দীর্ঘশ্বাস || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

red-rose-gf877e4ee1_1920.jpg

pixabay source

আজ প্রান নিশ্চুপ , খুঁজে দেখি অতীত
এমনটা তো হবার কথা নয়
তাহলে সেই মুখ কেন বারবার চোখে ভাসে
কখনো মাঝরাতে কখনো ভেজা বর্ষায়
সেই মুখ সেই হাসি
অনেকটা অস্থির উম্মাদনা
যা কেউ বোঝে না, যা কেউ দেখেনা
শুধু আমি দেখি খুব গোপনে ।।

নিয়তি সেতো বড়ই দীর্ঘশ্বাস
সে হাসছে অন্য বাগানে
হয়তো অন্য বাগানে ফুল ফুটিয়েছে
কে জানে , যে ফুলের শোভা হওয়ার ছিল আমার
সেই ফুল শোভা ছড়ায় অন্য বাগিচায়।।

হয়তো মাঝরাতে নতুবা অবেলায় ,
হৃদয় আমার নাড়া দেয়
যেমনটা বহুকাল আগেই হয়েছিল
হয়তো প্রথম দর্শনেই,
তবে সেই মুখ এখনো ভেসে বেড়ায়
হাজারো ভিড়ের মাঝেও,
অজানা রুদ্ধশ্বাস, চাঁপাকান্না
কি এক অসহ্য যন্ত্রণা
বয়ে বেড়ায় আমি বেলা অবেলায় ।।

poppy-gc4c1a0a82_1920.jpg

pixabay source

বিশেষ দ্রষ্টব্য:

এমন ঘটনা নিছক নতুন নয় । তবে আমি মনে করি যারা ফেরারি আছে, তাদের কাছে এই ঘটনা অনেকটাই আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে । হয়তো আমার রুপকথা কারো সঙ্গে মিলিয়ে যেতে পারে । তবে কিন্তু আমি আগেই মাফ চেয়ে নিচ্ছি । হয়তো কবিতাটি লিখেছি নিজের ব্যক্তিগত চিন্তা ধারা থেকে । তবে এমনটাও কিন্তু আমি হতে দেখেছি বহুবার ।

পাশের বাড়ির আনন্দ সে আমার পরিচিত । খুব করেই বলেছিল সেই বহুকাল আগেই যে তার ভালোবাসা সম্পর্কে । হয়তো আবেগে বহু কোথায় বলে ছিল, হয়তো বহুভাবেই স্বপ্ন বুনে ছিল তরতাজা দুটো প্রাণ । প্রাণ গুলো এখনো আছে, তবে গন্তব্য ও আবেগের চিন্তাভাবনা গুলোর বেশ ভালই পরিবর্তন হয়েছে ।

একজনের তো ঠিকই সংসার হয়ে গিয়েছে, সেখানে সে বেশ দিব্যি আছে । আর আনন্দ সেতো অনেকটাই ভবঘুরে । কিছু কথা তিতা হলেও সত্য, সেগুলো মেনে নিতে হয় । সেটা অনেকটা ভালোবাসার ক্ষেত্রেই প্রযোজ্য হয় । ভালোবাসলেই যে পেতে হবে, পাশাপাশি থাকতে হবে, তার তো কোনো মানে নেই । তবে ভালোবেসে এমন কথাগুলোই কিন্তু প্রতিনিয়ত একে অপরকে দেয় ।

ভালোবাসা অনেকটাই বীজগণিতের মতো , সুত্র মিললে ভালো নইলে পুরো অংকই গেল ।

যদিও এসব অবস্থার ভিতর আমি কখনো পরতে চাই না । তবে যখন অনেকের লেখা পড়ি, তখন ভেবে কোন কূলকিনারা পাই না । যাইহোক ভালো লাগে পড়তে, তাই হয়তো পড়ে যাই ।

বহুদিন পরে আনন্দের সঙ্গে দেখা । তবে তার পাশের জনকে নতুন দেখলাম । তাকে তো এর আগে আমি কখনও দেখিনি । এর আগে যাকে দেখেছিলাম, সেটা ছিল অন্য কেউ । বলেই ফেললাম নতুন মুখ , সে বলল সহধর্মিণী ।

