তাহলে সেই বিড়াল আপনার সাথে সাথে সারা দিন বের হবে আর বিড়াল যখন সাথে সাথে বের হয় তখন নিজেকে অনেক খুশি খুশি লাগে। এই কারণে এই প্রাণীটিকে আমি এতো ভালোবাসি। বিড়াল ঘরে থাকলে দুষ্ট জিন ঘরে আসতে পারে না৷ জিনের উপস্থিতি বিড়াল টের পায়। জিন ঘরে ঢুকে না বা বিড়ালের সামনে আসে না৷ বিড়ালের কাছে একটা শক্তি আছে যা জিন প্রতিহত করতে পারে৷ আমার বাড়িতে একটি বিড়াল আছে৷ সারাদিনই বাড়িতেই থাকে৷ হঠাৎ কখনও বাইরে চলে যায়৷

বিড়ালের সাথে আপনি যত ভালো ব্যবহার করবেন সে আপনার তত নেওটা হবে৷ বিড়াল অপকার করে না তেমন একটা৷ যাদের বাড়িতে ধানেট বস্তা থাকে, বা গোডাউনে বিড়াল থাকে৷ বিড়াল থাকলে ইঁদুর থাকে না৷ ইঁদুর একটি অপকারী প্রাণী। ফসলের শষ্য নষ্ট করে এমনি ঘরে শস্য নিয়ে এসে রাখলেও তা নষ্ট করে৷ এই জন্য অনেক গৃহস্থালির মানুষ বাড়িতে দেশী বিড়াল পালন করে৷ দেশি বিড়ালকে তেমন যত্ন করতে হয়৷ দিনে রাতে খাবার দিলেই হয়ে যায়৷

1000001890.jpg

1000001889.jpg

1000001891.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 59696.83
ETH 2363.30
USDT 1.00
SBD 2.55