হুট করে সেই অতীত, বারবার মনের মাঝে ঘুরপাক খাচ্ছিল । যে কথা গুলো আনন্দ খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল , বছর আটেক পর চিত্র ভিন্ন । তাহলে আগে সে যে কথাগুলো বলেছিল, সেই গুলোর কি হলো । আসলে কথা, কথার জায়গাতেই থাকে । শুধু মুখ গুলো পরিবর্তন হয়ে যায় । ভালোবাসা তো আর মিছে নয় , হয়তো যে মানুষটাকে ঘিরে ভালোবাসা হয়েছিল, সেই মানুষটার পরিবর্তন হয়েছে । তবে ভালোবাসা কিন্তু অনেকটা আগের মতই আছে ।

তা বন্ধু কি মনে করে । কেমন আছিস , এই যে তোর ভাবীর গত রাত থেকে দাঁত ব্যাথা করছে ।তাই হুট করে তোর কথা মনে হল, তাই চলে আসলাম ।।

Banner-1.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ভালোবাসার গল্প গুলো এমনই হয় কখনো সেটা বাস্তবতার রূপ পায় আবার কখনো মিথ্যে রূপ নেয় ।যাইহোক ,ভালবাসার পূর্ণতা পাওয়া খুবই কঠিন শতকরা কম মানুষই সেই পূর্ণতা পায়। অনেক সুন্দর কবিতার মাধ্যমে ও ব্যাখ্যার মাধ্যমে অনুভূতি গুলো শেয়ার করেছেন ভাইয়া অনেক ভালো লাগলো।

 2 years ago 

আজকাল এসব দেখি , যতই দেখি ততই শিখছি জানছি এবং বুঝতে পারছি ভাই । এমনটাই তো হচ্ছে ।

 2 years ago 

নিয়তি সেতো বড়ই দীর্ঘশ্বাস
সে হাসছে অন্য বাগানে
হয়তো অন্য বাগানে ফুল ফুটিয়েছে
কে জানে , যে ফুলের শোভা হওয়ার ছিল আমার
সেই ফুল শোভা ছড়ায় অন্য বাগিচায়।।

অসাধারন লিখেছেন ভাইয়া। সত্যি কথা বলতে আপনি একদম ঠিক বলেছেন ভালোবাসা বীজগণিতের মত। অংক না মিললে পুরোটাই ভুল। ভালোবাসা গুলো বদলে যায় না হয়তো ভালোবাসার মুখ গুলো বদলে যায়। হয়তো সম্পর্কের প্রিয় মুখগুলো পাল্টে যায় কিন্তু ভালোবাসা গুলো একই রয়ে যায়। আপনার এই পোস্ট পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য। ♥️♥️♥️♥️

 2 years ago 

একদম সত্য আর সঠিক কথা বলেছেন ভাই । আমার কাছেও ঠিক তেমনই মনেহয় ভাই , ভালোবাসার ক্ষেত্রে ।

 2 years ago 

ভালোবাসা অনেকটাই বীজগণিতের মতো , সুত্র মিললে ভালো নইলে পুরো অংকই গেল ।

ভাইয়া একথাটা আসলে ১০০% সঠিক।
যায় হোক ভাবীর দাঁতের ব্যাথার কারনে অনেক কিছু জানতে পারলাম। সব ক্ষেত্রেই স্থান পরিবর্তন হয়,মানুষ পরিবর্তন হয় কিন্তুু ভালবাসা পরিবর্তন হয় না। ভালবাসা এমন একটি শব্দ যার মমার্থ স্থান,কাল, পাত্র বেধে বিভিন্ন রকম।

 2 years ago 

যথার্থ বলেছেন ভাই । মানুষ গুলো শুধু পরিবর্তন হয়, তবে ভালোবাসা গুলো একই থেকে যায় ।

 2 years ago 

আসলেই যেন তাই, সত্যি বলতে ভালবাসা কখনোই বদলায় না। ভালবাসার মানুষগুলো সব সময় তার অবস্থান থেকে বদলে যায়।

 2 years ago 

আমার কাছেও তো তেমনটাই মনেহয় আপু । ধন্যবাদ আমার অনুভূতি বুঝে নেওয়ার জন্য।

 2 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে আপনার দীর্ঘশ্বাস কবিতাটি। আসলে এরকম প্রত্যেকের জীবনে কিছু না কিছু দীর্ঘশ্বাস রয়ে যায় মনেরও গভীরে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি , আপনার গঠনমূলক মতামতের জন্য ভাই ।

 2 years ago 

ভালোবাসায় যেমন মধুরতা আছে তেমনই আছে কাটা। তবে আমাদেরকে এত সুন্দর একটি কবিতা লিখেছেন যা পড়ে আমি বুঝেছিলাম যে হয়তো আপনার বাস্তব জীবনের কোন একটা অংশ আমাদের মাঝে তুলে ধরেছেন। কিন্তু আবার নিচে পড়ে দেখলাম সেখানে হয়তো আপনার বন্ধু বান্ধবের ভালোবাসার গল্প ভেসে উঠেছে। আসলে ভালোবাসা এমনই হয় কেউ পূর্ণতা পায় কেউবা হারিয়ে যায়। আপনার ভালোবাসার গল্পের বিষয়বস্তু গুলো বুঝতে কিন্তু বেশ ভালই লাগে। তবে আপনি ঠিকই বলেছেন বীজগণিতের সূত্রের মতো মিললে ভালো আর না মিললে পুরোটাই জলে গেল। আমাদের সাথে এত সুন্দর একটি কবিতা এবং গল্প শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 2 years ago 

ভালোবাসা তো সর্বদাই ছড়িয়ে আছে একটু এলোমেল ভাবে ,যদিও সবাই জানে ভালোবাসা ব্যাপারটি জটিলতাপূর্ণ তারপরেও সবাই জেনে বুঝে ঝাঁপিয়ে পড়ে ।

 2 years ago 

ভালোবাসা অনেকটাই বীজগণিতের মতো , সুত্র মিললে ভালো নইলে পুরো অংকই গেল ।

খুব ভালো বলেছেন ভাইয়া। কিন্তু এই সূত্র কজনের মিলে? আবার কজনেরই বা মেলার পরও ভালো থাকে।
সময় একসময় সব ঠিক করে দেয়। আবেগের বশে মানুষ অনেক কথাই বলে। কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। তা আশেপাশের মানুষজন কে দেখলেই বোঝা যায়।
কবিতাটি কিন্তু বেশ লিখেছেন ভাইয়া।

 2 years ago 

বেশ জটিলতাপূর্ণ অবস্থা আপু , তাই এইসব দূর দেখি আর এলোমেল ভাবনা ভাবী । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

যদিও এসব অবস্থার ভিতর আমি কখনো পরতে চাই না ।

ভাইয়া এই অবস্থার পড়ার সময় তো আপনার পার হয়ে গিয়েছে।তাছাড়া যে যাই সে শুধু স্মৃতিটুকু রেখে যায়।একজন নতুন জীবনকে মেনে নেয় অন্যজন ভবঘুরে হয়ে অবেলায় কেটে যায় সময়।
একদম বাস্তব চিত্র তুলে ধরেছেন কবিতার মাধ্যমে।ভালো লাগলো পড়ে, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

চেষ্টা করেছি আপু সমসাময়িক ব্যাপার নিয়ে একটু লেখার জন্য। ধন্যবাদ তোমার সাবলীল মন্তব্যের জন্য।

 2 years ago 

নিয়তি সেতো বড়ই দীর্ঘশ্বাস
সে হাসছে অন্য বাগানে
হয়তো অন্য বাগানে ফুল ফুটিয়েছে
কে জানে , যে ফুলের শোভা হওয়ার ছিল আমার
সেই ফুল শোভা ছড়ায় অন্য বাগিচায়।।

এই পাঁচটা লাইনের সাথে আমি এক মত পোষণ করছি ভাই। আমাদের আশে পাশেই এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। তবে আমাদের বাস্তবতাকে মেনে নিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। জীবণ কারো কারো জন্য থেমে থাকে না। জীবন তার আপন গতিধারায় চলতে থাকে। তাই আমাদের গতির প্রতিকূলে না গিয়ে অনুকূলে যাওয়াটাই শ্রেয়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 64258.81
ETH 2772.25
USDT 1.00
SBD 2.65